Ajker Patrika

পুলিশের নির্যাতনের শিকার সেই মোস্তাকিমের মামলার রিভিশন গ্রহণ আদালতের

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ০৬ মার্চ ২০২৪, ২০: ০১
পুলিশের নির্যাতনের শিকার সেই মোস্তাকিমের মামলার রিভিশন গ্রহণ আদালতের

চট্টগ্রামে ডায়ালাইসিস ফি বাড়ানোর প্রতিবাদ করতে গিয়ে গ্রেপ্তার হয়ে পুলিশের নির্যাতনের শিকার সেই মোস্তাকিমের মামলার খারিজ আদেশের বিরুদ্ধে রিভিশন গ্রহণ করেছেন দায়রা জজ আদালত। আজ বুধবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের বিচারক ড. বেগম জেবুন্নেছা মামলাটি গ্রহণ করার আদেশ দেন।

এ সময় আদালত ফৌজদারি রিভিশন মামলাটি গ্রহণ করে প্রতিপক্ষের সবার প্রতি নোটিশ জারি এবং মূল নথি তলব করেছেন। পরে ২০ মার্চ মূল নথিসহ শুনানির জন্য দিন ধার্য করেন।

এর আগে মোস্তাকিমের করা মামলা তদন্তে ঘটনার সত্যতা পাওয়া যায়নি বলে আদালতে প্রতিবেদন দেয় সিআইডি। পরে নিম্ন আদালত মামলাটি খারিজ করে দেন। মামলাটি আদালত খারিজ করে দিলে এ আদেশের বিরুদ্ধে ফৌজদারি রিভিশন মামলা করেন মোস্তাকিমের আইনজীবীরা। মামলাটি তত্ত্বাবধানকারী হিউম্যান রাইটস ফাউন্ডেশন বিএইচআরএফের কেন্দ্রীয় মহাসচিব অ্যাডভোকেট জিয়া হাবিব আহসান আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

গত বছরের ১০ জানুয়ারি ডায়ালাইসিস ফি বৃদ্ধি এবং সরকারিভাবে ভর্তুকি কমিয়ে দেওয়ার প্রতিবাদে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের সামনের সড়কে কিডনি রোগী ও স্বজনদের বিক্ষোভ সমাবেশে চড়াও হয় পুলিশ। পাঁচলাইশ থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ সেখানে বিক্ষোভ দমনসহ মোস্তাকিমকে গ্রেপ্তার করে। পরে তাঁকেসহ অজ্ঞাতপরিচয় ৫০-৬০ জন রোগীর স্বজনকে আসামি করে সরকারি কাজে বাধাদান ও পুলিশের ওপর হামলার অভিযোগে মামলা করে পুলিশ। এ সময় থানায় মোস্তাকিমকে মারধর ও নির্যাতনের অভিযোগ আনা হয়। পাঁচ দিন পর মোস্তাকিম জামিনে মুক্তি পান।

একই বছরের ২০ ফেব্রুয়ারি চট্টগ্রাম আদালতে হেফাজতে নির্যাতন আইনে পাঁচলাইশ থানার সাবেক ওসি নাজিমসহ অন্য পুলিশ কর্মকর্তাদের আসামি করে মামলা করেন মোস্তাকিম। এদিকে যাঁর জন্য মোস্তাকিম মামলা, গ্রেপ্তার ও কারাভোগ করেছেন, তাঁর সেই মা নাসরিন আক্তার গত ১৫ জানুয়ারি রাতে নগরের একটি হাসপাতালে মারা গেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিলুপ্তের সিদ্ধান্ত হয়নি, নাহিদের মন্তব্যের জবাবে উমামা

জাতীয় নির্বাচন: ভোট কমিটির নেতৃত্বে ডিসি–ইউএনওকে না রাখার চিন্তা

আ.লীগ নেতার গ্রেপ্তার নিয়ে রাজশাহীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

খামেনিকে চিঠি দিয়ে যে প্রস্তাব দিলেন ট্রাম্প

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারী বাধ্যতামূলক ছুটিতে, মামলা এখন আদালতের এখতিয়ারে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত