Ajker Patrika

ট্রাকচাপায় রিকশাচালকসহ নিহত ২, আহত ২

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
ট্রাকচাপায় রিকশাচালকসহ নিহত ২, আহত ২

চট্টগ্রামের মিরসরাইয়ে বারইয়ারহাট-খাগড়াছড়ি সড়কে ব্যাটারিচালিত রিকশাকে একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই দুই ব্যক্তি নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার দুপুর ১টার নাগাদ উপজেলার করেরহাট ইউনিয়নের ঘেঁড়ামারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. রুবেল (৩০) স্থানীয় করেরহাট ইউনিয়নের ঘেঁড়ামারা গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। অন্যজন একই ইউনিয়নের পূর্ব অলিনগর গ্রামের মো. ইউসুফ। তিনি ব্যাটারিচালিত রিকশার চালক।

এ দুর্ঘটনায় আহতেরা হলেন—খোরশেদ আলম ও নাজমুল হোসেন। আহতদের মধ্যে প্রথমে দুজনকে স্থানীয় বারইয়ারহাট পৌর এলাকার কমফোর্ট নামের একটি বেসরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

হাসপাতালটির কর্তব্যরত চিকিৎসক ডা. নাহিদ বলেন, ‘আহতদের মধ্যে খোরশেদ ও নাজমুলকে আমরা প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর চমেক হাসপাতালে স্থানান্তর করেছি। এদের মধ্যে নাজমুলের অবস্থা আশঙ্কাজনক।’

এ বিষয়ে মিরসরাইয়ের জোরারগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) সুফল চন্দ্র সিংহ বলেন, ‘ট্রাকের চাপায় ব্যাটারিচালিত রিকশার চালক মো. ইউসুফ ও যাত্রী মো. রুবেল ঘটনাস্থলেই মারা যান। বাকি আহত দুই যাত্রীকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনাকবলিত রিকশা ও ট্রাকটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ট্রাকচালক ঘটনার পরপরই পালিয়ে গেছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিলুপ্তের সিদ্ধান্ত হয়নি, নাহিদের মন্তব্যের জবাবে উমামা

জাতীয় নির্বাচন: ভোট কমিটির নেতৃত্বে ডিসি–ইউএনওকে না রাখার চিন্তা

আ.লীগ নেতার গ্রেপ্তার নিয়ে রাজশাহীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

খামেনিকে চিঠি দিয়ে যে প্রস্তাব দিলেন ট্রাম্প

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারী বাধ্যতামূলক ছুটিতে, মামলা এখন আদালতের এখতিয়ারে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত