Ajker Patrika

ছাগলনাইয়ায় ছাত্রলীগ ও যুবলীগের ২ নেতা গ্রেপ্তার

ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধি 
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ফেনীর ছাগলনাইয়ায় ছাত্রলীগ ও যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে ছাগলনাইয়া পৌর শহরের পৃথক স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। আজ রোববার (২৬ জানুয়ারি) দুপুরে আদালতে সোপর্দ করলে বিচারক তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ছাগলনাইয়া পৌর ছাত্রলীগের দপ্তর সম্পাদক শাহাদাৎ হোসেন জিতু (২০) এবং শুভপুর ইউনিয়ন যুবলীগের সহসভাপতি মো. নজরুল ইসলাম (৪০)। শাহাদাৎ হোসেন জিতু ফেনী সদর থানার পূর্ব কাজিরবাগ এলাকার মো. সেলিমের ছেলে। আর মো. নজরুল ইসলাম ছাগলনাইয়া উপজেলার শুভপুর ইউনিয়নের জয়চাঁদপুর গ্রামের মৃত শাহ আলমের ছেলে।

পুলিশ জানায়, ২০১৭ সালের ২৮ অক্টোবর কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন ও ত্রাণ বিতরণের উদ্দেশ্যে যাত্রাকালে মুহুরীগঞ্জ এলাকায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। ওই সময় গাড়িবহরের অন্তত ২০-২৫টি গাড়ি ভাঙচুর করা হয়।

৫ আগস্ট সরকার পরিবর্তনের পর এ ঘটনায় ছাগলনাইয়া থানায় একটি মামলা দায়ের করা হয়। এই মামলায় শাহাদাৎ হোসেন জিতু ও মো. নজরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে।

ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, ‘শনিবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। পরে রোববার দুপুরে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কক্সবাজার বিমান ঘাঁটিতে দুর্বৃত্তদের হামলা, সংঘর্ষে নিহত ১

শাশুড়ির মৃত্যুর খবর শুনে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মা-ছেলের মৃত্যু

নতুন রাজনৈতিক দলের নাম ও প্রতীক নিয়ে কী প্রস্তাব এল, জানালেন আখতার

আবরার হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জেমির পলায়নের বিষয়ে যা জানাল কারা অধিদপ্তর

রামদা হাতে যুবলীগ নেতার ভিডিও ভাইরাল, পরে গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত