টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
কক্সবাজারের টেকনাফে দীর্ঘ ৯ ঘণ্টার অভিযান চালিয়ে ১৪টি আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ গোলাবারুদ ও মাদকসহ ছয় ডাকাতকে আটক করেছে কোস্টগার্ড। গতকাল সোমবার দিবাগত রাতে শাহপরীর দ্বীপসংলগ্ন নাফ নদীর মোহনায় এ অভিযান চালিয়েছে তারা।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আবদুর রহমান আজ মঙ্গলবার সংবাদ সম্মেলনে বলেছেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, একটি সক্রিয় অস্ত্রধারী ডাকাত দল ফিশিং বোটে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। তখন সেন্টমার্টিন কোস্টগার্ডের একটি দল নাফ নদীর মোহনায় গিয়ে অভিযান চালায়। অভিযান টের পেয়ে ডাকাতের দল তাদের বোট নিয়ে নাফ নদীর মোহনা থেকে সরে যাওয়ার চেষ্টা করতে থাকে। পরে কোস্ট গার্ডের টেকনাফ স্টেশনকে অবহিত করা হলে তারা এসে যৌথভাবে অভিযান শুরু করে। এ সময় ডাকাত সদস্যরা দ্বীপের বনের মধ্যে লুকিয়ে পড়ে। কোস্ট গার্ডের যৌথ দল ডাকাত দলের মূল আস্তানা ঘেরাও করে ছয় জন সশস্ত্র ডাকাত সদস্যকে আটক করে।
ডাকাত দলের আটক সদস্যরা হলেন—মো. ইব্রাহিম (২৩), মো. আমিন (৩৩), মো. আরিফ (৩৩) মো. মাহমুদুর রহমান (১৮) মো. কানিজ (২৪) মো. নবী হোসেন (২৮)।
এ সময় সেখান থেকে দুটি বিদেশি পিস্তল, তিনটি একনলা বন্দুক, দুটি এলজি, একটি শটগান, ছয়টি দেশি পিস্তল, চারটি ম্যাগাজিন, ৪৫০ রাউন্ড তাজা গুলি, ৩৬ রাউন্ড ফাঁকা গুলি, চারটি রামদা, ২০ হাজার পিস ইয়াবা, ২১ বোতল বিদেশি মদ, ৫৫১ ক্যান বিয়ার, সাত সেট ডাকাতি কাজে ব্যবহৃত পোশাক, একটি হ্যান্ডকাফ, একটি ল্যান্ড ফোন ও চারটি বাটন মোবাইল জব্দ করে কোস্ট গার্ডের যৌথ দল।
আবদুর রহমান আরও জানান, ওই স্থানটি দূরবর্তী, বিচ্ছিন্ন ও জনশূন্য হওয়ায় সুযোগ কাজে লাগিয়ে একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে ডাকাতি, মাদকদ্রব্য পাচার ও মানব পাচারসহ বিভিন্ন ধরনের অপকর্ম চালিয়ে আসছিল বলে কোস্ট গার্ডের কাছে গোয়েন্দা তথ্য ছিল। সেই তথ্যের ভিত্তিতেই টেকনাফ ও সেন্টমার্টিন কোস্ট গার্ড স্টেশন যৌথভাবে অভিযান চালিয়ে এসব অস্ত্র, গোলাবারুদ, মাদক ও ডাকাত দলের সদস্যদের গ্রেপ্তার করেছে।
সংবাদ সম্মেলন শেষে তাঁদের টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হবে বলেও জানান তিনি।
কক্সবাজারের টেকনাফে দীর্ঘ ৯ ঘণ্টার অভিযান চালিয়ে ১৪টি আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ গোলাবারুদ ও মাদকসহ ছয় ডাকাতকে আটক করেছে কোস্টগার্ড। গতকাল সোমবার দিবাগত রাতে শাহপরীর দ্বীপসংলগ্ন নাফ নদীর মোহনায় এ অভিযান চালিয়েছে তারা।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আবদুর রহমান আজ মঙ্গলবার সংবাদ সম্মেলনে বলেছেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, একটি সক্রিয় অস্ত্রধারী ডাকাত দল ফিশিং বোটে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। তখন সেন্টমার্টিন কোস্টগার্ডের একটি দল নাফ নদীর মোহনায় গিয়ে অভিযান চালায়। অভিযান টের পেয়ে ডাকাতের দল তাদের বোট নিয়ে নাফ নদীর মোহনা থেকে সরে যাওয়ার চেষ্টা করতে থাকে। পরে কোস্ট গার্ডের টেকনাফ স্টেশনকে অবহিত করা হলে তারা এসে যৌথভাবে অভিযান শুরু করে। এ সময় ডাকাত সদস্যরা দ্বীপের বনের মধ্যে লুকিয়ে পড়ে। কোস্ট গার্ডের যৌথ দল ডাকাত দলের মূল আস্তানা ঘেরাও করে ছয় জন সশস্ত্র ডাকাত সদস্যকে আটক করে।
ডাকাত দলের আটক সদস্যরা হলেন—মো. ইব্রাহিম (২৩), মো. আমিন (৩৩), মো. আরিফ (৩৩) মো. মাহমুদুর রহমান (১৮) মো. কানিজ (২৪) মো. নবী হোসেন (২৮)।
এ সময় সেখান থেকে দুটি বিদেশি পিস্তল, তিনটি একনলা বন্দুক, দুটি এলজি, একটি শটগান, ছয়টি দেশি পিস্তল, চারটি ম্যাগাজিন, ৪৫০ রাউন্ড তাজা গুলি, ৩৬ রাউন্ড ফাঁকা গুলি, চারটি রামদা, ২০ হাজার পিস ইয়াবা, ২১ বোতল বিদেশি মদ, ৫৫১ ক্যান বিয়ার, সাত সেট ডাকাতি কাজে ব্যবহৃত পোশাক, একটি হ্যান্ডকাফ, একটি ল্যান্ড ফোন ও চারটি বাটন মোবাইল জব্দ করে কোস্ট গার্ডের যৌথ দল।
আবদুর রহমান আরও জানান, ওই স্থানটি দূরবর্তী, বিচ্ছিন্ন ও জনশূন্য হওয়ায় সুযোগ কাজে লাগিয়ে একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে ডাকাতি, মাদকদ্রব্য পাচার ও মানব পাচারসহ বিভিন্ন ধরনের অপকর্ম চালিয়ে আসছিল বলে কোস্ট গার্ডের কাছে গোয়েন্দা তথ্য ছিল। সেই তথ্যের ভিত্তিতেই টেকনাফ ও সেন্টমার্টিন কোস্ট গার্ড স্টেশন যৌথভাবে অভিযান চালিয়ে এসব অস্ত্র, গোলাবারুদ, মাদক ও ডাকাত দলের সদস্যদের গ্রেপ্তার করেছে।
সংবাদ সম্মেলন শেষে তাঁদের টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হবে বলেও জানান তিনি।
অন্তর্বর্তী সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ এম হাসান আরিফ বলেছেন, ‘আমাদের প্রতিবেশী দেশ ভারত ভিসার ব্যাপারে কিছুটা কড়াকড়ি করেছে। তারা আমাদের ভিসা দেবে কি না, এটা তাদের বিষয়।’
৩ ঘণ্টা আগেনাটোরের বড়াইগ্রামে আওয়ামী লীগের এক সমর্থককে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে। মারধরের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এ ঘটনায় পুলিশ আহত ওই যুবককেই আটক করে। পরে তিনি জামিনে ছাড়া পান
৩ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের উদ্দেশে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘আপনারা ভালো কাজ করলে আমাদের সমর্থন পাবেন। জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে এক সেকেন্ডও সময় নেব না আপনাদের বিরুদ্ধে দাঁড়াতে। দায়সারা কথা বলে ছাত্র-জনতার সঙ্গে প্রহসন করবেন না।
৪ ঘণ্টা আগেলক্ষ্মীপুরে একটি তাফসিরুল কোরআন মাহফিল ও ইসলামি সংগীত সন্ধ্যা বন্ধ করে দেওয়া হয়েছে। আজ শুক্রবার লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড এলাকার মোহাম্মদিয়া জামে মসজিদ মাঠে এই আয়োজন করা হয়েছিল। মাহফিলে জামায়াত নেতাকে প্রধান অতিথি করায় বিএনপি সেটি বন্ধ করে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
৫ ঘণ্টা আগে