আন্দোলনে গুলিবিদ্ধ কলেজছাত্র মহিনের চিকিৎসার দায়িত্ব নিল পুলিশ

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি
Thumbnail image

বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ চাঁদপুরের ফরিদগঞ্জের কলেজছাত্র মহিন উদ্দিনের চিকিৎসার দায়িত্ব নিয়েছে পুলিশ। গতকাল সোমবার বিকেলে চাঁদপুর জেলা পুলিশ সুপারের (এসপি) নির্দেশে তাঁকে ঢাকার রাজারবাগ পুলিশ হাসপাতালে পাঠানো হয়।

মহিন উদ্দিনকে নিয়ে আজকের পত্রিকায় রিপোর্ট প্রকাশের পর বিষয়টি জানতে পারেন পুলিশ সুপার। তাঁর নির্দেশে পুলিশ লাইনের একটি অ্যাম্বুলেন্সযোগে গতকাল তাঁকে ঢাকায় পাঠানো হয়। এ সময় সঙ্গে ছিলেন মহিন উদ্দিনের বাবা মোক্তার হোসেন। তাঁকে গাড়িতে তুলে দেন ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হানিফ সরকার।

মহিন উদ্দিন ফরিদগঞ্জ উপজেলার চরদুখিয়া পূর্ব ইউনিয়নের সন্তোষপুর গ্রামের মোক্তার হোসেনের ছেলে। মোক্তারের তিন সন্তানের মধ্যে বড় মহিন। তিনি কালীর বাজার কলেজের বাণিজ্য বিভাগের দ্বাদশ শ্রেণির ছাত্র। 

মহিন উদ্দিন বলেন, ছাত্র আন্দোলনের সময় তিনি ঢাকায় ছিলেন। গত ৪ আগস্ট বিকেলে কারওয়ান বাজার এলাকায় তাঁর বুকে গুলি লাগে। তাৎক্ষণিকভাবে পান্থপথের একটি হাসপাতালে গেলে শরীরে কোনো গুলি নেই বলে হাসপাতাল প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁকে ছেড়ে দেয়। পরবর্তী সময়ে রক্ত ঝরতে দেখে স্থানীয়ভাবে চিকিৎসা নেন।

মহিন উদ্দিন আরও বলেন, ‘৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর বাড়ি ফেরেন মহিন। ধীরে ধীরে যন্ত্রণা বাড়তে থাকলে ১১ আগস্ট ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান। সেখানকার চিকিৎসকেরা সিটি স্ক্যান করে জানান, শরীরে থাকা গুলি বের করতে গেলে মৃত্যুঝুঁকি রয়েছে। এরপর আমি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে যাই। সেখানে ২০-২১ দিন ভর্তি থেকে চিকিৎসা নিই। এখন পুলিশ আমার চিকিৎসার উদ্যোগ নেওয়ায় সুস্থ হওয়ার স্বপ্ন দেখছি।’

এ ব্যাপারে জানতে চাইলে ফরিদগঞ্জ থানার ওসি হানিফ সরকার আজকের পত্রিকাকে বলেন, ‘মইন উদ্দিনের বিষয়ে আমি চাঁদপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ আব্দুর রকিবের সঙ্গে যোগাযোগ করি। তাঁর নির্দেশে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকার রাজারবাগ পুলিশ হাসপাতালে পাঠানো হয়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত