Ajker Patrika

শেখ মুজিবকে স্বাধীনতার ঘোষক উল্লেখ করে পোস্ট, এসি ল্যান্ড প্রত্যাহার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
আপডেট : ২৬ মার্চ ২০২৫, ২০: ২০
সরাইলের এসিল্যান্ড সিরাজুম মুনীরা কায়ছান। ছবি: সংগৃহীত
সরাইলের এসিল্যান্ড সিরাজুম মুনীরা কায়ছান। ছবি: সংগৃহীত

শেখ মুজিবুর রহমানকে স্বাধীনতার ঘোষক উল্লেখ করে ফেসবুকে পোস্ট দেওয়ায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বা এসি ল্যান্ড সিরাজুম মুনীরা কায়ছানকে প্রত্যাহার করা হয়েছে।

আজ বুধবার দুপুরে এসি ল্যান্ড সিরাজুমকে প্রত্যাহার করে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সংযুক্ত করা হয়। এর আগে সকালে ‘এসি ল্যান্ড সরাইল’ ফেসবুক আইডি থেকে ওই পোস্ট দেওয়া হয়। এর জেরে সরাইল অন্নদা উচ্চবিদ্যালয়ের মাঠে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠানে বিএনপির নেতা-কর্মীদের তোপের মুখে পড়েন এসি ল্যান্ড সিরাজুম। এরপর তিনি মাঠ থেকে ফিরে যান। পরে সেই পোস্ট মুছে আরেকটি পোস্ট দিয়ে দাবি করা হয়, প্রথম পোস্টটি ফেসবুক হ্যাক করে করা হয়েছে।

তবে এই যুক্তি মানতে রাজি হননি সরাইল উপজেলা বিএনপির নেতা-কর্মীরা। তাঁরা এসি ল্যান্ডের অপসারণ দাবি করেন। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লস্কর তপু বলেন, ‘সরাইলের এসি ল্যান্ড ফ্যাসিবাদের দোসর। তাঁর এই নাটকে কাজ হবে না। তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।’

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম বলেন, ফেসবুক পোস্টের জেরে এসি ল্যান্ড সিরাজুমকে সরাইল থেকে প্রত্যাহার করে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। এ ঘটনায় তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত