নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, ‘যারা বিদেশি শক্তির দিকে তাকিয়ে আছে, তাদের প্রতি ঘৃণা জানাচ্ছি। কারণ বাংলাদেশের মানুষের প্রতি তারা বিশ্বাস ও আস্থা রাখতে পারছে না।’ আজ বৃহস্পতিবার ঢাকার লালবাগের ঢাকেশ্বরী মন্দিরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
দুর্গোৎসব ঘিরে অনেক ষড়যন্ত্র হতে পারে উল্লেখ করে খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘এ জায়গায় সবাইকে সতর্ক থাকতে হবে। সারা দেশে ৩২ হাজারের বেশি পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। বর্ণিল উৎসবের মধ্যে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার দিকে আরও এগিয়ে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’
প্রতিমন্ত্রী বলেন, ‘শারদীয় দুর্গোৎসব সর্বজনীন উৎসবে পরিণত হয়েছে। বাংলাদেশের অর্থনীতি যত শক্তিশালী হচ্ছে, উৎসবগুলো আরও বেশি বর্ণিল হয়ে উঠছে। আগামী দিনে বাংলাদেশ উন্নত ও স্মার্ট বাংলাদেশ হবে, তখন আমাদের অর্থনীতি আরও বেশি শক্তিশালী হবে এবং উৎসবগুলো আরও বেশি বর্ণিল হবে। মুক্তিযুদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনার সরকার ক্ষমতায় থাকায় উৎসবের বাহ্যিক বিষয়গুলো আরও বর্ণিল হয়েছে।’
অতীতে সাম্প্রদায়িকতা সৃষ্টি করা হয়েছিল উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ‘৭৫-এ সাম্প্রদায়িকতার বীজ বপন করা হয়েছিল। ধর্মকে ব্যবহার করে দ্বন্দ্ব, সংঘাত সৃষ্টি করা হয়েছিল। দেশকে অন্ধকারে নিমজ্জিত করা হয়েছিল। ২১ বছর দেশ অন্ধকারে ছিল। ১৯৯৬ সাল থেকে দেশ আলোকিত হয়ে উঠতে থাকে। ২০০১ সালে নির্বাচনের পর আবার সব উৎসব মলিন হয়ে যায়। জঙ্গিবাদ কায়েম করা হয়। বাংলা ভাই, শায়খ আব্দুর রহমান সৃষ্টি করা হয়। অনেক মর্মান্তিক হত্যাকাণ্ড ঘটানো হয়। অসাম্প্রদায়িক চেতনার বাতিঘর প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর গ্রেনেড হামলা করা হয়। সারা দেশে ৫০০ জায়গায় সিরিজ বোমা হামলা হয়।’
খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘আজ সেসব জায়গা থেকে আমরা বেরিয়ে এসেছি। হত্যাকারীদের বিচার হয়েছে। দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি ফিরে এসেছে, কিন্তু আমাদের সংগ্রাম থেমে নেই। আমরা জঙ্গিবাদ দমন করেছি, কিন্তু তাদের নির্মূল করতে পারিনি। মুক্তিযুদ্ধের চেতনায় ফিরে যেতে পারলে জঙ্গিবাদ নির্মূল করতে পারব।’
মহানগর পূজা উদ্যাপন পরিষদের সভাপতি মণীন্দ্র কুমার নাথের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মহানগর পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক রমেন মণ্ডল, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কিশোর রঞ্জন মণ্ডল। উপস্থিত ছিলেন স্বপন কুমার সাহা, মানিক লাল সাহা, বাবুল দেবনাথ প্রমুখ।
নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, ‘যারা বিদেশি শক্তির দিকে তাকিয়ে আছে, তাদের প্রতি ঘৃণা জানাচ্ছি। কারণ বাংলাদেশের মানুষের প্রতি তারা বিশ্বাস ও আস্থা রাখতে পারছে না।’ আজ বৃহস্পতিবার ঢাকার লালবাগের ঢাকেশ্বরী মন্দিরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
দুর্গোৎসব ঘিরে অনেক ষড়যন্ত্র হতে পারে উল্লেখ করে খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘এ জায়গায় সবাইকে সতর্ক থাকতে হবে। সারা দেশে ৩২ হাজারের বেশি পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। বর্ণিল উৎসবের মধ্যে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার দিকে আরও এগিয়ে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’
প্রতিমন্ত্রী বলেন, ‘শারদীয় দুর্গোৎসব সর্বজনীন উৎসবে পরিণত হয়েছে। বাংলাদেশের অর্থনীতি যত শক্তিশালী হচ্ছে, উৎসবগুলো আরও বেশি বর্ণিল হয়ে উঠছে। আগামী দিনে বাংলাদেশ উন্নত ও স্মার্ট বাংলাদেশ হবে, তখন আমাদের অর্থনীতি আরও বেশি শক্তিশালী হবে এবং উৎসবগুলো আরও বেশি বর্ণিল হবে। মুক্তিযুদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনার সরকার ক্ষমতায় থাকায় উৎসবের বাহ্যিক বিষয়গুলো আরও বর্ণিল হয়েছে।’
অতীতে সাম্প্রদায়িকতা সৃষ্টি করা হয়েছিল উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ‘৭৫-এ সাম্প্রদায়িকতার বীজ বপন করা হয়েছিল। ধর্মকে ব্যবহার করে দ্বন্দ্ব, সংঘাত সৃষ্টি করা হয়েছিল। দেশকে অন্ধকারে নিমজ্জিত করা হয়েছিল। ২১ বছর দেশ অন্ধকারে ছিল। ১৯৯৬ সাল থেকে দেশ আলোকিত হয়ে উঠতে থাকে। ২০০১ সালে নির্বাচনের পর আবার সব উৎসব মলিন হয়ে যায়। জঙ্গিবাদ কায়েম করা হয়। বাংলা ভাই, শায়খ আব্দুর রহমান সৃষ্টি করা হয়। অনেক মর্মান্তিক হত্যাকাণ্ড ঘটানো হয়। অসাম্প্রদায়িক চেতনার বাতিঘর প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর গ্রেনেড হামলা করা হয়। সারা দেশে ৫০০ জায়গায় সিরিজ বোমা হামলা হয়।’
খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘আজ সেসব জায়গা থেকে আমরা বেরিয়ে এসেছি। হত্যাকারীদের বিচার হয়েছে। দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি ফিরে এসেছে, কিন্তু আমাদের সংগ্রাম থেমে নেই। আমরা জঙ্গিবাদ দমন করেছি, কিন্তু তাদের নির্মূল করতে পারিনি। মুক্তিযুদ্ধের চেতনায় ফিরে যেতে পারলে জঙ্গিবাদ নির্মূল করতে পারব।’
মহানগর পূজা উদ্যাপন পরিষদের সভাপতি মণীন্দ্র কুমার নাথের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মহানগর পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক রমেন মণ্ডল, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কিশোর রঞ্জন মণ্ডল। উপস্থিত ছিলেন স্বপন কুমার সাহা, মানিক লাল সাহা, বাবুল দেবনাথ প্রমুখ।
বান্দরবানের আলীকদমে ট্রাকচাপায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। আজ শনিবার দুপুরে উপজেলার ২ নম্বর চৈক্ষং ইউনিয়নের তারাবনিয়ার চারা বটতলী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
১০ মিনিট আগেরাজশাহীর বাঘা উপজেলা বিএনপির আহ্বায়ক ফকরুল হাসান বাবলুর বাড়িতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার রাতে উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের কেশবপুর গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ গিয়ে বাড়ির আশপাশে তল্লাশি চালিয়ে তিনটি বিস্ফোরিত ও ছয়টি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করেছে।
৩০ মিনিট আগেজাতীয় কবি কাজী নজরুল ইসলামের নাতি বাবুল কাজী (৫৯) দগ্ধের ঘটনায় ১৬ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক ডা. মো. মারুফুল ইসলাম।
১ ঘণ্টা আগেকক্সবাজারের চকরিয়া পৌরসভায় বিয়ের আট মাসের মাথায় স্বামীর হাতে ছুরিকাঘাতে তরুণী গৃহবধূ উম্মে হাফ্সা তুহির (১৮) মৃত্যুর ঘটনায় পাঁচজনের নামে মামলা করা হয়েছে। মামলায় আরও দু-তিনজনকে অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে। গতকাল শুক্রবার মধ্যরাতে চকরিয়া থানায় মামলাটি করা হয়। এ ঘটনায় তাঁর স্বামীকে গ্রেপ্তার করেছে পুলি
১ ঘণ্টা আগে