টেকনাফে মেছো বাঘের দুই বাচ্চা উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি
Thumbnail image

কক্সবাজারের টেকনাফে মেছো বাঘের দুইটি বাচ্চা উদ্ধার করা হয়েছে। আজ শনিবার উপজেলার সাবরাং ইউনিয়নের আছারবনিয়া এলাকার একটি করাতকল থেকে মেছো বাঘের বাচ্চা দুটি উদ্ধার করা হয়। 

খবর পেয়ে বন কর্মকর্তারা মেছো বাঘের বাচ্চা দুটি নিজেদের হেফাজতে নিয়েছেন। বিকেলের দিকে বাচ্চা দুটি চকরিয়ার ডুলাহাজারা বঙ্গবন্ধু সাফারি পার্কে হস্তান্তরের জন্য নিয়ে যাওয়া হচ্ছে বলে জানিয়েছে বন বিভাগ। 

টেকনাফ উপকূলীয় বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা বশির আহম্মদ খান মেছো বাঘের বাচ্চা উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন। 

টেকনাফে উদ্ধার করা মেছো বাঘের বাচ্চাকরাতকলের মালিক মোস্তাক আহম্মদ আজকের পত্রিকাকে বলেন, ‘সকালে বাচ্চা দুটিকে করাতকলের কাঠের স্তূপের ভেতরে পাওয়া যায়। উদ্ধারের পর জানা যায়, এ দুটি মেছো বাঘের বাচ্চা।’ 

উপকূলীয় বন কর্মকর্তা বশির আহম্মদ খান আজকের পত্রিকাকে বলেন, ‘বাচ্চা দুটির বয়স এক মাসের মতো হবে। কোনো খাবার খাচ্ছে না। বিভাগীয় বন কর্মকর্তার নির্দেশনা মতে, এগুলো চকরিয়ার ডুলাহাজারা সাফারি পার্কে হস্তান্তরের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে।’ তিনি বলেন, ‘কোনো না কোনো কারণে বাচ্চা দুটি মায়ের কাছ থেকে আলাদা হয়ে লোকালয়ে চলে এসেছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত