Ajker Patrika

চিকিৎসা সেবায় দেশ ব্যাংকক-সিঙ্গাপুরের চেয়ে কম নয়: মন্ত্রী তাজুল

কুমিল্লা প্রতিনিধি
চিকিৎসা সেবায় দেশ ব্যাংকক-সিঙ্গাপুরের চেয়ে কম নয়: মন্ত্রী তাজুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম বলেছেন, ‘সারা পৃথিবীতে যে প্রতিকূল অবস্থা বিরাজ করছে, সে তুলনায় বাংলাদেশ এখনো ঠিক আছে। আমাদের অর্থনৈতিক ব্যবস্থা এখনো ভালো আছে। আমরা আরও বড় পরিকল্পনা করেছি। সারা দেশে উন্নয়ন হচ্ছে, গ্রামের সড়কগুলো পাকা হচ্ছে। চিকিৎসা সেবায় দেশ এখন ব্যাংকক-সিঙ্গাপুরের চেয়ে কম নয়।’ 

আজ শনিবার দুপুরে কুমিল্লার কোটবাড়িতে বার্ডের ময়নামতি মিলনায়তনে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির (বার্ড) ৫৬ তম বার্ষিক পরিকল্পনার দুদিনব্যাপী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। 

 ২০৪১ সালের বাংলাদেশ গড়ার লক্ষ্যে কোনো বাধা থাকবে না উল্লেখ্য করে মন্ত্রী বলেন, ‘বিভিন্ন দেশ কীভাবে নিজেদের সমস্যা নিরসন করছে, সে অনুযায়ী তাদের মতো প্ল্যান আমরাও করছি। সবাই মিলে কাজ করলে আগামীর বাংলাদেশ অনেক দূর এগিয়ে যাবে।’ মন্ত্রী সবাইকে যার যার অবস্থান থেকে অবদান রাখার আহ্বান জানান। 

পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোসাম্মৎ হামিদা বেগম সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য, কুমিল্লা সদরের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহা উদ্দিন বাহার। 

অনুষ্ঠানে বক্তব্য দেন বার্ডের মহাপরিচালক হারুন অর রশিদ মোল্লা, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এফ এম আবদুল মঈন, কুমিল্লার জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান, পুলিশ সুপার আবদুল মান্নান পিপিএম (বার)। 

মন্ত্রী তাজুল ইসলাম বলেন, ‘গ্রামের মানুষকে সুসংগঠিত এবং তাঁদের অর্থনৈতিক উন্নতির জন্য সমবায় শক্তিশালী ভূমিকা রাখতে পারে। প্রান্তিক মানুষের ক্ষুদ্র ক্ষুদ্র পুঁজি একত্রিত করে তা তাঁদের অর্থনৈতিক মুক্তির কাজে ব্যবহার করতে পারলে গ্রামীণ অর্থনীতির চেহারা আমুল পালটে যাবে।’ এ বিষয়ে মন্ত্রী দক্ষিণ কোরিয়ার ‘নিউ কমিউনিটি মুভমেন্ট’ এর উদাহরণ দিয়ে তিনি বলেন, ‘কুমিল্লার বার্ড মডেল অনুসরণ করে দক্ষিণ কোরিয়া জনপ্রতিনিধিদের নেতৃত্বে তাঁদের গ্রামীণ অর্থনীতি শক্তিশালী ভিতের ওপর দাঁড় করাতে পেরেছে।’ 

স্থানীয় সরকার মন্ত্রী বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথমে বাংলাদেশের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করেন। তারপর বিদ্যুৎ ঘাটতির বাংলাদেশকে তিনি শতভাগ বিদ্যুতায়নের দেশে পরিণত করেন। আর এখন দ্রুতগতির ইন্টারনেট সেবা মোবাইলে থাকার ফলে জ্ঞান বিজ্ঞানের অবারিত দ্বার মানুষের হাতের মুঠোয় চলে এসেছে। যার ফলে করোনা ও ইউক্রেন-রাশিয়া যুদ্ধের মতো প্রতিকূল পরিস্থিতিতেও আমাদের অর্থনীতি সামনের দিকে এগিয়ে চলেছে। 

অনুষ্ঠানে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের উচ্চ ও মধ্যপর্যায়ের ১০০ জন প্রতিনিধি অংশ নেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত