ওমরাহ করতে যাওয়ার পথে সৌদিতে দুর্ঘটনার কবলে পরিবার, প্রবাসীর স্ত্রী–মেয়ে নিহত

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি
Thumbnail image

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি থেকে ওমরাহ করতে যাওয়ার সময় এক প্রবাসী সপরিবারে সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন। এতে ওই প্রবাসীর স্ত্রী ও মেয়ে নিহত এবং ছয়জন আহত হয়েছেন। গতকাল শনিবার সৌদি আরবের মক্কার কাছাকাছি একটি স্থানে এই দুর্ঘটনা ঘটে। 

দুর্ঘটনাকবলিত ওই ব্যবসায়ী হলেন আবু তাহের। তাঁর বাড়ি চট্টগ্রামের রাউজান উপজেলার নোয়াপাড়া এলাকায়। তিনি পরিবার নিয়ে আবুধাবিতে থাকেন এবং সেখানে ব্যবসা করেন। 

দুর্ঘটনার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন ওই পরিবারের সদস্য নোয়াপাড়ার বাসিন্দা মোহাম্মদ নাছির উদ্দিন। তিনি জানান, দুর্ঘটনায় মারা যাওয়া দুজন হচ্ছেন তাঁর চাচা আবু তাহেরের স্ত্রী নুর জাহান (৪৭) ও মেয়ে আমিরা (১৩)। আমিরা আবুধাবি শেখ খলিফা বিন যায়েদ ইসলামিয়া স্কুল ও কলেজের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। 

আহতদের মধ্যে আছেন আবু তাহেরের আত্মীয় মোহাম্মদ আবুল খায়ের ও তাঁর স্ত্রী রূপনা আকতার, রূপসা, বদিউল আলম, ইয়াহিয়াসহ আরও এক আত্মীয়। তাঁরা সৌদি আরবে একটি হাসপাতালে চিকিৎসাধীন। 

জানা গেছে, রাউজান উপজেলার নোয়াপাড়া গ্রামের মীর হোসেন সওদাগর বাড়ির প্রবাসী আবুধাবির প্রতিষ্ঠিত ব্যবসায়ী আবু তাহেরের পরিবারের সদস্যরা আবুধাবি থেকে ওমরা পালনের উদ্দেশ্যে সৌদি আরবে যাচ্ছিলেন। তাঁদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে মক্কার কাছে একটি ফ্লাইওভার থেকে নিচে ছিটকে পড়ে দুমড়ে–মুচড়ে আগুন ধরে যায়। এতে ঘটনাস্থলে নুর জাহান ও তাঁর মেয়ে আমিরার (১৩) মৃত্যু হয়। 

আহতদের গুরুতর অবস্থায় উদ্ধার করে সৌদির একটি হাসপাতালে নেওয়া হয় বলে জানান নোয়াপাড়া এলাকার প্রবাসী ব্যবসায়ী নুরুল আলম। তিনি বলেন, ‘নিহত দুজনের লাশ সৌদি আরবে দাফনের চেষ্টা করা হচ্ছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শপথ নিয়েই বাইডেনের নীতি বাতিল ও ১০০ নির্বাহী আদেশের ঘোষণা ট্রাম্পের

আয়রন রঙের শার্ট, কালো প্যান্ট পরবে পুলিশ

বিচার বিভাগের সমস্যা তুলে ধরলেন বিচারক, আনিসুল হক বললেন ‘সমস্যা কেটে যাবে’

শাহজালাল বিমানবন্দরে চাকরি নেননি মনোজ কুমার, বিজ্ঞাপনচিত্র নিয়ে বিভ্রান্তি

সিলেটে রিসোর্টে ৮ তরুণ-তরুণীকে জোর করে বিয়ে, কিছু না করেই ফিরে এল পুলিশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত