Ajker Patrika

উপাচার্যের পদত্যাগের দাবিতে ১২তম দিনে কুবি শিক্ষক সমিতির অবস্থান কর্মসূচি

কুবি সংবাদদাতা
আপডেট : ২৩ মে ২০২৪, ২০: ১৩
উপাচার্যের পদত্যাগের দাবিতে ১২তম দিনে কুবি শিক্ষক সমিতির অবস্থান কর্মসূচি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) উপাচার্য ও কোষাধ্যক্ষের পদত্যাগের এক দফা দাবিতে ১২তম দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি। আজ বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত প্রশাসনিক ভবনের সামনে এই অবস্থান কর্মসূচি পালন করা হয়।

এ বিষয়ে শিক্ষক সমিতির সভাপতি ড. মো. আবু তাহের বলেন, ‘২৮ তারিখ উপাচার্যের নেতৃত্বে শিক্ষকদের ওপর যে ন্যক্কারজনক হামলা হয়েছে, এ ক্ষেত্রে উপাচার্য চলে যাওয়াই হচ্ছে একমাত্র সমাধান। উপাচার্য যত তাড়াতাড়ি পদত্যাগ করেন বা তাঁকে অপসারণ করা হয়, তত তাড়াতাড়ি বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক সবার জন্য মঙ্গল। তাতে সবকিছু স্বাভাবিক হয়ে যাবে। বিশ্ববিদ্যালয় বন্ধই করে রেখেছে এই উপাচার্য।’

শিক্ষক সমিতির সভাপতি আরও বলেন, ‘আমাদের এক দফা দাবি, উপাচার্যের পদত্যাগ না করা পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে।’

উল্লেখ্য, উপাচার্য ও কোষাধ্যক্ষের পদত্যাগের দাবিতে ৬ মে থেকে অবস্থান কর্মসূচি পালন করছে শিক্ষক সমিতি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

‘মবের হাত থেকে বাঁচাতে’ পলকের বাড়ি হয়ে গেল অস্থায়ী পুলিশ ক্যাম্প

স্বাধীনতা পদক পাচ্ছেন এম এ জি ওসমানীসহ ৮ জন

কনের বাড়িতে প্রবেশের আগমুহূর্তে হৃদ্‌রোগে বরের মৃত্যু

বগুড়ায় মোবাইল ফোনে কথা বলার সময় ছাদ থেকে পড়ে নার্সিং শিক্ষার্থীর মৃত্যু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত