৯ দফা দাবি নিয়ে জেলা প্রশাসকের কাছে নোবিপ্রবির শিক্ষার্থীরা 

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৪, ১৮: ৫১

নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও বিশুদ্ধ পানির ব্যবস্থাসহ ৯ দফা দাবি নিয়ে জেলা প্রশাসকের কাছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ সোমবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমানকে দাবিগুলো পেশ করেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের ৯ দফা দাবিগুলোর মধ্যে রয়েছে—জেলা শহর মাইজদীতে সার্বক্ষণিক নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও বিশুদ্ধ পানির ব্যবস্থা, বিশ্ববিদ্যালয় সড়ক, ফুটপাতে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ, সড়কটি সংস্কার করে সৌন্দর্য বর্ধন, পানি নিষ্কাশনে খাল পরিষ্কার, শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ও গণ পরিবহনে শিক্ষার্থীদের অর্ধেক ভাড়া নেওয়া।

নোবিপ্রবির শিক্ষার্থীদের পক্ষে জেলা প্রশাসকের কাছে দাবিগুলো উপস্থাপন করেন, নোবিপ্রবির ১৮ তম আবর্তনের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মাহতাব চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন—বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নোবিপ্রবির সমন্বয়ক বনি ইয়ামিন, মাহমুদুল হাসান আরিফ, আব্বাস আলী সাইফুল, ১৪ তম ব্যাচের শিক্ষার্থী আহমেদ বাবু, ১৬ তম ব্যাচের শিক্ষার্থী সাজিদ খান, ১৬ তম ব্যাচের শিক্ষার্থী আব্দুল্লাহ আল তৌহিদ ও জায়েদুল ইসলাম, বিএনসিসির প্রতিনিধিগণ এবং সাধারণ শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের দাবিগুলোর মধ্যে আরও রয়েছে, যানজট নিরসনে সোনাপুর জিরো পয়েন্টে গোলচত্বর স্থাপন করে দক্ষ ট্রাফিক পুলিশ স্থায়ীভাবে দায়িত্ব দেওয়া, ফুটপাতের ময়লা-আবর্জনার ভাগাড় স্থায়ীভাবে অপসারণ ও সড়কের পাশে অবাধে বেড়ে ওঠা বড় গাছের ঢালপালা অপসারণ করা।

দাবিগুলো উপস্থাপনের পর সাধারণ শিক্ষার্থীদের সমস্যাগুলোকে গুরুত্বে দিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুত সময়ের মধ্যে সেগুলো বাস্তবায়নের আশ্বাস দেন জেলা প্রশাসক।

উল্লেখ্য, গত ১৪ আগস্ট সাধারণ শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে নোবিপ্রবির সড়কে কিছু অবৈধ স্থাপনা উচ্ছেদ করে জেলা প্রশাসক।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

ভারতের পাল্টা আক্রমণে দিশেহারা অস্ট্রেলিয়া

ঢাকা কলেজে সংঘর্ষকালে বোমা বিস্ফোরণে ছিটকে পড়েন সেনাসদস্য—ভাইরাল ভিডিওটির প্রকৃত ঘটনা

ঐশ্বরিয়ার বিচ্ছেদের খবরে মুখ খুললেন অমিতাভ

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত