১ দিনে করোনা শনাক্ত বাড়ল প্রায় ৫০ শতাংশ

বান্দরবান প্রতিনিধি
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২২, ১৪: ৫৪

বান্দরবানে করোনার সংক্রমণের হার আবারও বাড়ছে। মাঝখানে প্রায় দুই মাস করোনা সংক্রমণের হার কম থাকলেও গত কয়দিন যাবৎ জেলার করোনা আক্রান্তের সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। গত ২৪ ঘণ্টায় ৪৭ জনের নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ হয়েছেন ২৩ জন। এ সময় শনাক্তের হার ছিল ৪৮ দশমিক ৯৩ শতাংশ। জেলায় করোনা শনাক্ত মোট ৭৯ জনের মধ্যে সদরে ৭০, লামায় ৫, আলীকদমে ২ এবং নাইক্ষ্যংছড়িতে ২ জন।

বান্দরবানের সিভিল সার্জন ডা. অংসুই প্রু মারমা এ তথ্য নিশ্চিত করেন। 

সিভিল সার্জন ডা. অংসুই প্রু মারমা জানান, গত সোমবার রাত ১২ টা থেকে গতকাল মঙ্গলবার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় জেলায় মোট ২৩ জন শনাক্ত হয়েছেন। এর মধ্যে সদরে ১৯ ও লামা উপজেলায় ৪ জন। তবে ২৪ ঘণ্টায় করোনায় জেলায় কেউ মারা যাননি। একদিনে ২৩ জন শনাক্ত হলেও কেউই হাসপাতালে ভর্তি হয়নি। নিজ বাসা থেকে চিকিৎসকের পরামর্শে ওষুধ সেবন করছেন।

স্বাস্থ্য বিভাগের তথ্য থেকে জানা যায়, জেলায় এ পর্যন্ত মোট ১৩ হাজার ২৫১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে করোনা পজিটিভ হয়েছেন ২ হাজার ৪৫৫ জন। সুস্থ হয়েছেন ২ হাজার ৩৬২ জন। আর জেলায় করোনায় মোট মারা গেছেন ১৪ জন। 

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত