কাদের মির্জার হুমকি-ধমকিতে সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কায় ভাগনে মঞ্জু

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২২, ১৪: ০৭
আপডেট : ২৬ জানুয়ারি ২০২২, ১৪: ১৫

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা পুলিশ পাহারায়, গাড়িবহর নিয়ে বিভিন্ন এলাকায় গিয়ে সংখ্যালঘু ও সাধারণ ভোটারদের হুমকি-ধমকি দিচ্ছেন বলে অভিযোগ করেছেন তাঁর ভাগনে ও চরপার্বতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মাহবুবুর রশিদ মঞ্জু। এমন পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন হওয়া নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। 

গত মঙ্গলবার রাতে মঞ্জু উপজেলার চরপার্বতী ইউনিয়নের মেহেরুননিসায় নিজ বাসভবনে সংবাদমাধ্যমকে দেওয়া এক বক্তব্যে তিনি এসব বলেন মঞ্জু। তাঁর অভিযোগ, সংখ্যালঘু এলাকায় তাঁর (কাদের মির্জার) অনুগত প্রার্থীদের ভোট না দিলে হাত-পা ভেঙে দেওয়ার হুমকি দিচ্ছেন। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পথে একে বড় অন্তরায় বলে মনে করেন তিনি। 

মাহবুবুর রশিদ মঞ্জু বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ও বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার আপন ভাগনে। তিনি উপজেলা আওয়ামী লীগের মুখপাত্র এবং কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক। তিনি কাদের মির্জার প্রতিপক্ষ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের অনুসারী। এই নির্বাচনে মঞ্জুর প্রতীক আানারস। 

মঞ্জু বলেন, ‘এলাকায় ভোটারদের ব্যাপক সাড়া পাচ্ছি। দলীয় প্রতীক না থাকায় এবং অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের কথা বলায় নির্বাচনের মাঠ জমে উঠেছে। তবে কিছু কিছু জায়গায় ভোটারদের মাঝে আতঙ্ক বিরাজ করছে।’

এ সময় দৃঢ়তার সঙ্গে মঞ্জু বলেন, ‘অতীতের চেয়ারম্যানেরা যা করতে পারেননি, তা আমি করে দেখাতে চাই। আমি চাই চরপার্বতী ইউনিয়নবাসীকে একটি পরিবেশবান্ধব, শিক্ষাবান্ধব, মাদকমুক্ত, সুন্দর, শান্তিপূর্ণ ও বাসযোগ্য ইউনিয়ন উপহার দিতে।’ 

গত এক বছর কোম্পানীগঞ্জে কাদের মির্জার সঙ্গে উপজেলা আওয়ামী লীগের চলমান বিবাদের কারণে দলীয় প্রতীক নৌকা না দিয়ে উন্মুক্ত নির্বাচনের ঘোষণা দেয় আওয়ামী লীগ। 

অভিযোগের বিষয়ে জানতে বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার মোবাইলে বারবার ফোন দিয়েও কোনো বক্তব্য পাওয়া যায়নি। 

আগামী ৭ ফেব্রুয়ারি কোম্পানীগঞ্জের আট ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই নির্বাচনে আট ইউনিয়নে চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগ সমর্থিত আটজন ও কাদের মির্জা সমর্থিত আটজন ছাড়াও বিভিন্ন দল ও মতের বেশ কয়েকজন প্রার্থী হয়েছেন। 

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত