Ajker Patrika

৯৯৯–এ কল, সাগর থেকে ১২ চীনা নাবিক উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৯ মার্চ ২০২৩, ১৪: ৩০
৯৯৯–এ কল, সাগর থেকে ১২ চীনা নাবিক উদ্ধার

চট্টগ্রামের ভাটিয়ারি উপকূলের মাদার ভ্যাসেল থেকে সাগরে স্পিডবোটে নামার সময় স্পিডবোটটি উলটে যায়। এ সময় স্পিডবোটে থাকা ১২ চীনা নাবিক সমুদ্রে পড়ে যান। পরে কোস্ট গার্ডের সদস্যরা তাঁদের সবাইকে উদ্ধার করেছে। গতকাল মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটে। এক নাবিক জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল দিয়ে উদ্ধারে সহযোগিতা চাইলে তাঁদের উদ্ধার করা হয়।

আজ বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর পরিদর্শক আনোয়ার সাত্তার। 

আনোয়ার সাত্তার জানান, বঙ্গোপসাগরে চট্টগ্রামের ভাটিয়ারি উপকূলে অবস্থান করা এনডিই-১৪ নামে একটি চীনা লাইটার জাহাজের আলি আজগর নামের একজন নাবিক জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে জানান, তাঁরা চীনা পতাকাবাহী মাদার ভ্যাসেল ‘ক্যাং হুয়ান-১’ থেকে মালামাল লোড করার জন্য সেখানে অবস্থান করছিলেন। মাদার ভ্যাসেল থেকে ১২ জন চীনা নাবিক একটি স্পিডবোট নিয়ে সাগরে নামার সময় লিফটের তার ছিঁড়ে সাগরে পড়ে উল্টে যায়। এর মধ্যে দু-একজন নাবিক বেরিয়ে আসতে সক্ষম হলেও বাকি সবাই উল্টানো বোটের ভেতরে আটকে ছিলেন। এ সময় আশপাশের কিছু বোট এগিয়ে এলেও উল্টানো স্পিডবোটের ভেতর থেকে নাবিকদের উদ্ধার করা যায়নি। এ অবস্থায় দ্রুত উদ্ধারে সহায়তার অনুরোধ জানিয়ে ৯৯৯ নম্বরে কলার ফোন করেন। 

৯৯৯ কলটেকার কনস্টেবল আকাশ চন্দ্র নাথ তাৎক্ষণিকভাবে কোস্ট গার্ডের চট্টগ্রাম পূর্ব জোনের নিয়ন্ত্রণকক্ষে বিষয়টি জানিয়ে দ্রুত উদ্ধারের ব্যবস্থা নেওয়ার অনুরোধ করে। ৯৯৯ ডিস্পাচার এসআই জয়ন্ত ঘরামী কোস্ট গার্ড ও কলারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করে উদ্ধার তৎপরতার আপডেট নিতে থাকেন। 

আনোয়ার সাত্তার আরও জানান, খবর পেয়ে কোস্ট গার্ড চট্টগ্রাম পূর্ব জোনের একটি উদ্ধারকারী দল অবিলম্বে উদ্ধারকারী নৌযানসহ ঘটনাস্থলে গিয়ে ১২ চীনা নাবিককে জীবিত উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা প্রদান করে। এরপর তাঁদের নিরাপদে উপকূলে পৌঁছে দেওয়া হয়। উদ্ধারকারী দলের নেতৃত্বে থাকা কোস্টগার্ড চট্টগ্রাম পূর্ব জোনের স্টাফ অফিসার অপারেশনস লে. কমান্ডার রাসেল মিয়া উদ্ধার অভিযানের বিষয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯কে এ তথ্য জানিয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত