হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
হাতে বিষ, কাফনের কাপড় পরে নির্বাচন কমিশনের সামনে বিভিন্ন দাবি নিয়ে অবস্থান কর্মসূচি পালনের মতো পরিবেশ হয়নি, ছিল না। এটা স্থানীয় প্রশাসন ও নির্বাচন কমিশনকে কলঙ্কিত করার জন্য পরিকল্পিতভাবে করা হয়েছে। নোয়াখালীর হাতিয়ায় দুই ইউপির প্রার্থীদের সঙ্গে জেলা প্রশাসনের মতবিনিময় সভায় এসব কথা বলেন বক্তারা।
গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার চানন্দী ইউনিয়নের আয়েশা আলী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এ বক্তব্য রাখেন তাঁরা।
সম্প্রতি কয়েকজন প্রার্থী হাতে বিষ ও কাফনের কাপড় পরে ঢাকায় নির্বাচন কমিশনের সামনে বিভিন্ন দাবি নিয়ে অবস্থান কর্মসূচি পালন করেন। বিভিন্ন মিডিয়ায় বিষয়টি উঠে এলে জেলা প্রশাসন ও নির্বাচন কমিশন স্থানীয়ভাবে প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বায়েজীদ বিন আখন্দের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান। সেই সঙ্গে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মেছবাহ উদ্দিন, হাতিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার আমিন উল্যা, হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমির হোসেন ও উপজেলা নির্বাচন কর্মকর্তা জাকির হোসেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকায় নির্বাচন কমিশনের সামনে অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া হরনী ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী মুশফিকুর রহমান ও চানন্দী ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী আমিরুল ইসলাম শামীমসহ কয়েকজন সদস্য পদপ্রার্থী।
সভায় দুই ইউনিয়নের ছয়জন চেয়ারম্যান পদপ্রার্থী, তিনজন সংরক্ষিত মহিলা সদস্য পদপ্রার্থী এবং ১০ জন সাধারণ সদস্য পদপ্রার্থী বক্তব্য রাখেন। এ সময় বক্তারা তাঁদের বক্তব্যে সম্প্রতি কয়েকজন প্রার্থীর ঢাকায় গিয়ে বিভিন্ন দাবিতে নির্বাচন কমিশনের সামনে অবস্থান করার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন।
এ মতবিনিময় সভায় বক্তারা বলেন, হাতিয়ার এ দুটি ইউনিয়নে দীর্ঘ ৩০ বছর পরে নির্বাচন হচ্ছে। জনগণ উৎসাহ-উদ্দীপনার মাধ্যমে নির্বাচনে অংশগ্রহণ করেছেন। সেখানে একটি পক্ষ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার ষড়যন্ত্র করে যাচ্ছে। স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী আমিরুল ইসলাম শামীম বিকেলে নিজ নির্বাচনী এলাকায় গণসংযোগ, মিছিল-মিটিং করে পরদিন সকালে গিয়ে নির্বাচন কমিশনের সামনে অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করেন। সেখানে তিনি এলাকায় আসতে পারেন না বলে অভিযোগ করেন, যা সম্পূর্ণ মিথ্যা। গত ২৭ মে হরনী ইউনিয়নের হাতিয়া বাজারে প্রতিপক্ষের হামলায় স্বতন্ত্র প্রার্থী মুশফিকুর রহমানের ১০ কর্মী আহত হন। এ সময় পুলিশের বিশেষ শাখার এক উপপরিদর্শক আহত হন। এর পরপরই পুলিশ ঘটনার সঙ্গে জড়িত ছয়জনকে আটক করে। পরে পুলিশবাদী মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়। এ ঘটনা ছাড়া উল্লেখ করার মতো এ দুই ইউনিয়নে নির্বাচনকালীন তেমন কোনো ঘটনা ঘটেনি।
বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম বলেন, ‘যে বা যাঁরাই নির্বাচন কমিশনের সামনে গিয়ে বিষের বোতল হাতে নিয়ে অবস্থান কর্মসূচি পালন করেছেন, তা ঠিক করেননি। আগে আপনারা জেলা প্রশাসক কিংবা আমাকে দাবি সম্পর্কে জানাতে পারতেন। আমরাই ব্যবস্থা গ্রহণ করতাম। নোয়াখালীতে কয়েকটি নির্বাচন ইতিমধ্যে আমরা শেষ করেছি। কোথাও প্রাণহানি কিংবা বড় ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি। আপনাদের এই কর্মকাণ্ডে পুরো নির্বাচন প্রক্রিয়াটা প্রশ্নবিদ্ধ হয়ে যায়।’ সেই সঙ্গে আপনাদের যেকোনো অভিযোগ লিখিতভাবে রিটার্নিং কর্মকর্তাকে জানাতে পারেন। পরে প্রার্থীরা কোনো ধরনের সহিংসতায় জড়াবেন না, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখবেন—এ বিষয়ে হাত তুলে শপথ করান পুলিশ সুপার।
এ সময় ঢাকায় কর্মসূচিতে অংশ নেওয়া স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী আমিরুল ইসলাম শামীম বলেন, ‘আমাদের কারও বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। আমরা যেন নির্বাচনের প্রচার-প্রচারণা সুন্দরভাবে করতে পারি, সেই ব্যবস্থা করা এবং নির্বাচনের দিন বিভিন্ন কেন্দ্রে প্রশাসনের কঠোর নজরদারির দাবি জানাচ্ছি।’
উল্লেখ্য, আগামী ১৫ জুন হাতিয়ার হরনী ও চানন্দী ইউনিয়নের নির্বাচন। সম্পূর্ণ ইভিএমের মাধ্যমে অনুষ্ঠিত হবে এ দুই ইউনিয়নের ভোটগ্রহণ।
হাতে বিষ, কাফনের কাপড় পরে নির্বাচন কমিশনের সামনে বিভিন্ন দাবি নিয়ে অবস্থান কর্মসূচি পালনের মতো পরিবেশ হয়নি, ছিল না। এটা স্থানীয় প্রশাসন ও নির্বাচন কমিশনকে কলঙ্কিত করার জন্য পরিকল্পিতভাবে করা হয়েছে। নোয়াখালীর হাতিয়ায় দুই ইউপির প্রার্থীদের সঙ্গে জেলা প্রশাসনের মতবিনিময় সভায় এসব কথা বলেন বক্তারা।
গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার চানন্দী ইউনিয়নের আয়েশা আলী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এ বক্তব্য রাখেন তাঁরা।
সম্প্রতি কয়েকজন প্রার্থী হাতে বিষ ও কাফনের কাপড় পরে ঢাকায় নির্বাচন কমিশনের সামনে বিভিন্ন দাবি নিয়ে অবস্থান কর্মসূচি পালন করেন। বিভিন্ন মিডিয়ায় বিষয়টি উঠে এলে জেলা প্রশাসন ও নির্বাচন কমিশন স্থানীয়ভাবে প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বায়েজীদ বিন আখন্দের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান। সেই সঙ্গে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মেছবাহ উদ্দিন, হাতিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার আমিন উল্যা, হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমির হোসেন ও উপজেলা নির্বাচন কর্মকর্তা জাকির হোসেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকায় নির্বাচন কমিশনের সামনে অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া হরনী ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী মুশফিকুর রহমান ও চানন্দী ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী আমিরুল ইসলাম শামীমসহ কয়েকজন সদস্য পদপ্রার্থী।
সভায় দুই ইউনিয়নের ছয়জন চেয়ারম্যান পদপ্রার্থী, তিনজন সংরক্ষিত মহিলা সদস্য পদপ্রার্থী এবং ১০ জন সাধারণ সদস্য পদপ্রার্থী বক্তব্য রাখেন। এ সময় বক্তারা তাঁদের বক্তব্যে সম্প্রতি কয়েকজন প্রার্থীর ঢাকায় গিয়ে বিভিন্ন দাবিতে নির্বাচন কমিশনের সামনে অবস্থান করার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন।
এ মতবিনিময় সভায় বক্তারা বলেন, হাতিয়ার এ দুটি ইউনিয়নে দীর্ঘ ৩০ বছর পরে নির্বাচন হচ্ছে। জনগণ উৎসাহ-উদ্দীপনার মাধ্যমে নির্বাচনে অংশগ্রহণ করেছেন। সেখানে একটি পক্ষ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার ষড়যন্ত্র করে যাচ্ছে। স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী আমিরুল ইসলাম শামীম বিকেলে নিজ নির্বাচনী এলাকায় গণসংযোগ, মিছিল-মিটিং করে পরদিন সকালে গিয়ে নির্বাচন কমিশনের সামনে অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করেন। সেখানে তিনি এলাকায় আসতে পারেন না বলে অভিযোগ করেন, যা সম্পূর্ণ মিথ্যা। গত ২৭ মে হরনী ইউনিয়নের হাতিয়া বাজারে প্রতিপক্ষের হামলায় স্বতন্ত্র প্রার্থী মুশফিকুর রহমানের ১০ কর্মী আহত হন। এ সময় পুলিশের বিশেষ শাখার এক উপপরিদর্শক আহত হন। এর পরপরই পুলিশ ঘটনার সঙ্গে জড়িত ছয়জনকে আটক করে। পরে পুলিশবাদী মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়। এ ঘটনা ছাড়া উল্লেখ করার মতো এ দুই ইউনিয়নে নির্বাচনকালীন তেমন কোনো ঘটনা ঘটেনি।
বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম বলেন, ‘যে বা যাঁরাই নির্বাচন কমিশনের সামনে গিয়ে বিষের বোতল হাতে নিয়ে অবস্থান কর্মসূচি পালন করেছেন, তা ঠিক করেননি। আগে আপনারা জেলা প্রশাসক কিংবা আমাকে দাবি সম্পর্কে জানাতে পারতেন। আমরাই ব্যবস্থা গ্রহণ করতাম। নোয়াখালীতে কয়েকটি নির্বাচন ইতিমধ্যে আমরা শেষ করেছি। কোথাও প্রাণহানি কিংবা বড় ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি। আপনাদের এই কর্মকাণ্ডে পুরো নির্বাচন প্রক্রিয়াটা প্রশ্নবিদ্ধ হয়ে যায়।’ সেই সঙ্গে আপনাদের যেকোনো অভিযোগ লিখিতভাবে রিটার্নিং কর্মকর্তাকে জানাতে পারেন। পরে প্রার্থীরা কোনো ধরনের সহিংসতায় জড়াবেন না, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখবেন—এ বিষয়ে হাত তুলে শপথ করান পুলিশ সুপার।
এ সময় ঢাকায় কর্মসূচিতে অংশ নেওয়া স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী আমিরুল ইসলাম শামীম বলেন, ‘আমাদের কারও বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। আমরা যেন নির্বাচনের প্রচার-প্রচারণা সুন্দরভাবে করতে পারি, সেই ব্যবস্থা করা এবং নির্বাচনের দিন বিভিন্ন কেন্দ্রে প্রশাসনের কঠোর নজরদারির দাবি জানাচ্ছি।’
উল্লেখ্য, আগামী ১৫ জুন হাতিয়ার হরনী ও চানন্দী ইউনিয়নের নির্বাচন। সম্পূর্ণ ইভিএমের মাধ্যমে অনুষ্ঠিত হবে এ দুই ইউনিয়নের ভোটগ্রহণ।
ঝিনাইদহ সদরের নতুন বাড়ি এলাকায় দুই ট্রাকের সংঘর্ষে আল আমিন (২৫) নামের এক ট্রাকচালকের নিহত হয়েছেন। এ সময় আহত হন আরও ৩ জন। আজ শনিবার সকাল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
৩০ মিনিট আগেকুষ্টিয়ার দৌলতপুরে সাজেদুল লস্কর (৩২) নামের এক ব্যক্তির লাঠির আঘাতে তার চাচাতো ভাই আপেল লস্করের (৫০) মৃত্যু হয়েছে। আজ শনিবার ভোরে উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের সোনাইকুন্ডি লস্কর পাড়া এলাকায় এই ঘটনা ঘটে। সাজেদুল লস্করকে আটক করেছে পুলিশ। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আউয়াল কবির বিষয়টি নিশ
১ ঘণ্টা আগেময়মনসিংহের নান্দাইল উপজেলার রাজগাতি ইউনিয়নের ওপর দিয়ে বয়ে যাওয়া সুখাইজুড়ি নদী একসময় প্রবহমান ছিল। এতে এলাকার মানুষ গোসল দিত, মাছ ধরত ও হাঁস পালন করত। সেই নদী দখল করে বাঁশ ও জালের বেড়া দিয়ে ছোট ছোট ঘের তৈরি করেছেন স্থানীয় প্রভাবশালীরা।
১ ঘণ্টা আগেকুমিল্লা নগরীর রাজগঞ্জ এলাকার একটি রেস্তোরাঁর কর্মী তোফাজ্জল হোসেন। অর্থের অভাবে লেখাপড়ার সুযোগ হয়ে ওঠেনি তাঁর। ১৩ বছর বয়সে কাজ শুরু করেন রেস্তোরাঁয়।
১ ঘণ্টা আগে