রামগড়ে বন্যায় মৎস্য ও কৃষি খাতে ক্ষতির পরিমাণ ৪ কোটি ৪৩ লাখ টাকা

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি
আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৪, ১৪: ৫৮
Thumbnail image

খাগড়াছড়ির রামগড়ে বন্যায় মৎস্য ও কৃষি খাতে ব্যাপক ক্ষতি হয়েছে। সরকারি হিসাবে এ দুই খাতে সম্মিলিতভাবে প্রায় ৪ কোটি ৪৩ লাখ টাকার ক্ষতি হয়েছে। সংশ্লিষ্ট বিভাগের তথ্যমতে, সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে কৃষি খাতে, যার পরিমাণ ৩ কোটি ৬৩ লাখ ৩৩ হাজার টাকা। অন্যদিকে মৎস্য খাতে ক্ষতির পরিমাণ প্রায় ৮০ লাখ টাকা। 

উপজেলার রামগড় পৌরসভার ফেনীরকুল, সদুকার্বারীপাড়া গ্রাম ঘুরে দেখা গেছে, দীর্ঘদিন পানি জমে থাকার কারণে আউশ রোপা আমনের বীজতলা ও ধানের চারা মরে গেছে। জমির পর জমিতে গ্রীষ্মকালীন বিভিন্ন সবজির জন্য তৈরি করা খেত নষ্ট হয়ে গেছে। পানি নেমে যাওয়ার পর কৃষকেরা ক্ষতিগ্রস্ত ফসলের গাছ ও লতাপাতা সরিয়ে মাঠ আবার প্রস্তুত করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন। 

রামগড় পাথর এলাকার কৃষক মো. দিদার বলেন, তিনি ২০০ শতক জমিতে প্রায় এক লাখ টাকার আমনের চারা লাগিয়েছিলেন। পাহাড়ি ঢলে জমে থাকা পানিতে সব নষ্ট হয়ে গেছে। তিনি এখন কী করবেন বুঝতে পারছেন না। তাঁর মতো শত শত কৃষক ফসলের খেত নষ্ট হয়ে লোকসানে পড়েছেন।  

ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে ঊর্ধ্বতন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বরাবর একটি প্রতিবেদন পাঠিয়েছে উপজেলা কৃষি বিভাগ। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, এবারের ঢলে ক্ষতিগ্রস্ত হয়েছে ১ হাজার ৫৫ কৃষি পরিবার। মোট রোপা আউশ ৬৮ হেক্টরের মধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে ১০ হেক্টর, রোপা আমন ২ হাজার ২৪৬ হেক্টরের মধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে ১৯৬ হেক্টর। শরৎকালীন সবজি মোট ৫৮৫ হেক্টরের মধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে ২৫ হেক্টর। টাকার অঙ্কে কৃষিতে মোট ক্ষয়ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ৩ কোটি ৬৩ লাখ ৩৩ হাজার টাকা। 

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, পৌর সদরের ফেনীরকুল, মহামুনি, দারোগাপাড়া, চৌধুরীপাড়া, সদুকার্বারীপাড়াসহ দুই ইউনিয়নের আংশিক এলাকার কৃষিজমি পাহাড়ি ঢলের পানিতে তলিয়ে গেছে। ফলে এসব এলাকার কৃষকেরা ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন। কৃষকেরা রবি মৌসুমসহ সবজি যেন আগাম চাষ করতে পারে সে জন্য তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে ক্ষতির পরিমাণ উল্লেখ করে প্রতিবেদন পাঠিয়েছেন। সরকারি সহযোগিতা আসলে ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে বণ্টন করা হবে। 

এদিকে টানা বৃষ্টিতে উপজেলার বিভিন্ন এলাকায় পুকুর ডুবে মাছ চাষের ব্যাপক ক্ষতি হয়েছে। উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, রামগড়ে মোট ১০৫টি জলাশয় ঢলের পানিতে ক্ষতিগ্রস্ত হয়েছে। সব মিলিয়ে ১৬ হেক্টর পুকুরের মাছ ভেসে গেছে। এতে ক্ষতি হয়েছে প্রায় ৮০ লাখ টাকা। 

সদুকার্বারীপাড়া গ্রামের মৎস্যজীবী নুর হোসেন বলেন, এ বন্যার পানিতে তাঁর প্রায় ২০ লাখ টাকার মাছ চলে গেছে। শেষ সম্বলটুকু হারিয়ে তিনি এখন দিশেহারা। 

উপজেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) প্রনব কুমার সরকার বলেন, তাঁরা মাঠ পর্যায়ে তদন্ত করে একটা ক্ষতির পরিমাণ নির্ধারণ করে মৎস্য অধিদপ্তরের প্রধান কার্যালয়ে পাঠিয়েছেন। অধিদপ্তরের নির্দেশনায় মৎস্য খাতে ক্ষতিপূরণে কাজ করা হবে। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মমতা আফরিন জানান, বন্যার এ ক্ষতি কখনো পোসাবার নয়। কৃষক ক্ষতি কাটিয়ে উঠবে এই আশায় ক্ষয়ক্ষতির পরিমাণ পরিমাপ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। যদি কৃষক প্রণোদনা আসে, সেটি সরকারের নির্দেশমতো কৃষকদের মাছে বিতরণ করবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ট্রাম্পের শপথের আগেই বার্নিকাটসহ তিন কূটনীতিককে পদত্যাগের নির্দেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিকে বিচারের মুখোমুখি করতে হবে: সলিমুল্লাহ খান

সংস্কারের কিছু প্রস্তাবে মনঃক্ষুণ্ন বিএনপি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত