Ajker Patrika

সীতাকুণ্ডে সলিমপুর ইউনিয়ন বিএনপিসহ সহযোগী ১১ কমিটি বিলুপ্ত

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি 
আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৪, ০৯: ২১
সীতাকুণ্ডে সলিমপুর ইউনিয়ন বিএনপিসহ সহযোগী ১১টি কমিটি বিলুপ্ত। ছবি: সংগৃহীত
সীতাকুণ্ডে সলিমপুর ইউনিয়ন বিএনপিসহ সহযোগী ১১টি কমিটি বিলুপ্ত। ছবি: সংগৃহীত

দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়ন বিএনপি ও সহযোগী এবং অঙ্গ সংগঠনের ১১টি কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ ইউনিয়নে রাজনৈতিক সকল কর্মসূচিও স্থগিত থাকবে বলেও জানানো হয়েছে। গতকাল সোমবার রাতে উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. মো. কমল কদর এবং সদস্যসচিব কাজী মো. মহিউদ্দিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে সীতাকুণ্ড উপজেলার ১০ নম্বর সলিমপুর ইউনিয়ন বিএনপি এবং ১১টি অঙ্গ ও সহযোগী সংগঠনের সব ইউনিয়ন কমিটি-বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল, তাঁতী দল, মৎস্যজীবী দল, মহিলা দল, ওলামা দল, মুক্তিযোদ্ধা দল ও জাসাসের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

কমিটি বিলুপ্তির সত্যতা নিশ্চিত করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল সীতাকুণ্ড উপজেলা শাখার সদস্যসচিব কাজী মো. মহিউদ্দিন। তিনি আজকের পত্রিকাকে বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ রয়েছে সলিমপুর ইউনিয়ন বিএনপি সহ ১১টি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিরুদ্ধে। তাই বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম মহাসচিব লায়ন আসলাম চৌধুরীর নির্দেশনায় ওই ইউনিয়নের বিএনপি ও সহযোগী সংগঠনের সব কমিটি বিলুপ্তি ঘোষণা করা হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ওই ইউনিয়নের রাজনৈতিক সব কর্মসূচিও স্থগিত রাখতে নির্দেশনা দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গতকাল সোমবার বেলা আড়াইটার দিকে সলিমপুর ইউনিয়নের ফৌজদারহাট কে এম উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনারে ফুল দেওয়ার সময় উসকানিমূলক স্লোগানকে কেন্দ্র করে বিএনপি দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সোমবার দুপুরে সলিমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মহিউদ্দিন নেতৃত্বে তাঁর অনুসারী নেতা-কর্মীরা বিজয়ের শোভাযাত্রা নিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করেন। এরপর তাঁরা ফৌজদারহাট কে এম উচ্চবিদ্যালয়ের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।

পুষ্পস্তবক অর্পণ শেষে মহিউদ্দিন তার নেতা–কর্মীদের নিয়ে ওই এলাকায় অবস্থান নেন। এর ঘণ্টাখানেক পর সলিমপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল হাসান তাঁর অনুসারীদের আরেকটি শোভাযাত্রা নিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করতে যান। এ সময় মহিউদ্দিন ও জাহিদুলের সমর্থকেরা পাল্টাপাল্টি উসকানিমূলক স্লোগান দিতে থাকেন। এতে উভয় পক্ষের নেতা-কর্মীদের মধ্যে তর্কাতর্কির সৃষ্টি হয়। একপর্যায়ে তাঁরা উত্তেজিত হয়ে একে অপরকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়তে থাকেন এবং সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষে উভয় পক্ষের ২০ জন কর্মী আহত হয়। আহতদের মধ্যে ১৩ জনকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হলেও সাতজনকে চমেক হাসপাতালসহ নগরীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনার পর সোমবার বিকেলে বিএনপি নেতা মহিউদ্দিনের অনুসারী নেতা-কর্মীরা জাহিদুলের ব্যক্তিগত গাড়িতে হামলা ও ভাঙচুর চালায়। গাড়িতে হামলা ও ভাঙচুরের খবর ছড়িয়ে পড়লে সন্ধ্যায় বিএনপি নেতা জাহিদুল হাসানের অনুসারী নেতা-কর্মীরা মহিউদ্দিনের ঘর বাড়িতে হামলা ও ভাঙচুর করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত