চকরিয়ায় বন্য হাতির আক্রমণে কৃষকের মৃত্যু

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
আপডেট : ২৬ মার্চ ২০২৪, ২২: ২৯
Thumbnail image

কক্সবাজারের চকরিয়ায় ধানখেতে কাজ করার সময় বন্য হাতির আক্রমণে বেলাল উদ্দিন (৫৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। এ সময় কামাল হোসেন (৪৫) নামের আরেক কৃষক আহত হন। আজ মঙ্গলবার বেলা ২টার দিকে উপজেলার হারবাং ইউনিয়নের চিতারবিল গ্রামে এই ঘটনা ঘটে। 

নিহত কৃষক বেলাল হারবাং ইউনিয়নের ভান্ডারীরডেবা এলাকার জহর মল্লুক ফকিরের ছেলে। 

জানা যায়, দুপুরে পাহাড়সংলগ্ন নিজের ধানখেতে আগাছা পরিস্কার করার সময় হঠাৎ একটি দলছুট বন্য হাতি অতর্কিত হামলা চালিয়ে বেলাল উদ্দিনকে আছাড় দিয়ে পায়ের তলায় পিষ্ট করে। এ সময় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। 

একই সময় কামাল হোসেনকেও আহত করে। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। 

হারবাং ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মেহেরাজ উদ্দিন মিরাজ তথ্যটি নিশ্চিত করে বলেন, খেতে কাজ করার সময় বন্য হাতির আক্রমণে নিহত হন কৃষক বেলাল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত