Ajker Patrika

চকরিয়ায় জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে হামলা, আহত ৩০

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
আপডেট : ৩০ মে ২০২৩, ২২: ৫৫
চকরিয়ায় জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে হামলা, আহত ৩০

কক্সবাজারের চকরিয়া উপজেলায় বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪২তম মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে হামলার অভিযোগ উঠেছে। এ সময় হামলাকারীরা কয়েক রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ ও চেয়ার-টেবিল ভাঙচুর করেছে। এতে বিএনপির ইউনিয়ন পর্যায়ের ৩০ নেতা-কর্মী আহত হয়েছেন। 

আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের রাস্তার মাথা এলাকায় এ হামলা হয়। বিএনপির অভিযোগ, আওয়ামী লীগের নেতা-কর্মীরা এই হামলা চালিয়েছেন। তবে এই অভিযোগ অস্বীকার করেছেন চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু মুছা। 

উপজেলা বিএনপি সূত্রে জানা গেছে, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪২ তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে ফাঁসিয়াখালী ইউনিয়নের রাস্তার মাথায় একটি কমিউনিটি সেন্টারে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিএনপির ৬০০ নেতা-কর্মীর জন্য খাবারের আয়োজন করা হয়। 

চকরিয়ায় জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে ভাঙচুর করা চেয়ার-টেবিলখাওয়ার সময় আওয়ামী লীগের ৩০-৪০ নেতা-কর্মী অতর্কিতভাবে হামলায় চালান। কয়েক রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ ও চেয়ার-টেবিল ভাঙচুর করেন। এ সময় আওয়ামী লীগের নেতা-কর্মীরা জসিম উদ্দিন দানু, মাহমুদুর হাসান, মোস্তাক আহমদ, শাহাদাত হোছাইন সামির, মোক্তার আহমদ, সাহাব উদ্দিন, নুরহান উদ্দিন, আবুল হাশেম, জালাল উদ্দিন, জাকের হোছাইন, নাজেম উদ্দিন, আবদুল কাদের ও আবু ছালামসহ ৩০ জনকে পিটিয়ে আহত করেছেন। 

বিএনপি নেতা-কর্মীদের ওপর হামলা চালানো অভিযোগ অস্বীকার করে চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু মুছা বলেন, ‘আওয়ামী লীগের নেতা-কর্মীরা বিএনপির ওপর হামলার প্রশ্নই ওঠে না। এই অভিযোগের কোনো ভিত্তি নেই।’ তাঁর দাবি, খাবার বণ্টন নিয়ে বিএনপির দুই পক্ষ হাতাহাতি করেছে। 

চকরিয়ায় জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে ভাঙচুর করা চেয়ার-টেবিলচকরিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক এনামুল হক দৈনিক আজকের পত্রিকাকে বলেন, ‘বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান শাহাদাতবার্ষিকীর অনুষ্ঠান উপলক্ষে উপজেলার ১৫টি ইউনিয়নে খতমে কোরআন, মিলাদ মাহফিল ও খাবারের আয়োজন করা হয়। বেলা ১১টার দিকে ১০-১২টি গাড়িতে আওয়ামী লীগের নেতা-কর্মীরা এসে আমাদের দলীয় লোকজনের ওপর হামলা করে। খাবারসামগ্রী ফেলে নষ্ট করা হয়।’ 

এ বিষয়ে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, ‘বিএনপি কর্মসূচি পালন করার বিষয়ে আমাদের অবহিত করেনি। এ ব্যাপারে কেউ পুলিশকে জানায়নি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের বিপক্ষে সেমির আগেই ধাক্কা খেল অস্ট্রেলিয়া

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

এলপি গ্যাস, তেল, আটাসহ বেশ কিছু পণ্যে ভ্যাট তুলে দিল এনবিআর

চ্যাম্পিয়নস ট্রফি: রিজার্ভ-ডেতেও সেমিফাইনাল না হলে হৃদয়বিদারক সমীকরণ

অমর্ত্য সেনের বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন জামায়াতের আমির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত