Ajker Patrika

রামুতে ১০ দিন ধরে নিখোঁজ নবম শ্রেণির এক শিক্ষার্থী 

রামু (কক্সবাজার) প্রতিনিধি
আপডেট : ০২ এপ্রিল ২০২২, ১৭: ৫২
রামুতে ১০ দিন ধরে নিখোঁজ নবম শ্রেণির এক শিক্ষার্থী 

গত ২২ মার্চ স্কুল থেকে ফেরার পথে রামু বালিকা উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির এক শিক্ষার্থী নিখোঁজ হয়। আজ শনিবার সকাল পর্যন্ত তার সন্ধান পাওয়া যায়নি। 

নিখোঁজের বিষয়ে রামু থানায় এরই মধ্যে একটি নিখোঁজ ডায়েরি করেছে মেয়েটির পরিবার। 

নিখোঁজ মেয়ের মা বলেন, ‘কার কাছে গেলে আমার মেয়েকে পাব? রামু থানা, র‍্যাব, সাংসদ সবার কাছে আকুতি জানিয়েছি। কেউ কোনো খোঁজ দিচ্ছে না।’ 

এদিকে নিখোঁজের বিষয়ে স্থানীয় বাসিন্দা আরিফুল ইসলাম বলেন, ‘দ্রুত মেয়েটির সন্ধান চাই। নবম শ্রেণির একটি মেয়ে আজ ১০ দিন ধরে নিখোঁজ কিন্তু কেউ কোনো পদক্ষেপই নিচ্ছে না। মৃত অথবা জীবিত আমাদের মেয়ে ফিরে আসুক আমাদের কাছে।’ 

রামু বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নাল আবদিনের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘গত এক মাসে আমাদের স্কুলের দুইটা মেয়ে নিখোঁজের বিষয়ে জেনেছি। এর মধ্যে সপ্তম শ্রেণির একজনকে কুমিল্লা থেকে উদ্ধার করা হয়েছিল। গত ১০ দিন আগে আরেক শিক্ষার্থী নিখোঁজ হয়।’ 

সূত্র বলছে, গত এক মাসে রামু বালিকা উচ্চবিদ্যালয়ের একাধিক শিক্ষার্থী নিখোঁজের ঘটনা ঘটেছে। তাদের দ্রুত খুঁজে বের করার দাবি জানিয়েছেন স্থানীয় লোকজন। 

এদিকে ঘটনাটির তদন্তকারী কর্মকর্তা এসআই মো. নাজমুল হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘এরই মধ্যে মেয়েটির নিখোঁজের বিষয়ে সাধারণ ডায়েরি পেয়েছি। সকল থানায় এ বিষয়ে তথ্য পাঠিয়ে দেওয়া হয়েছে। আশা করি দ্রুত সময়ের মধ্যে খোঁজ পাব।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত