কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লার বুড়িচংয়ের মোকাম গ্রামে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা মো. জাকির হোসেনের (৩৫) বাড়িতে গতকাল রোববার দিবাগত রাতে পুলিশ অভিযান চালায়। সকালে বাড়ির কাছে জাকির হোসেনকে পড়ে থাকতে দেখে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বুড়িচং উপজেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট শরিফুল ইসলাম ইসলাম দাবি করেছেন পুলিশের নির্যাতনে জাকির হোসেনের মৃত্যু হয়েছে।
বুড়িচং থানার দেবপুর ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক জাবেদ উল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, রাতে জাকিরকে গ্রেপ্তার করতে তাঁর বাড়িতে যায় পুলিশ। ঘরে তাঁকে না পেয়ে পুলিশ সদস্যরা চলে আসেন।
মো. জাকির হোসেন মোকাম ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি ছিলেন।
নিহতের পরিবার জানায়, রোববার দিবাগত রাত ৪টায় একদল পুলিশ জাকিরের বাড়িতে গিয়ে ঘরের দরজা খোলার জন্য ডাকাডাকি করতে থাকে। পুলিশের উপস্থিতি টের পেয় জাকির পেছনের দরজা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পুলিশ জাকিরকে ধরতে ধাওয়া করে। জাকির অনেকক্ষণ ঘরে না ফেরায় পরিবারের সদস্যরা ভেবেছিলেন জাকিরকে পুলিশ ধরে নিয়ে গেছে। সকালে বাড়ির অদূরে জাকিরকে পড়ে থাকতে দেখতে পেয়ে স্থানীয়রা পরিবারের সদস্যদের খবর দেন। পরে কাবিলা ইস্টার্ন মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
বুড়িচং উপজেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট শরিফুল ইসলাম বলেন, কয়েক দিন ধরে পুলিশ বিএনপি নেতা-কর্মীদের বাড়িতে বাড়িতে তল্লাশি করে আসছিল। রোববার রাতে পুলিশ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের জাকির হোসেনের বাড়িতে যায়। সকালে বাড়ির পাশে জাকিরের মরদেহ পাওয়া যায়।
তিনি আরও বলেন, ‘জাকিরের দুই হাতে হ্যান্ডকাপ পরানোর চিহ্ন রয়েছে। পুলিশের নির্যাতনেই তাঁর মৃত্যু হতে পারে। বুড়িচং উপজেলা বিএনপির পক্ষ থেকে এ ঘটনার তীব্র নিন্দা জানাই।’
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খন্দকার বলেন, ‘পুলিশ তাঁর বাড়িতে গিয়েছিল। তবে তখন তাঁকে পাওয়া যায়নি। পরে শুনেছি তাঁর মরদেহ পাওয়া গেছে। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে বিস্তারিত বলা যাবে।’
কুমিল্লার বুড়িচংয়ের মোকাম গ্রামে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা মো. জাকির হোসেনের (৩৫) বাড়িতে গতকাল রোববার দিবাগত রাতে পুলিশ অভিযান চালায়। সকালে বাড়ির কাছে জাকির হোসেনকে পড়ে থাকতে দেখে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বুড়িচং উপজেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট শরিফুল ইসলাম ইসলাম দাবি করেছেন পুলিশের নির্যাতনে জাকির হোসেনের মৃত্যু হয়েছে।
বুড়িচং থানার দেবপুর ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক জাবেদ উল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, রাতে জাকিরকে গ্রেপ্তার করতে তাঁর বাড়িতে যায় পুলিশ। ঘরে তাঁকে না পেয়ে পুলিশ সদস্যরা চলে আসেন।
মো. জাকির হোসেন মোকাম ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি ছিলেন।
নিহতের পরিবার জানায়, রোববার দিবাগত রাত ৪টায় একদল পুলিশ জাকিরের বাড়িতে গিয়ে ঘরের দরজা খোলার জন্য ডাকাডাকি করতে থাকে। পুলিশের উপস্থিতি টের পেয় জাকির পেছনের দরজা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পুলিশ জাকিরকে ধরতে ধাওয়া করে। জাকির অনেকক্ষণ ঘরে না ফেরায় পরিবারের সদস্যরা ভেবেছিলেন জাকিরকে পুলিশ ধরে নিয়ে গেছে। সকালে বাড়ির অদূরে জাকিরকে পড়ে থাকতে দেখতে পেয়ে স্থানীয়রা পরিবারের সদস্যদের খবর দেন। পরে কাবিলা ইস্টার্ন মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
বুড়িচং উপজেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট শরিফুল ইসলাম বলেন, কয়েক দিন ধরে পুলিশ বিএনপি নেতা-কর্মীদের বাড়িতে বাড়িতে তল্লাশি করে আসছিল। রোববার রাতে পুলিশ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের জাকির হোসেনের বাড়িতে যায়। সকালে বাড়ির পাশে জাকিরের মরদেহ পাওয়া যায়।
তিনি আরও বলেন, ‘জাকিরের দুই হাতে হ্যান্ডকাপ পরানোর চিহ্ন রয়েছে। পুলিশের নির্যাতনেই তাঁর মৃত্যু হতে পারে। বুড়িচং উপজেলা বিএনপির পক্ষ থেকে এ ঘটনার তীব্র নিন্দা জানাই।’
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খন্দকার বলেন, ‘পুলিশ তাঁর বাড়িতে গিয়েছিল। তবে তখন তাঁকে পাওয়া যায়নি। পরে শুনেছি তাঁর মরদেহ পাওয়া গেছে। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে বিস্তারিত বলা যাবে।’
টাঙ্গাইলের মির্জাপুরে রাতের আঁধারে খননযন্ত্র দিয়ে নদীতীরের মাটি কেটে নেওয়ার অপরাধে চার ব্যক্তির কাছ থেকে ২ লাখ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শুক্রবার রাতে উপজেলা সদরের বংশাই নদীর ত্রিমোহন ও লৌহজং নদীর পাকুল্যা ঋষিপাড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পৃথক অভিযান পরিচালনা করেন উপজ
৮ মিনিট আগেমিয়ানমার থেকে পণ্য নিয়ে টেকনাফ স্থলবন্দরে আসার পথে নাফ নদের মোহনা থেকে পণ্যবাহী তিনটি কার্গো ছিনিয়ে নিয়ে গেছে আরাকান আর্মি। নাফ নদের নাইক্ষ্যংদিয়ায় গত বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে তল্লাশির কথা বলে কার্গোগুলো আটক করে নিয়ে যায় আরাকান আর্মি। আজ শনিবার বিকেল পর্যন্ত জাহাজগুলো ছাড়েনি তারা।
১২ মিনিট আগেনির্বাচনের সাড়ে তিন বছর পর আদালতের রায়ের মাধ্যমে মেয়র হিসেবে শপথ নিতে পারায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রয়াত উপদেষ্টা এ এফ হাসান আরিফের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ডা. শাহাদাত হোসেন।
১৯ মিনিট আগেপশ্চিম শিবরামপুর কোম্পানি মোড় এলাকায় এ ঘটনা ঘটে। আহত কিশোরী দিনাজপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরেছে। এ ঘটনায় পুলিশ সুপারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
১ ঘণ্টা আগে