ফেনীতে চিনি বোঝাই ট্রাকে আগুন

দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৩, ১৬: ১৭

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর লালপুলে চিনি বোঝাই একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার ভোরে এ ঘটনা ঘটে। কীভাবে আগুন লেগেছে তা জানাতে পারেনি ফায়ার সার্ভিস। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

ফেনী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত সিনিয়র স্টেশন অফিসার ওয়াসি আজাদ আজকের পত্রিকাকে বলেন, ‘বৃহস্পতিবার ভোরে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়েছি। আগুনে ট্রাকের সামনের অংশ পুড়ে গেছে। গাড়িতে চিনি ছিল। আগুনের সূত্রপাত খুঁজেছি। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা গান পাউডার কিংবা পেট্রল মেরে আগুন লাগিয়েছে। গাড়িটি এস আলম গ্রুপের বলে জানতে পেরেছি। আগুন নেভানোর সসয় আমাদের সঙ্গে তখন পুলিশ ও বিজিবি ছিল।’ 

ফেনী মডেল থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কিছুই জানেন না বলে জানান। 

এ ছাড়া গতকাল বুধবার রাতে জেলার ফুলগাজী উপজেলার প্রাণিসম্পদ কার্যালয় এলাকায় চলন্ত একটি গাড়িতে হামলা করে দুর্বৃত্তরা। এতে বায়োফার্মা লিমিটেডের ওষুধ বহনকারী গাড়ির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। এ সময় চালকসহ তিন জন আহত হন। 

আহতরা হলেন কোম্পানির বিক্রয় প্রতিনিধি চৌদ্দগ্রাম চিওড়া এলাকার সিফাত ইবনে ইউছুফ, ফেনী সদর উপজেলার শর্শদি ইউনিয়নের কামরুল হাসান ও গাড়িচালক চৌদ্দগ্রামের আবদুর রহিম। 

এ ঘটনায় আহত সিফাত ইবনে ইউছুফ বাদী হয়ে ফুলগাজী থানায় অজ্ঞাত ২-৩ জনকে আসামি করে একটি অভিযোগ দিয়েছেন। 

ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসিম আজকের পত্রিকাকে বলেন, ‘ওষুধ কোম্পানির একটি চলন্ত গাড়িতে হামলার ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। দোষীদের খুঁজে বের করার চেষ্টা করছি।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত