নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রাম সরকারি কলেজে এক ছাত্রীকে পছন্দ করতেন দুই সহপাঠী। এ নিয়ে ওই দুজনের মধ্যে দেখা দেয় বিরোধের। আজ মঙ্গলবার সেই বিরোধ রূপ নিল সংঘাতে। আর দুই ছাত্রের হয়ে মারামারিতে জড়ায় কলেজ শাখা ছাত্রলীগের কর্মীরা।
আজ বেলা সাড়ে ১১টায় কলেজ ক্যাম্পাসে দুই পক্ষের মধ্যে এ ঘটনা ঘটে। পরে পুলিশ ও র্যাব এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপর বেলা সোয়া ১টার দিকে ক্যাম্পাসে আবার দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়।
নগরীর চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের মজুমদার দুই পক্ষের মধ্যে মারামারির বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘কী কারণে মারামারি হয়েছে, তা এখনো নিশ্চিত হতে পারিনি। আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়েছে।’
চট্টগ্রাম কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মাহমুদুল করিম আজকের পত্রিকাকে বলেন, ‘এক ছাত্রীকে দুই সহপাঠী পছন্দ করতেন। এ নিয়ে দুজনের মধ্যে দ্বন্দ্ব চলছিল। গতকাল বিকেলে আমরা বসে দুজনের মধ্যে দ্বন্দ্ব মিটিয়েও দিয়েছিলাম। কিন্তু পরে তাঁদের মধ্যে আবারও কেন জানি ঝামেলা হলো।’
কলেজের শিক্ষার্থীর কাছ থেকে জানা গেছে, চট্টগ্রাম কলেজের একাদশ শ্রেণির এক ছাত্রীকে পছন্দ করত একই কলেজের দ্বাদশ শ্রেণির দুজন ছাত্র। প্রেমের বিষয়টি জানাজানি হওয়ার পরে ওই দুই ছাত্র নিজের মধ্যে বিরোধে জড়ায়। এ নিয়ে উভয়ের মধ্যে কয়েকবার কথা-কাটাকাটিও হয়েছিল। এ ঘটনা নিয়ে আজ সকালে এসে দুজনের মধ্যে হাতাহাতি হয়। পরে কলেজ ছাত্রলীগের দুই পক্ষ ওই দুই ছাত্রের হয়ে মারামারিতে অংশ নেয়। দুই দফা মারামারি ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে পুরো ক্যাম্পাস এলাকায়। পরে কলেজের জ্যেষ্ঠ নেতারা এসে দুপক্ষকে থামানোর চেষ্টা করেন।
চট্টগ্রাম সরকারি কলেজে এক ছাত্রীকে পছন্দ করতেন দুই সহপাঠী। এ নিয়ে ওই দুজনের মধ্যে দেখা দেয় বিরোধের। আজ মঙ্গলবার সেই বিরোধ রূপ নিল সংঘাতে। আর দুই ছাত্রের হয়ে মারামারিতে জড়ায় কলেজ শাখা ছাত্রলীগের কর্মীরা।
আজ বেলা সাড়ে ১১টায় কলেজ ক্যাম্পাসে দুই পক্ষের মধ্যে এ ঘটনা ঘটে। পরে পুলিশ ও র্যাব এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপর বেলা সোয়া ১টার দিকে ক্যাম্পাসে আবার দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়।
নগরীর চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের মজুমদার দুই পক্ষের মধ্যে মারামারির বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘কী কারণে মারামারি হয়েছে, তা এখনো নিশ্চিত হতে পারিনি। আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়েছে।’
চট্টগ্রাম কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মাহমুদুল করিম আজকের পত্রিকাকে বলেন, ‘এক ছাত্রীকে দুই সহপাঠী পছন্দ করতেন। এ নিয়ে দুজনের মধ্যে দ্বন্দ্ব চলছিল। গতকাল বিকেলে আমরা বসে দুজনের মধ্যে দ্বন্দ্ব মিটিয়েও দিয়েছিলাম। কিন্তু পরে তাঁদের মধ্যে আবারও কেন জানি ঝামেলা হলো।’
কলেজের শিক্ষার্থীর কাছ থেকে জানা গেছে, চট্টগ্রাম কলেজের একাদশ শ্রেণির এক ছাত্রীকে পছন্দ করত একই কলেজের দ্বাদশ শ্রেণির দুজন ছাত্র। প্রেমের বিষয়টি জানাজানি হওয়ার পরে ওই দুই ছাত্র নিজের মধ্যে বিরোধে জড়ায়। এ নিয়ে উভয়ের মধ্যে কয়েকবার কথা-কাটাকাটিও হয়েছিল। এ ঘটনা নিয়ে আজ সকালে এসে দুজনের মধ্যে হাতাহাতি হয়। পরে কলেজ ছাত্রলীগের দুই পক্ষ ওই দুই ছাত্রের হয়ে মারামারিতে অংশ নেয়। দুই দফা মারামারি ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে পুরো ক্যাম্পাস এলাকায়। পরে কলেজের জ্যেষ্ঠ নেতারা এসে দুপক্ষকে থামানোর চেষ্টা করেন।
নগরীর বিভিন্ন এলাকায় পুলিশের অভিযানে ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের ৩৩ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। মঙ্গলবার (৪ মার্চ) রাত ১২টা থেকে বুধবার (৫ মার্চ) রাত ১২টা পর্যন্ত অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
৩ মিনিট আগেচাঁদাবাজির অভিযোগ এনে মিঠামইন উপজেলা যুবদলের সভাপতি নৌশাদ শিকদারকে মারধর করেছে শহীদ জিয়া পরিষদের সাংগঠনিক সম্পাদক টুটুল ও জিয়া প্রজন্ম দলের যুগ্ম আহ্বায়ক সজীবের নেতৃত্বে ১০-১২ জন ব্যক্তি। বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরে মিঠামইন উপজেলার মিঠামইন বাজারের শিকদার গেস্টহাউসের নিচে এ ঘটনা ঘটে।
৫ মিনিট আগেখাম ছাড়া নারী দিবসের চিঠি দেওয়ায় ফরিদপুরের সালথা উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা ফেরদৌস আরা ডলির ওপর ক্ষিপ্ত হয়েছেন জামায়াতের এক কর্মী। এমনকি ওই কর্মকর্তাকে সালথা ছেড়ে চলে যেতে বলা হয়। আজ বৃহস্পতিবার মহিলা কর্মকর্তার মোবাইল ফোনে এ কথা বলেন ওয়ালি উজ জামান নামের এক ব্যক্তি।
১ ঘণ্টা আগেচট্টগ্রামের রাউজানে ব্যবসায়ী মুহাম্মদ জাহাঙ্গীর আলমকে হত্যার ঘটনায় আরাফাত মামুন ও বিপ্লব বড়ুয়া নামের দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের মধ্যে আরাফাত মামুন রাউজানে যুবদলের নেতা হিসেবে পরিচিত। বিএনপির সক্রিয় রাজনীতি করলেও তাঁর কোনো পদ-পদবি নেই।
১ ঘণ্টা আগে