আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
বাংলাদেশের সংসদীয় প্রক্রিয়া ও ব্যবস্থা দেখতে পাঁচ দিনের সফরে এসেছেন ভারতের আসাম রাজ্যের বিধানসভার স্পিকার বিশ্বজিৎ দৈমারী। বাংলাদেশের প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর সঙ্গে দুই দেশের বাণিজ্য ও সংস্কৃতি বিনিময়সহ বিভিন্ন বিষয়ে বৈঠক করবেন বলে জানিয়েছেন তিনি। সেই সঙ্গে এই বৈঠকের মাধ্যমে বাংলাদেশ ও ভারতের বাণিজ্যিক সম্পর্ক জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন আসাম রাজ্যের এই স্পিকার।
আজ শনিবার সকাল ১০টায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়ে এসব কথা জানান তিনি।
সফররত স্পিকার বিশ্বজিৎ দৈমারীর নেতৃত্বে আসাম রাজ্য সরকারের ৬২ সদস্যের একটি প্রতিনিধিদল পাঁচ দিনের সফরে বাংলাদেশে এসেছে। এই প্রতিনিধিদলকে আখাউড়া চেকপোস্টে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা প্রশাসক প্রণয় চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মোহাম্মদ শাহীন ও আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা অংগ্যজাই মারমা উপস্থিত থেকে স্বাগত জানান।
এ সময় আসাম বিধানসভার স্পিকার বিশ্বজিৎ দৈমারী গণমাধ্যমকে বলেন, ‘আগে আসামে মানুষের জীবিকা ছিল কৃষি। এখন ব্যবসাটাই মূল। এই সফরের বাণিজ্যিক সুফল পাবে আসামের যুবসমাজ। মহাভারতে আসাম ও বাংলাদেশ এক ছিল। আমরা এখন জানতে এসেছি এখানকার সংসদীয় প্রক্রিয়া ও ব্যবস্থা কেমন। সংসদ সদস্যরা মানুষের সমস্যাগুলো কীভাবে সংসদে উপস্থাপন করে সমাধানের ব্যবস্থা করেন, সেটি আমরা জানতে চাই।’
স্পিকার বিশ্বজিৎ দৈমারী আরও বলেন, ‘মহান মুক্তিযুদ্ধে ভারত যেভাবে বাংলাদেশের পাশে ছিল, এখনো যেকোনো বিপদে বাংলাদেশের পাশে থাকবে।’
বাংলাদেশের সংসদীয় প্রক্রিয়া ও ব্যবস্থা দেখতে পাঁচ দিনের সফরে এসেছেন ভারতের আসাম রাজ্যের বিধানসভার স্পিকার বিশ্বজিৎ দৈমারী। বাংলাদেশের প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর সঙ্গে দুই দেশের বাণিজ্য ও সংস্কৃতি বিনিময়সহ বিভিন্ন বিষয়ে বৈঠক করবেন বলে জানিয়েছেন তিনি। সেই সঙ্গে এই বৈঠকের মাধ্যমে বাংলাদেশ ও ভারতের বাণিজ্যিক সম্পর্ক জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন আসাম রাজ্যের এই স্পিকার।
আজ শনিবার সকাল ১০টায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়ে এসব কথা জানান তিনি।
সফররত স্পিকার বিশ্বজিৎ দৈমারীর নেতৃত্বে আসাম রাজ্য সরকারের ৬২ সদস্যের একটি প্রতিনিধিদল পাঁচ দিনের সফরে বাংলাদেশে এসেছে। এই প্রতিনিধিদলকে আখাউড়া চেকপোস্টে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা প্রশাসক প্রণয় চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মোহাম্মদ শাহীন ও আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা অংগ্যজাই মারমা উপস্থিত থেকে স্বাগত জানান।
এ সময় আসাম বিধানসভার স্পিকার বিশ্বজিৎ দৈমারী গণমাধ্যমকে বলেন, ‘আগে আসামে মানুষের জীবিকা ছিল কৃষি। এখন ব্যবসাটাই মূল। এই সফরের বাণিজ্যিক সুফল পাবে আসামের যুবসমাজ। মহাভারতে আসাম ও বাংলাদেশ এক ছিল। আমরা এখন জানতে এসেছি এখানকার সংসদীয় প্রক্রিয়া ও ব্যবস্থা কেমন। সংসদ সদস্যরা মানুষের সমস্যাগুলো কীভাবে সংসদে উপস্থাপন করে সমাধানের ব্যবস্থা করেন, সেটি আমরা জানতে চাই।’
স্পিকার বিশ্বজিৎ দৈমারী আরও বলেন, ‘মহান মুক্তিযুদ্ধে ভারত যেভাবে বাংলাদেশের পাশে ছিল, এখনো যেকোনো বিপদে বাংলাদেশের পাশে থাকবে।’
বগুড়ায় মোবাইল ফোনে কথা বলার সময় ছাদ থেকে পড়ে অপর্ণা চক্রবর্তী (২৩) নামের এক নার্সিং শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার রাত ১১টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
৩৯ মিনিট আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলায় নীলফামারী-১ আসনের (ডোমার-ডিমলা) সাবেক সংসদ সদস্য (এমপি) আফতাব উদ্দিন সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার (৫ মার্চ) মধ্যরাতে রংপুর নগরীর সেনপাড়ার গুড় মজিবরের বাড়ি থেকে তাঁকে...
১ ঘণ্টা আগেরাজধানীর গাবতলীতে ইউরোপিয়ান ইউনিভার্সিটির সামনে শাহী মসজিদ বস্তিতে অগ্নিকাণ্ড ঘটেছে। ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপপরিচালক সালেহ উদ্দিন জানান, আগুনে বস্তির প্রায় শতাধিক ঘরবাড়ি পুড়ে গেছে।
২ ঘণ্টা আগেনেতৃত্বের শূন্যতায় ধুঁকছে গাজীপুর সিটি করপোরেশন (জিসিসি)। তার প্রভাব পড়ছে নগরজীবনে। নগরবাসীর অভিযোগ, অপরিকল্পিত নগরায়ণ, দূষণ, যানজট, জলজট, খানাখন্দে ভরা রাস্তাঘাট, মশার উপদ্রব, সড়কবাতির অভাবে রাতে ভুতুড়ে পরিবেশ—এসব এখন নগরবাসীর নিত্যসঙ্গী। কিন্তু এসব দেখার কেউ নেই।
৬ ঘণ্টা আগে