Ajker Patrika

সভাপতিকে সদস্য পরিচয়ে মনোনয়ন বোর্ডে তালিকা প্রকাশ, তৃণমূলে ক্ষোভ 

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি
আপডেট : ২৪ অক্টোবর ২০২১, ১৫: ১৬
সভাপতিকে সদস্য পরিচয়ে মনোনয়ন বোর্ডে তালিকা প্রকাশ, তৃণমূলে ক্ষোভ 

কুমিল্লার দাউদকান্দি উপজেলার জিংলাতলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতিকে মনোনয়ন বোর্ডের চেয়ারম্যান প্রার্থীর তালিকায় সদস্য পরিচয়ে নাম পাঠানো হয়েছে। এ নিয়ে তৃণমূলে ক্ষোভ বিরাজ করছে। 

গতকাল শনিবার বিকেলে সরেজমিনে গিয়ে জানা যায়, জিংলাতলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকদের স্বাক্ষরিত তালিকায় সভাপতি সাংবাদিক ওমর ফারুক মিয়াজীকে সদস্য পরিচয়ে প্রার্থী হিসেবে দেখিয়ে তালিকা জেলা কমিটিতে পাঠানো হয়েছে। যে সভাপতিকে সদস্য হিসেবে পরিচয় দেওয়া হয়েছে সেই পেডেই একই ব্যক্তির কাছ থেকে সভাপতি হিসেবে স্বাক্ষর রাখে উপজেলা আওয়ামী লীগ। অর্থাৎ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতিকে সদস্য পরিচয়ে মনোনয়ন বোর্ডে প্রার্থীর তালিকা পাঠায় দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগ। এ নিয়েই তৃণমূলে ক্ষোভ বিরাজ করছে। 

চলতি মাসে তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার পর ১৬ অক্টোবর উপজেলা আওয়ামী লীগ বর্ধিত সভা আহ্বান করে। বর্ধিত সভায় সব ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে ইউনিয়ন পর্যায়ে বর্ধিত সভা করার নির্দেশ দেয়। উপজেলা আওয়ামী লীগের নির্দেশেই জিংলাতলী ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। 

বর্ধিত সভায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাংবাদিক ওমর ফারুক মিয়াজির সভাপতিত্বে পাঁচজন চেয়ারম্যান প্রার্থীর তালিকা দেওয়া হয়েছে। সেই তালিকা উপজেলা আওয়ামী লীগের দপ্তরে পাঠায় জিংলাতলী ইউনিয়ন আওয়ামী লীগ। সেই তালিকাকে মূল্যায়ন না করে ১৯ অক্টোবর উপজেলা আওয়ামী লীগের নেতারা ইউনিয়ন সভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থীদের নামের তালিকা না দেখিয়ে স্বাক্ষর করা হয়। 

বিষয়টি জেলা আওয়ামী লীগের নজরে এলে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক দুঃখজনক বলে দাবি করেন। 

এ বিষয়ে সভাপতি ওমর ফারুক মিয়াজী বলেন, আমি ষড়যন্ত্রের শিকার। আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি মহল কৌশলে সভাপতির পরিচয় গোপন রেখে সদস্য পরিচয়ে মনোনয়ন বোর্ডের তালিকা পাঠিয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চার মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের সেবা ডিজিটাইজ করার নির্দেশ দিল সরকার

গত দশ বছর ভিসা না পাওয়ার কারণে বাংলাদেশে আসতে পারিনি: মাইলাম

মাগুরার শিশুটি এখনো অচেতন, চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান

ঈদে পুলিশের সহযোগী ফোর্স হবে বেসরকারি নিরাপত্তাকর্মী, পাবে গ্রেপ্তারের ক্ষমতা

তিন নারী আমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: তারেক রহমান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত