বান্দরবান প্রতিনিধি
বান্দরবানের আলীকদমে ভ্রমণে আসা ইফতেখারুল আহম্মেদ আবিদ (২১) নামের এক মেডিকেল শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার রাত ১টার দিকে উপজেলার মারাইতং পাহাড়ে ক্যাম্পিং করার সময় তাঁর মৃত্যু হয়।
ইফতেখারুল আহম্মেদ আবিদ টাঙ্গাইলের কালিহাতী উপজেলার গান্ধিনা এলাকার মো. হেলাল উদ্দীনের ছেলে। তিনি বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।
পাহাড়ে ক্যাম্পিং করতে গিয়ে খিঁচুনি উঠে ইফতেখারুল আহম্মেদ আবিদের মৃত্যু হয়েছে বলে তাঁর বন্ধুরা দাবি করেছে। তবে অতিরিক্ত মদ্যপানে তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে বলে জানিয়েছে আলীকদম ট্যুর গাইড অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সামো মারমা। তবে বিষয়টি কেউ নিশ্চিত করতে পারেনি।
আবিদের বন্ধু নাফিজ হাসান আবিদ বলেন, টাঙ্গাইলের কালিহাতী থেকে ১২ জন বন্ধু পর্যটক গাইড মোহাম্মদ ইয়াছিনের তত্ত্বাবধানে বান্দরবানের আলীকদমের মারাইতং পাহাড়ে ক্যাম্পিং করেন। রাত সাড়ে ১২টার দিকে ইফতেখারুল আহম্মেদ আবিদের খিঁচুনি ওঠে। রাত ১টার দিকে পাশের লামা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক জুনাইয়েদ বলেন, গতকাল শুক্রবার রাত দেড়টার দিকে আবিদ নামের এক পর্যটককে হাসপাতালে নিয়ে আসা হয়। তবে হাসপাতালে আসার আগেই তাঁর মৃত্যু হয়। তিনি নেশাগ্রস্ত ছিলেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিষয়টি তিনি নিশ্চিত নন।
এ বিষয়ে জানতে চাইলে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম শেখ আজকের পত্রিকাকে বলেন, মৃতের পরিবারের সঙ্গে আলোচনা সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বান্দরবানের আলীকদমে ভ্রমণে আসা ইফতেখারুল আহম্মেদ আবিদ (২১) নামের এক মেডিকেল শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার রাত ১টার দিকে উপজেলার মারাইতং পাহাড়ে ক্যাম্পিং করার সময় তাঁর মৃত্যু হয়।
ইফতেখারুল আহম্মেদ আবিদ টাঙ্গাইলের কালিহাতী উপজেলার গান্ধিনা এলাকার মো. হেলাল উদ্দীনের ছেলে। তিনি বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।
পাহাড়ে ক্যাম্পিং করতে গিয়ে খিঁচুনি উঠে ইফতেখারুল আহম্মেদ আবিদের মৃত্যু হয়েছে বলে তাঁর বন্ধুরা দাবি করেছে। তবে অতিরিক্ত মদ্যপানে তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে বলে জানিয়েছে আলীকদম ট্যুর গাইড অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সামো মারমা। তবে বিষয়টি কেউ নিশ্চিত করতে পারেনি।
আবিদের বন্ধু নাফিজ হাসান আবিদ বলেন, টাঙ্গাইলের কালিহাতী থেকে ১২ জন বন্ধু পর্যটক গাইড মোহাম্মদ ইয়াছিনের তত্ত্বাবধানে বান্দরবানের আলীকদমের মারাইতং পাহাড়ে ক্যাম্পিং করেন। রাত সাড়ে ১২টার দিকে ইফতেখারুল আহম্মেদ আবিদের খিঁচুনি ওঠে। রাত ১টার দিকে পাশের লামা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক জুনাইয়েদ বলেন, গতকাল শুক্রবার রাত দেড়টার দিকে আবিদ নামের এক পর্যটককে হাসপাতালে নিয়ে আসা হয়। তবে হাসপাতালে আসার আগেই তাঁর মৃত্যু হয়। তিনি নেশাগ্রস্ত ছিলেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিষয়টি তিনি নিশ্চিত নন।
এ বিষয়ে জানতে চাইলে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম শেখ আজকের পত্রিকাকে বলেন, মৃতের পরিবারের সঙ্গে আলোচনা সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
জেলার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে নওগাঁয় যৌথ বাহিনীর টহল ও চেকপোস্ট কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। রাতে সেনাবাহিনী, পুলিশ, আনসারসহ বিভিন্ন বাহিনীর সমন্বয়ে গুরুত্বপূর্ণ স্থানগুলোয় চেকপোস্ট বসানো হচ্ছে এবং একযোগে টহল পরিচালনা করা হচ্ছে।
২৪ মিনিট আগেরাজধানীর ডেমরায় সড়কে প্রাচীর নির্মাণ নিয়ে যুবদলের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ৮ জন আহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে ডগাইর নতুনপাড়া কালু ভূঁইয়া রোডের রাইজিং সান স্কুলসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
৩৩ মিনিট আগেঘুষ গ্রহণের অভিযোগ প্রমাণিত হওয়ায় খুলনা বিভাগীয় স্পেশাল জজ আদালতের হিসাব সহকারী ও কাম ক্যাশিয়ার অলোক কুমার নন্দীকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
৩৫ মিনিট আগেঢাকার কেরানীগঞ্জের আগানগর এলাকায় ছুরিকাঘাতে সীমা আক্তার (৪০) নামে এক নারী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে আমবাগিচা ছোট মসজিদের পেছনে দাউদ ভবনের গলিতে এ ঘটনা ঘটে।
৪০ মিনিট আগে