Ajker Patrika

সুবর্ণচরে বিদ্যুতায়িত হয়ে মাদ্রাসাছাত্রের মৃত্যু

সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি
আপডেট : ০৬ এপ্রিল ২০২২, ১২: ০৫
সুবর্ণচরে বিদ্যুতায়িত হয়ে মাদ্রাসাছাত্রের মৃত্যু

নোয়াখালীর সুবর্ণচরে বিদ্যুতায়িত হয়ে রাকিব হোসেন (১৬) নামে এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। আজ বুধবার সকালে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। 

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত রাকিব হোসেন উপজেলার চরওয়াপদা ইউনিয়নের চর আমিনুল হক গ্রামের ১ নম্বর ওয়ার্ডের আবদুল জলিল বাচ্চুর ছেলে। সে উপজেলার একই ইউনিয়নের আল আমিন বাজার দাখিল মাদ্রাসার দশম শ্রেণির ছাত্র ছিল।

খবর পেয়ে রাতে চরজব্বার থানার পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. মনির হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।

পুলিশ সূত্রে জানা যায়, নিহত রাকিবের পরিবার এ বছর দেড় একর জমিতে বোরো ধানের চাষ করে। প্রতিদিন সেচ পাম্প দিয়ে জমিতে পানি দেয় এই পরিবার। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় রাকিব ও তার বাবা ধানের জমিতে পানি দিতে যান। একপর্যায়ে রাকিব জমিতে ফুটো হয়ে যাওয়া তারের অংশে বিদ্যুতায়িত হন। এতে ঘটনাস্থলে মৃত্যু হয় তার।

এ বিষয়ে নিহতের বাবা আবদুল জলিল বাচ্চু জানান, সারা দিন রোজা রাখার পর বাবা-ছেলে মিলে সন্ধ্যায় বোরো ধানের জমিতে পানি দিতে গেলাম। বিদ্যুতের তারে ফুটো থাকায় সুইচ দেওয়ার পর সেচ পাম্প চালু হয়নি। পরে তারে কোনো সমস্যা আছে কি না, যাচাই করতে যায় রাকিব। ছেলের কাছে বিদ্যুতের তারের সমস্যা ধরা পড়েনি। সে চিৎকার দিয়ে বলে তারে কোনো সমস্যা নেই। ছেলে জানানোর পরে আমি সুইচ চালু করি। সে সময় তাড়া থাকায় ছেলেকে না নিয়ে আমি তারাবির নামাজ পড়তে চলে যাই। পরে বৈদ্যুতিক তার ঠিক করতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয় রাকিব। তারাবির নামাজ শেষ করে ছেলেকে না দেখতে পেয়ে জমিতে খুঁজতে গেলে ছেলের নিথর দেহ পড়ে থাকতে দেখি। পরে আমার চিৎকারে আশপাশের লোকজন এসে রাকিবের নিথর দেহ উদ্ধার করে। 

চরজব্বার থানার পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. মনির হোসেন জানান, নিহতের পরিবারের সদস্যদের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই রাকিবের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিলুপ্তের সিদ্ধান্ত হয়নি, নাহিদের মন্তব্যের জবাবে উমামা

জাতীয় নির্বাচন: ভোট কমিটির নেতৃত্বে ডিসি–ইউএনওকে না রাখার চিন্তা

আ.লীগ নেতার গ্রেপ্তার নিয়ে রাজশাহীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

খামেনিকে চিঠি দিয়ে যে প্রস্তাব দিলেন ট্রাম্প

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারী বাধ্যতামূলক ছুটিতে, মামলা এখন আদালতের এখতিয়ারে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত