মিরসরাইয়ে মালবাহী ট্রাকের পেছনে ধাক্কা, কাভার্ড ভ্যানের চালক ও মালিক নিহত

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ২৪ মার্চ ২০২৪, ১৬: ২৬
Thumbnail image

চট্টগ্রামের মিরসরাইয়ে মালবাহী ট্রাকের পেছনে ধাক্কা দিলে মিনি কাভার্ড ভ্যানের চালক ও মালিক ঘটনাস্থলেই নিহত হয়েছেন। আজ রোববার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে নিজামপুর রিদোয়ান ফিলিং স্টেশন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন কাভার্ড ভ্যানের চালক আব্দুর রহিম (৪৭) ও মালিক মাসুম বিল্লাহ (৪২)। আব্দুর রহিম পাবনার ঈশ্বরদী থানার বাবুছড়া গ্রামের মো. আজহার আলী মিজানের ছেলে। মাসুম বিল্লাহ বরিশালের বাকেরগঞ্জ থানার হালুয়া গ্রামের মৃত আলাউদ্দিন মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শী ওমর ফারুক বলেন, আজ রোববার সকাল ৯টার দিকে দ্রুতগতির একটি মিনি কাভার্ড ভ্যান মালবাহী ট্রাকের পেছনে ধাক্কা দেয়। তাতে কাভার্ড ভ্যানটির সামনের অংশ দুমড়েমুচড়ে গেলে কাভার্ড ভ্যানের চালক ও গাড়ির মালিক ঘটনাস্থলেই নিহত হন।

এ বিষয়ে জানতে চাইলে কুমিরা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. আলমগীর হোসেন বলেন, আজ সকালে মহাসড়কের নিজামপুর রিদোয়ান ফিলিং স্টেশন এলাকায় চট্টগ্রামমুখী লেনে মালবাহী ট্রাকের পেছনে মিনি কাভার্ড ভ্যান ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুজন নিহত হন। দুর্ঘটনাকবলিত গাড়ি ও নিহত দুজনের লাশ থানা হেফাজতে নেওয়া হয়েছে। নিহতদের পরিবারকে খবর দেওয়া হয়েছে।

এসআই আলমগীর হোসেন আরও বলেন, ধারণা করা হচ্ছে, চালক চোখে ঘুম নিয়ে গাড়ি চালাচ্ছিলেন। এ কারণেই এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ট্রাম্পের শপথের আগেই বার্নিকাটসহ তিন কূটনীতিককে পদত্যাগের নির্দেশ

কিশোরগঞ্জে বিএনপি নেতা হত্যা: সাবেক চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৪

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিকে বিচারের মুখোমুখি করতে হবে: সলিমুল্লাহ খান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত