‘রুহেলকে জেতাতে অনেক অপকর্ম করেছি’, মন্তব্য করে শোকজ পেলেন আ. লীগ নেতা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
প্রকাশ : ১৫ মে ২০২৪, ২২: ৩৫

৭ জানুয়ারির নির্বাচন রুহেলকে জেতাতে অনেক অপকর্ম করেছি’ মন্তব্য করে শাস্তির মুখে পড়ছেন চট্টগ্রামের মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ কে এম জাহাঙ্গীর ভূইয়া। আজ বুধবার তাকে কারণ দর্শানোর নোটিশ পাঠায় আওয়ামী লীগ। এতে আগামী ১৫ দিনের মধ্যে এর লিখিত জবাব দেওয়ার জন্য বলা হয়েছে।

কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত নোটিশে বলা হয়েছে, সম্প্রতি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত আপনার বক্তব্যে বাংলাদেশ আওয়ামী লীগের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে এবং তা সংগঠনের রীতিনীতি ও আদর্শ পরিপন্থী। শিষ্টাচার বহির্ভূতভাবে প্রদত্ত আপনার বক্তব্য সংগঠনের শৃঙ্খলাবিরোধী এবং আওয়ামী লীগের গঠনতন্ত্র অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ।

এ অবস্থায়, আপনার বিরুদ্ধে কেন শান্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তার ব্যাখ্যাসহ আপনার লিখিত জবাব আগামী ১৫ (পনেরো) দিনের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে (বাড়ি-৫১ /এ, সড়ক-৩ /এ, ধানমন্ডি, ঢাকা) প্রেরণের জন্য সাংগঠনিক নির্দেশক্রমে অনুরোধ জানানো হচ্ছে।

এর আগে গত ২৯ এপ্রিল মিরসরাই উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী শেখ আতাউর রহমানের কর্মী সভায় তিনি ৭ জানুয়ারি নির্বাচন ও স্থানীয় সংসদ সদস্য মাহবুব উর রহমান রুহেলকে নিয়ে বিরূপ মন্তব্য করেন।

সেখানে তিনি বলেন, ‘গত ৭ জানুয়ারি শেখ হাসিনার মনোনীত প্রার্থী, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের সুযোগ্য সন্তান মাহবুব উর রহমান রুহেলকে জেতানোর জন্য আমরা অনেক অপকর্ম করেছি। আগামী ৮ তারিখ উপজেলা পরিষদ নির্বাচনে কোনো অপকর্ম ছাড়া ভোটকেন্দ্র খোলা রাখব।’ তার এই বক্তব্যের পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সমালোচনার ঝড় ওঠে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত