ফেনীতে ছাত্রলীগ নেতাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

পরশুরাম (ফেনী) প্রতিনিধি 
Thumbnail image
আশিষ চক্রবর্তী। ছবি: সংগৃহীত

ফেনীর পরশুরামে আশিষ চক্রবর্তী (২৪) নামে বহিষ্কৃত এক ছাত্রলীগ নেতাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে ছাত্রদলের নেতা কর্মীরা। আজ বুধবার উপজেলার সোনালী ব্যাংকের দক্ষিণ পাশে এই ঘটনা ঘটে।

আশিষ চক্রবর্তী সদ্য নিষিদ্ধ ছাত্রলীগের পরশুরাম সরকারি ডিগ্রি কলেজ শাখার সাবেক সহসভাপতি ও উপজেলা ছাত্রলীগের সদস্য। গত ৫ জুন তাকে ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয়।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, আশিষ চক্রবর্তী পরশুরাম মডেল হাই স্কুলের এক শিক্ষার্থীকে প্রেমের ফাঁদে ফেলে আপত্তিকর ছবি তুলে নিজের ফেসবুক পেজে আপলোড করেন। সেই আপত্তিকর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হলে উপজেলা ছাত্রলীগ প্রথমে তাকে শোকজ ও পরে সংগঠন থেকে বহিষ্কার করে।

তারা আরও জানান, গত ৫ আগস্ট সরকার পতনের পর থেকে আশিষ চক্রবর্তী আত্মগোপন করেন। গত সপ্তাহ থেকে এলাকায় যাতায়াত শুরু করেন। বুধবার সন্ধ্যার দিকে ব্যক্তিগত কাজে পরশুরাম বাজারে গেলে ছাত্রদলের নেতা কর্মীরা তাকে আটক করে ব্যাপক মারধর করে পুলিশের হাতে সোপর্দ করে।

পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আটক আশিষ চক্রবর্তীর বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ট্রাম্পের শপথের আগেই বার্নিকাটসহ তিন কূটনীতিককে পদত্যাগের নির্দেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিকে বিচারের মুখোমুখি করতে হবে: সলিমুল্লাহ খান

সংস্কারের কিছু প্রস্তাবে মনঃক্ষুণ্ন বিএনপি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত