Ajker Patrika

কারাগার থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিল এক শিক্ষার্থী

তিতাস (কুমিল্লা) প্রতিনিধি 
আপডেট : ০৯ মে ২০২৩, ১৭: ০৩
কারাগার থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিল এক শিক্ষার্থী

কুমিল্লায় কারাগার থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় অংশ নিল এক শিক্ষার্থী। আজ মঙ্গলবার চলমান পরীক্ষার গণিত বিষয়ে অংশ নেয় সাইফা আক্তার নামে ওই হাজতি। 

সে দাউদকান্দি উপজেলার গৌরীপুর সুবল আফতাব উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী এবং তিতাস উপজেলার জিয়ারকান্দি ইউনিয়নের শোলাকান্দি গ্রামের সিপন সরকারের মেয়ে। 

গৌরীপুর সুবল আফতাব উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সেলিম মিয়া জানান, ‘সাইফা আক্তার গত বছর নিয়মিত পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। গণিত বিষয়ে অকৃতকার্য হয়। এ বছর কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ও আদালতের নির্দেশনা অনুযায়ী সে জেলা কারাগারে বসে এক বিষয়ে (গণিত) পরীক্ষায় অংশ নিয়েছে।’ 

উল্লেখ, গত বছরের ৭ ডিসেম্বর তিতাস উপজেলার সোলাকান্দি গ্রামে মিনরা বেগম (৭৫) নামে এক বৃদ্ধাকে তাঁর নিজ ঘরে গলা কেটে হত্যার ঘটনা ঘটে। সাইফা আক্তার ওই বৃদ্ধা হত্যা মামলার আসামি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত