আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় যাত্রীবাহী ট্রেন থামিয়ে রেলওয়ে জংশন এলাকা পরিদর্শন করেছেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব ড. মো. হুমায়ুন কবির। বিলম্বে ট্রেন ছাড়ার কারণে গরমে যাত্রীরা বেশ ভোগান্তি পোহাতে হয়। এ নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করেন যাত্রীরা।
জানা যায়, আখাউড়া-লাকসাম ডুয়েলগেজ রেলপথ নির্মাণ কাজ পরিদর্শন করতে আসেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব ড. মো. হুমায়ুন কবির।
আজ শনিবার সকালে ঢাকা থেকে ছেড়ে আসা আন্তঃনগর মহানগর প্রভাতি এক্সপ্রেস ট্রেনের বিলাসবহুল সেলুন কোচে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে আসেন সচিব। এ সময় তিনি যাত্রীবাহী আন্তঃনগর মহানগর প্রভাতি এক্সপ্রেস ট্রেন ২০ মিনিট দাঁড় করিয়ে রেখে আখাউড়া রেলওয়ে জংশন এলাকা পরিদর্শন করেন।
ঢাকা থেকে ছেড়ে আসা আন্তঃনগর মহানগর প্রভাতি এক্সপ্রেস ট্রেন আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে যাত্রা বিরতির পর নির্ধারিত সময়ে সকাল ১০টা ১৫ মিনিটে ছেড়ে যাওয়ার কথা থাকলেও ২০ মিনিট বিলম্বে ১০টা ৩৫ মিনিটে রেলপথ মন্ত্রণালয়ের সচিব ড. হুমায়ুন কবিরকে নিয়ে চট্রগ্রামের উদ্দেশ্যে যাত্রা করে। এ সময় যাত্রীবাহি আন্তঃনগর মহানগর প্রভাতি ট্রেনের যাত্রীরা চরম ক্ষোভ প্রকাশ করেন। বিলম্বে ট্রেন ছাড়ার কারণে গরমে যাত্রীরা বেশ ভোগান্তি পোহাতে হয়।
রেলপথ মন্ত্রণালয়ের এক চিঠি সূত্রে জানা গেছে, সকাল ৭টা ৪৫ মিনিটে ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে চট্টগ্রামগামী আন্তঃনগর মহানগর প্রভাতি এক্সপ্রেস ট্রেনে করে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে ১০টা ১৫ মিনিটে উপস্থিত হওয়ার কথা রেলপথ মন্ত্রণালয়ে সচিব ড. হুমায়ুন কবিরের। এ সময় তিনি আখাউড়া জংশন স্টেশন এলাকায় চলমান প্রকল্পের বিভিন্ন উন্নয়নমূলুক কাজ পরিদর্শন করবেন। পরে বেলা ১১টায় আখাউড়া রেলওয়ে জংশন স্টেশন থেকে গ্যাংকারযোগে কুমিল্লা ও লাকসামের উদ্দেশ্যে ডাবল রেললাইন প্রকল্প কাজের পরিদর্শনে যাওয়ার পথে বেলা সাড়ে ১১টায় রেলসচিব কসবা রেলওয়ে স্টেশনে চলমান কাজ পরিদর্শন করার কথা।
চিঠিতে আরও উল্লেখ রয়েছে, গ্যাংকারযোগে কুমিল্লা ও লাকসাম রেলওয়ে জংশন স্টেশনে যাওয়ার পথে তিনি বেলা ১১টা ৪০ মিনিটে কুমিল্লার সালদানদী রেলওয়ে স্টেশনসহ সালদানদী রেল সেতু এবং সালদানদী স্টেশন এলাকায় রেলপথ উন্নয়নমূলক নির্মাণাধীন কাজ সরজমিনে পরিদর্শনের কথা ছিল। এ ছাড়াও দুপুর ১২টা ১৫ মিনিটে এ রেলপথ প্রকল্পের র্যাক কটন জোন সরজমিন পরিদর্শনের কথা ছিল।
কিন্তু তাঁকে বহন করা আন্তঃনগর মহানগর প্রভাতি ট্রেনের সংরক্ষিত বিলাসবহুল সেলুন কোচ থেকে সকাল ১০টা ১৭ মিনিটে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে নামেন। এ সময় রেল সচিব ড. হুমায়ুন কবির যাত্রীবাহি আন্তঃনগর মহানগর প্রভাতি ট্রেনটি দাঁড় করিয়ে রেখে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশন এলাকা ঘুরে দেখেন।
পরে তিনি তাঁর সঙ্গে থাকা রেলওয়ে কর্মকর্তাদের নিয়ে ২০ মিনিট বিলম্বে আন্তঃনগর মহানগর প্রভাতি ট্রেন যোগে সকাল ১০টা ৩৫ মিনিটে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশন ছেড়ে যান।
অভিযোগ উঠেছে, রেলপথ মন্ত্রণালয়ে সচিব ড. হুমায়ুন কবির আখাউড়া রেলওয়ে জংশন স্টেশন থেকে গ্যাংকার যোগে কসবা রেলওয়ে স্টেশন ও সালদা নদী রেলওয়ে স্টেশন এলাকায় চলমান প্রকল্পের নির্মাণ কাজ সরেজমিনে পরিদর্শনের কথা থাকলেও তিনি প্রকল্প কাজ পরিদর্শন করেননি।
আখাউড়া রেলওয়ে জংশন স্টেশন পরিদর্শনের সময় তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর বাধায় কসবা রেলওয়ে ষ্টেশনের নির্মাণ কাজ দীর্ঘ দিন বন্ধ থাকার বিষয়ে জানতে চাইলে রেল সচিব বলেন, বিষয়টি দুই দেশের মধ্যে আলোচনা চলছে। যত তাড়াতাড়ি সম্ভব এটা চালু করা হবে। আশা করছি খুবই শিঘগিরই কাজ শুরু হবে।
আখাউড়া-লাকসাম রেলপথ নির্মাণ কাজ কবে নাগাদ শেষ হবে জানতে চাইলে তিনি বলেন, কাজ পরিদর্শন করছি। যত তাড়াতাড়ি সম্ভব তা চালু করা হবে। পরে রেল সচিব ড. মো. হুমায়ুন কবীর মহানগর এক্সপ্রেস ট্রেনে কুমিল্লা যান।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আখাউড়া-লাকসাম রেলপথ ডুয়েলগেজ প্রকল্প পরিচালক শহীদুল ইসলাম, রেলওয়ের অতিরিক্ত পরিচালক কামরুল হাসান প্রমুখ।
এ ব্যাপারে জানতে চাইলে আখাউড়া রেলওয়ে স্টেশন সুপারিন্টেন্ডেন্ট কামরুজ্জামান তালকদার ও সহকারী কেবিন মাস্টার সুহেল রানা জানান, চট্রগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী সুবর্ণ এক্সপ্রেস ট্রেনকে ক্রসিং দিতে এই বিলম্ব হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় যাত্রীবাহী ট্রেন থামিয়ে রেলওয়ে জংশন এলাকা পরিদর্শন করেছেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব ড. মো. হুমায়ুন কবির। বিলম্বে ট্রেন ছাড়ার কারণে গরমে যাত্রীরা বেশ ভোগান্তি পোহাতে হয়। এ নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করেন যাত্রীরা।
জানা যায়, আখাউড়া-লাকসাম ডুয়েলগেজ রেলপথ নির্মাণ কাজ পরিদর্শন করতে আসেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব ড. মো. হুমায়ুন কবির।
আজ শনিবার সকালে ঢাকা থেকে ছেড়ে আসা আন্তঃনগর মহানগর প্রভাতি এক্সপ্রেস ট্রেনের বিলাসবহুল সেলুন কোচে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে আসেন সচিব। এ সময় তিনি যাত্রীবাহী আন্তঃনগর মহানগর প্রভাতি এক্সপ্রেস ট্রেন ২০ মিনিট দাঁড় করিয়ে রেখে আখাউড়া রেলওয়ে জংশন এলাকা পরিদর্শন করেন।
ঢাকা থেকে ছেড়ে আসা আন্তঃনগর মহানগর প্রভাতি এক্সপ্রেস ট্রেন আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে যাত্রা বিরতির পর নির্ধারিত সময়ে সকাল ১০টা ১৫ মিনিটে ছেড়ে যাওয়ার কথা থাকলেও ২০ মিনিট বিলম্বে ১০টা ৩৫ মিনিটে রেলপথ মন্ত্রণালয়ের সচিব ড. হুমায়ুন কবিরকে নিয়ে চট্রগ্রামের উদ্দেশ্যে যাত্রা করে। এ সময় যাত্রীবাহি আন্তঃনগর মহানগর প্রভাতি ট্রেনের যাত্রীরা চরম ক্ষোভ প্রকাশ করেন। বিলম্বে ট্রেন ছাড়ার কারণে গরমে যাত্রীরা বেশ ভোগান্তি পোহাতে হয়।
রেলপথ মন্ত্রণালয়ের এক চিঠি সূত্রে জানা গেছে, সকাল ৭টা ৪৫ মিনিটে ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে চট্টগ্রামগামী আন্তঃনগর মহানগর প্রভাতি এক্সপ্রেস ট্রেনে করে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে ১০টা ১৫ মিনিটে উপস্থিত হওয়ার কথা রেলপথ মন্ত্রণালয়ে সচিব ড. হুমায়ুন কবিরের। এ সময় তিনি আখাউড়া জংশন স্টেশন এলাকায় চলমান প্রকল্পের বিভিন্ন উন্নয়নমূলুক কাজ পরিদর্শন করবেন। পরে বেলা ১১টায় আখাউড়া রেলওয়ে জংশন স্টেশন থেকে গ্যাংকারযোগে কুমিল্লা ও লাকসামের উদ্দেশ্যে ডাবল রেললাইন প্রকল্প কাজের পরিদর্শনে যাওয়ার পথে বেলা সাড়ে ১১টায় রেলসচিব কসবা রেলওয়ে স্টেশনে চলমান কাজ পরিদর্শন করার কথা।
চিঠিতে আরও উল্লেখ রয়েছে, গ্যাংকারযোগে কুমিল্লা ও লাকসাম রেলওয়ে জংশন স্টেশনে যাওয়ার পথে তিনি বেলা ১১টা ৪০ মিনিটে কুমিল্লার সালদানদী রেলওয়ে স্টেশনসহ সালদানদী রেল সেতু এবং সালদানদী স্টেশন এলাকায় রেলপথ উন্নয়নমূলক নির্মাণাধীন কাজ সরজমিনে পরিদর্শনের কথা ছিল। এ ছাড়াও দুপুর ১২টা ১৫ মিনিটে এ রেলপথ প্রকল্পের র্যাক কটন জোন সরজমিন পরিদর্শনের কথা ছিল।
কিন্তু তাঁকে বহন করা আন্তঃনগর মহানগর প্রভাতি ট্রেনের সংরক্ষিত বিলাসবহুল সেলুন কোচ থেকে সকাল ১০টা ১৭ মিনিটে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে নামেন। এ সময় রেল সচিব ড. হুমায়ুন কবির যাত্রীবাহি আন্তঃনগর মহানগর প্রভাতি ট্রেনটি দাঁড় করিয়ে রেখে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশন এলাকা ঘুরে দেখেন।
পরে তিনি তাঁর সঙ্গে থাকা রেলওয়ে কর্মকর্তাদের নিয়ে ২০ মিনিট বিলম্বে আন্তঃনগর মহানগর প্রভাতি ট্রেন যোগে সকাল ১০টা ৩৫ মিনিটে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশন ছেড়ে যান।
অভিযোগ উঠেছে, রেলপথ মন্ত্রণালয়ে সচিব ড. হুমায়ুন কবির আখাউড়া রেলওয়ে জংশন স্টেশন থেকে গ্যাংকার যোগে কসবা রেলওয়ে স্টেশন ও সালদা নদী রেলওয়ে স্টেশন এলাকায় চলমান প্রকল্পের নির্মাণ কাজ সরেজমিনে পরিদর্শনের কথা থাকলেও তিনি প্রকল্প কাজ পরিদর্শন করেননি।
আখাউড়া রেলওয়ে জংশন স্টেশন পরিদর্শনের সময় তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর বাধায় কসবা রেলওয়ে ষ্টেশনের নির্মাণ কাজ দীর্ঘ দিন বন্ধ থাকার বিষয়ে জানতে চাইলে রেল সচিব বলেন, বিষয়টি দুই দেশের মধ্যে আলোচনা চলছে। যত তাড়াতাড়ি সম্ভব এটা চালু করা হবে। আশা করছি খুবই শিঘগিরই কাজ শুরু হবে।
আখাউড়া-লাকসাম রেলপথ নির্মাণ কাজ কবে নাগাদ শেষ হবে জানতে চাইলে তিনি বলেন, কাজ পরিদর্শন করছি। যত তাড়াতাড়ি সম্ভব তা চালু করা হবে। পরে রেল সচিব ড. মো. হুমায়ুন কবীর মহানগর এক্সপ্রেস ট্রেনে কুমিল্লা যান।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আখাউড়া-লাকসাম রেলপথ ডুয়েলগেজ প্রকল্প পরিচালক শহীদুল ইসলাম, রেলওয়ের অতিরিক্ত পরিচালক কামরুল হাসান প্রমুখ।
এ ব্যাপারে জানতে চাইলে আখাউড়া রেলওয়ে স্টেশন সুপারিন্টেন্ডেন্ট কামরুজ্জামান তালকদার ও সহকারী কেবিন মাস্টার সুহেল রানা জানান, চট্রগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী সুবর্ণ এক্সপ্রেস ট্রেনকে ক্রসিং দিতে এই বিলম্ব হয়েছে।
পর্যটনসংশ্লিষ্ট ব্যবসায়ীরা বলছেন, ১ ডিসেম্বর থেকে দ্বীপে ভ্রমণে যাওয়া পর্যটকদের রাত যাপনে নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে। ফলে তখন পর্যটকেরা সেন্টমার্টিনমুখী হবেন। তবে আবারও দেশের পরিস্থিতি কিছুটা উত্তপ্ত হয়ে ওঠায় পর্যটনে এর কিছুটা নেতিবাচক প্রভাব পড়তে পারে।
৩ মিনিট আগেপাবনায় ডাকাতি, হত্যাচেষ্টাসহ ১৫ মামলার পলাতক আসামি পলাশ হোসেন ওরফে সাগরকে (৩৬) গ্রেপ্তার করেছে র্যাব। আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে জেলার কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়...
৩০ মিনিট আগেকুড়িগ্রামের ভূরুঙ্গামারীর সোনাহাট স্থলবন্দর এলাকায় এক স্থানে একই সময়ে দুই গ্রুপের সমাবেশ আহ্বান করায় আজ বৃহস্পতিবার উপজেলা জুড়ে ১৪৪ ধারা জারি করা হয়েছে। সমাবেশকে কেন্দ্র করে যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয় সে জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগেগাজীপুরের কালিয়াকৈরে একটি পোশাক কারখানার শ্রমিকেরা বকেয়া বেতনের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। আজ বৃহস্পতিবার সকাল ৯টা থেকে উপজেলার চন্দ্রা হরীতকীতলা এলাকার মাহমুদ জিনস লিমিটেড কারখানার শ্রমিকেরা এই বিক্ষোভ করছেন।
১ ঘণ্টা আগে