Ajker Patrika

সহোদর দুই জেলের ওপর হামলা, সাগরে ডুবে একজন নিখোঁজ, অপরজন অপহৃত

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি 
ফাইল ছবি
ফাইল ছবি

চট্টগ্রামের সীতাকুণ্ডে সাগরে বসানো জাল কাটতে বাধা দেওয়ায় সহোদর দুই জেলের ওপর হামলা চালিয়েছে অবৈধভাবে বালু উত্তোলনকারীরা। এ সময় উপর্যুপরি লাঠির আঘাতে রাম জলদাস (৩২) নামের এক জেলে সাগরে ডুবে নিখোঁজ হয়েছেন। এ ছাড়া আহত লিটন জলদাস ওরফে গৌর জলদাসকে (২৮) বোটসহ অপহরণ করে নিয়ে গেছে হামলাকারীরা।

আজ সোমবার বিকেলে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের মধ্যম মাহমুদাবাদ বঙ্গোপসাগর উপকূলে এ ঘটনা ঘটে। নিখোঁজ রাম জলদাস একই এলাকার মৃত শীতল জলদাসের ছেলে। সাগরে নিখোঁজ ও অপহৃত দুই জেলে সহোদর বলে জানিয়েছেন জেলেপাড়ার বাসিন্দারা।

দুলাল জলদাস, মদন জলদাস, সাধন জলদাস, প্রদীপ জলদাসসহ জেলেপাড়ার একাধিক জেলে আজকের পত্রিকাকে জানান, সোমবার বিকেলে বঙ্গোপসাগরে বসানো জালে মাছ ধরেছে কি না দেখতে দুই সহোদর সাগরে যান। এ সময় অবৈধভাবে বালু উত্তোলনকারী চক্রের সদস্যদের তাঁদের বসানো জাল কেটে ফেলে দিতে দেখেন। এ সময় প্রতিবাদ জানালে তাঁরা রড ও লাঠি দিয়ে তাঁদের উপর্যুপরি আঘাত করে।

একপর্যায়ে রাম জলদাসের মাথায় লাঠি দিয়ে সজোরে আঘাত করলে তিনি মাছ ধরার নৌকা থেকে সাগরের পানিতে পড়ে নিখোঁজ হন। ঘটনার পর আহত গৌর জলদাস মুঠোফোনের মাধ্যমে বিষয়টি জেলেপাড়ার বাসিন্দাদের জানান। খবর পেয়ে জেলেপাড়ার নারী-পুরুষ সবাই সাগর উপকূলে ছুটে যায়। কিন্তু সেখানে যাওয়ার পর তারা গৌর জলদাসকে খুঁজে পায়নি। উপকূলে উপস্থিত লোকজনের মাধ্যমে তারা গৌর জলদাসকে হামলাকারীরা নৌকাসহ অপহরণ করে নোয়াখালীর ভাসান চরে নিয়ে গেছে বলে জানতে পারে।

জেলেরা জানান, ঘটনার পর তাঁরা থানা-পুলিশকে খবর দেন। এ ছাড়া সাগরে ড্রেজার মেশিনে থাকা ৮ অবৈধ বালু উত্তোলনকারীকে আটক করে জেলেপাড়ায় নিয়ে যান। পরে পুলিশ তাদের থানায় নিয়ে আসে। হামলায় জড়িত অবৈধ বালু উত্তোলনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি অপহৃত গৌর জলদাসকে তাঁদের কাছে ফিরিয়ে দেওয়ার জোর দাবি জানান জেলেপাড়ার বাসিন্দারা।

জানতে চাইলে জেলে সর্দার প্রদীপ জলদাস আজকের পত্রিকাকে বলেন, নোয়াখালী নৌ পুলিশের সহায়তায় অপহৃত জেলে গৌর জলদাসকে উদ্ধার করেছেন বলে থানা-পুলিশের মাধ্যমে জানতে পেরেছি। পরে ভিডিও কলের মাধ্যমে গৌর জলদাসের সঙ্গে কথা বলিয়ে দিয়েছে পুলিশ।

প্রদীপ জলদাস জানান, দুই মাস ধরে সাগর উপকূলে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বেপরোয়াভাবে বালু উত্তোলনের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন অর্ধশতাধিক জেলে। সাগরে বসানো জেলেদের জালগুলো তারা কেটে নিয়ে গেছে। দাদনদারদের কাছ থেকে চড়া সুদে ঋণ নিয়ে কেনা এসব জাল হারিয়ে পথে বসেছেন জেলেরা। আজও হামলার শিকার হওয়া দুই সহোদরের দেড় লক্ষাধিক টাকার জাল কেটে দিয়েছে এসব বালুখেকো দুর্বৃত্ত।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) মো. আলমগীর জানান, সাগরে নিখোঁজ জেলেকে উদ্ধারে নৌ পুলিশ কাজ করছে। তবে তাঁকে এখনো খুঁজে পাওয়া যায়নি। অন্যদিকে অপহরণ করে নিয়ে যাওয়া জেলেকে নোয়াখালী সাগর উপকূল থেকে উদ্ধার করা হয়েছে। তাঁকে সেখানকার পুলিশের মাধ্যমে সীতাকুণ্ড থানায় আনার ব্যবস্থা করা হচ্ছে। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চিকেন’স নেকে হঠাৎ ভারী অস্ত্র মোতায়েন ভারতের

রাজনীতিতে কি নতুন কিছু ঘটছে

ড. ইউনূসের মন্তব্যের প্রতিক্রিয়ায় সেভেন সিস্টার্সকে বিমসটেকের কেন্দ্রবিন্দু বলল ভারত

বাসভাড়া বেশি নেওয়ার অভিযোগ করায় যাত্রীকে মারধর, অভিযানে গিয়ে ম্যাজিস্ট্রেট লাঞ্ছিত

বগুড়ায় জামিনে মুক্তি পাওয়া আ.লীগ নেতাকে পিটিয়ে আহত করেছে দুর্বৃত্তরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত