নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম: পাঁচ বছর আগে স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যার ঘটনায় পুলিশের সাবেক এসপি বাবুল আক্তারকে পাঁচ দিন রিমান্ডে জিজ্ঞাসাবাদ শেষে আদালত এলাকায় আনা হয়েছে। সকাল ১১ টার দিকে তাঁকে আদালতে এনে অতিরিক্ত উপ পুলিশ কমিশনারের (প্রসিকিউশন) কক্ষে বসিয়ে রাখা হয়। কিন্তু পুলিশের কেউই এ ব্যাপারে মুখ খুলছে না।
নাম প্রকাশ না করার শর্তে পুলিশের এক সহকারী কমিশনার আজকের পত্রিকাকে বলেন, বাবুল আক্তার আদালতে ১৬৪ ধারার জবানবন্দি দিতে পারেন। তিনি জবানবন্দি দিতে এখনও পুরোপুরি রাজি হননি। জবানবন্দি না দিলে আবারও তাঁর রিমান্ড চাওয়া হতে পারে।
গত বুধবার দুপুরে বাবুল আক্তারের শ্বশুর ও মাহমুদা খাতুন মিতুর বাবা মোশারফ হোসেন বাদী হয়ে বাবুল আক্তারসহ আট জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর বিকেলে তাঁকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়।
এদিকে ২০১৬ সালের ৫ জুন বাবুল আক্তারের দায়ের করা মামলায় সব অভিযুক্তদের অব্যাহতি দিয়ে বুধবার দুপুরে সিএমএম আদালতে ৫৭৫ পাতার ফাইনাল রিপোর্ট দাখিল করেছেন পিআইবি।
প্রসঙ্গত ২০১৬ সালের ৫ জুন সকাল সোয়া ৭ টায় চট্টগ্রাম মহানগরীর জিইসি মোড়ে ছেলেকে স্কুল বাসে তুলে দিতে যাওয়ার সময় মটরসাইকেলে করে তিন দুর্বৃত্ত মিতুকে ঘিরে ধরে গুলি করে ও কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে। এরপর মটরসাইকেলযোগে তাঁরা পালিয়ে যায়। ওই সময় মিতুর স্বামী বাবুল আক্তার পুলিশ সুপার পদে পদোন্নতি পেয়ে পুলিশ সদর দপ্তরে ঢাকায় অবস্থান করছিলেন। তাঁর আগে তিনি চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনারের দায়িত্বে ছিলেন। হত্যাকান্ডের পর নগরীর পাঁচলাইশ থানায় অজ্ঞাতনামাদের বিরুদ্ধে হত্যা মামলা করেন বাবুল আক্তার। মামলাটি চট্টগ্রামের নগর গোয়েন্দা পুলিশের হাত ঘুরে বর্তমানে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) বুধবার ১২ মে ফাইনাল রিপোর্ট দেওয়া হয়।
চট্টগ্রাম: পাঁচ বছর আগে স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যার ঘটনায় পুলিশের সাবেক এসপি বাবুল আক্তারকে পাঁচ দিন রিমান্ডে জিজ্ঞাসাবাদ শেষে আদালত এলাকায় আনা হয়েছে। সকাল ১১ টার দিকে তাঁকে আদালতে এনে অতিরিক্ত উপ পুলিশ কমিশনারের (প্রসিকিউশন) কক্ষে বসিয়ে রাখা হয়। কিন্তু পুলিশের কেউই এ ব্যাপারে মুখ খুলছে না।
নাম প্রকাশ না করার শর্তে পুলিশের এক সহকারী কমিশনার আজকের পত্রিকাকে বলেন, বাবুল আক্তার আদালতে ১৬৪ ধারার জবানবন্দি দিতে পারেন। তিনি জবানবন্দি দিতে এখনও পুরোপুরি রাজি হননি। জবানবন্দি না দিলে আবারও তাঁর রিমান্ড চাওয়া হতে পারে।
গত বুধবার দুপুরে বাবুল আক্তারের শ্বশুর ও মাহমুদা খাতুন মিতুর বাবা মোশারফ হোসেন বাদী হয়ে বাবুল আক্তারসহ আট জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর বিকেলে তাঁকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়।
এদিকে ২০১৬ সালের ৫ জুন বাবুল আক্তারের দায়ের করা মামলায় সব অভিযুক্তদের অব্যাহতি দিয়ে বুধবার দুপুরে সিএমএম আদালতে ৫৭৫ পাতার ফাইনাল রিপোর্ট দাখিল করেছেন পিআইবি।
প্রসঙ্গত ২০১৬ সালের ৫ জুন সকাল সোয়া ৭ টায় চট্টগ্রাম মহানগরীর জিইসি মোড়ে ছেলেকে স্কুল বাসে তুলে দিতে যাওয়ার সময় মটরসাইকেলে করে তিন দুর্বৃত্ত মিতুকে ঘিরে ধরে গুলি করে ও কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে। এরপর মটরসাইকেলযোগে তাঁরা পালিয়ে যায়। ওই সময় মিতুর স্বামী বাবুল আক্তার পুলিশ সুপার পদে পদোন্নতি পেয়ে পুলিশ সদর দপ্তরে ঢাকায় অবস্থান করছিলেন। তাঁর আগে তিনি চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনারের দায়িত্বে ছিলেন। হত্যাকান্ডের পর নগরীর পাঁচলাইশ থানায় অজ্ঞাতনামাদের বিরুদ্ধে হত্যা মামলা করেন বাবুল আক্তার। মামলাটি চট্টগ্রামের নগর গোয়েন্দা পুলিশের হাত ঘুরে বর্তমানে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) বুধবার ১২ মে ফাইনাল রিপোর্ট দেওয়া হয়।
নেত্রকোনার কলমাকান্দায় মাদকের টাকার জন্য মাকে মারধর করায় শাহজাহান মিয়া (২৫) নামের এক যুবককে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার রাতে শাহজাহানের মা সাজেদা খাতুন ছেলেকে থানায় সোপর্দ করেন। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে এক বছরের কারাদণ্ড দেন।
১৫ মিনিট আগেঝিনাইদহ সদরের নতুন বাড়ি এলাকায় দুই ট্রাকের সংঘর্ষে আল আমিন (২৫) নামের এক ট্রাকচালকের নিহত হয়েছেন। এ সময় আহত হন আরও ৩ জন। আজ শনিবার সকাল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেকুষ্টিয়ার দৌলতপুরে সাজেদুল লস্কর (৩২) নামের এক ব্যক্তির লাঠির আঘাতে তার চাচাতো ভাই আপেল লস্করের (৫০) মৃত্যু হয়েছে। আজ শনিবার ভোরে উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের সোনাইকুন্ডি লস্কর পাড়া এলাকায় এই ঘটনা ঘটে। সাজেদুল লস্করকে আটক করেছে পুলিশ। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আউয়াল কবির বিষয়টি নিশ
২ ঘণ্টা আগেময়মনসিংহের নান্দাইল উপজেলার রাজগাতি ইউনিয়নের ওপর দিয়ে বয়ে যাওয়া সুখাইজুড়ি নদী একসময় প্রবহমান ছিল। এতে এলাকার মানুষ গোসল দিত, মাছ ধরত ও হাঁস পালন করত। সেই নদী দখল করে বাঁশ ও জালের বেড়া দিয়ে ছোট ছোট ঘের তৈরি করেছেন স্থানীয় প্রভাবশালীরা।
২ ঘণ্টা আগে