রামু (কক্সবাজার) প্রতিনিধি
গত ২২ মার্চ স্কুল থেকে ফেরার পথে রামু বালিকা উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির এক শিক্ষার্থী নিখোঁজ হয়। আজ শনিবার সকাল পর্যন্ত তার সন্ধান পাওয়া যায়নি।
নিখোঁজের বিষয়ে রামু থানায় এরই মধ্যে একটি নিখোঁজ ডায়েরি করেছে মেয়েটির পরিবার।
নিখোঁজ মেয়ের মা বলেন, ‘কার কাছে গেলে আমার মেয়েকে পাব? রামু থানা, র্যাব, সাংসদ সবার কাছে আকুতি জানিয়েছি। কেউ কোনো খোঁজ দিচ্ছে না।’
এদিকে নিখোঁজের বিষয়ে স্থানীয় বাসিন্দা আরিফুল ইসলাম বলেন, ‘দ্রুত মেয়েটির সন্ধান চাই। নবম শ্রেণির একটি মেয়ে আজ ১০ দিন ধরে নিখোঁজ কিন্তু কেউ কোনো পদক্ষেপই নিচ্ছে না। মৃত অথবা জীবিত আমাদের মেয়ে ফিরে আসুক আমাদের কাছে।’
রামু বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নাল আবদিনের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘গত এক মাসে আমাদের স্কুলের দুইটা মেয়ে নিখোঁজের বিষয়ে জেনেছি। এর মধ্যে সপ্তম শ্রেণির একজনকে কুমিল্লা থেকে উদ্ধার করা হয়েছিল। গত ১০ দিন আগে আরেক শিক্ষার্থী নিখোঁজ হয়।’
সূত্র বলছে, গত এক মাসে রামু বালিকা উচ্চবিদ্যালয়ের একাধিক শিক্ষার্থী নিখোঁজের ঘটনা ঘটেছে। তাদের দ্রুত খুঁজে বের করার দাবি জানিয়েছেন স্থানীয় লোকজন।
এদিকে ঘটনাটির তদন্তকারী কর্মকর্তা এসআই মো. নাজমুল হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘এরই মধ্যে মেয়েটির নিখোঁজের বিষয়ে সাধারণ ডায়েরি পেয়েছি। সকল থানায় এ বিষয়ে তথ্য পাঠিয়ে দেওয়া হয়েছে। আশা করি দ্রুত সময়ের মধ্যে খোঁজ পাব।’
গত ২২ মার্চ স্কুল থেকে ফেরার পথে রামু বালিকা উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির এক শিক্ষার্থী নিখোঁজ হয়। আজ শনিবার সকাল পর্যন্ত তার সন্ধান পাওয়া যায়নি।
নিখোঁজের বিষয়ে রামু থানায় এরই মধ্যে একটি নিখোঁজ ডায়েরি করেছে মেয়েটির পরিবার।
নিখোঁজ মেয়ের মা বলেন, ‘কার কাছে গেলে আমার মেয়েকে পাব? রামু থানা, র্যাব, সাংসদ সবার কাছে আকুতি জানিয়েছি। কেউ কোনো খোঁজ দিচ্ছে না।’
এদিকে নিখোঁজের বিষয়ে স্থানীয় বাসিন্দা আরিফুল ইসলাম বলেন, ‘দ্রুত মেয়েটির সন্ধান চাই। নবম শ্রেণির একটি মেয়ে আজ ১০ দিন ধরে নিখোঁজ কিন্তু কেউ কোনো পদক্ষেপই নিচ্ছে না। মৃত অথবা জীবিত আমাদের মেয়ে ফিরে আসুক আমাদের কাছে।’
রামু বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নাল আবদিনের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘গত এক মাসে আমাদের স্কুলের দুইটা মেয়ে নিখোঁজের বিষয়ে জেনেছি। এর মধ্যে সপ্তম শ্রেণির একজনকে কুমিল্লা থেকে উদ্ধার করা হয়েছিল। গত ১০ দিন আগে আরেক শিক্ষার্থী নিখোঁজ হয়।’
সূত্র বলছে, গত এক মাসে রামু বালিকা উচ্চবিদ্যালয়ের একাধিক শিক্ষার্থী নিখোঁজের ঘটনা ঘটেছে। তাদের দ্রুত খুঁজে বের করার দাবি জানিয়েছেন স্থানীয় লোকজন।
এদিকে ঘটনাটির তদন্তকারী কর্মকর্তা এসআই মো. নাজমুল হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘এরই মধ্যে মেয়েটির নিখোঁজের বিষয়ে সাধারণ ডায়েরি পেয়েছি। সকল থানায় এ বিষয়ে তথ্য পাঠিয়ে দেওয়া হয়েছে। আশা করি দ্রুত সময়ের মধ্যে খোঁজ পাব।’
বরিশালের হিজলা উপজেলায় অবৈধ চিমনির ইটভাটায় উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার বড়জালিয়া ইউনিয়নের দুর্গাপুর নদীর পাড়ের ইটভাটায় অভিযান শুরু করে বেলা ১টার দিকে শেষ করে।
৮ মিনিট আগেআসন্ন ঈদুল ফিতর উপলক্ষে আগামী (১৪ মার্চ) থেকে বাসের অগ্রিম টিকিট বিক্রি করবে বাস মালিকেরা। ২৫ মার্চ থেকে ঈদের আগ পর্যন্ত অগ্রিম টিকিটের আওতায় থাকবে। আজ বৃহস্পতিবার ৬ মার্চ বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের অগ্রিম টিকিট বিক্রি সংক্রান্ত সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
১১ মিনিট আগেখুলনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটেছে। গতকাল বুধবার রাত পৌনে ১১টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে। মারামারির একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। সেখানে চাঁদার টাকা ভাগাভাগিকে কেন্দ্রে করে এ ঘটনা ঘটেছে বলে উল্লেখ করা হয়।
১১ মিনিট আগেটাঙ্গাইলের সখীপুরে এক তরুণীকে ছুরিকাঘাত করে ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টার দিকে সখীপুর-কচুয়া সড়কের পৌর শহরের মা ও শিশু কেয়ার ক্লিনিকের সামনে এ ঘটনা ঘটে।
২১ মিনিট আগে