Ajker Patrika

লক্ষ্মীপুরে বন্যায় বেড়েছে সাপের উপদ্রব, কামড় খেয়ে চিকিৎসা নিয়েছেন অনেকে

লক্ষ্মীপুর প্রতিনিধি
আপডেট : ২৫ আগস্ট ২০২৪, ১০: ৫৯
লক্ষ্মীপুরে বন্যায় বেড়েছে সাপের উপদ্রব, কামড় খেয়ে চিকিৎসা নিয়েছেন অনেকে

টানা বর্ষণে লক্ষ্মীপুরে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে প্রায় ৭ লাখ মানুষ পানিবন্দী হয়ে চরম দুর্ভোগে আছে। গত দুই দিন ধরে ফেনী ও নোয়াখালীর বন্যার পানি রহমতখালী ও ডাকাতিয়া নদী দিয়ে প্রবাহিত হয়ে লক্ষ্মীপুরে ঢুকেছে। এই পানি বাসা-বাড়িসহ বিভিন্ন স্থানে ঢুকে পড়ায় সাপের উৎপাতও বাড়ছে। গতকাল শনিবার সকাল থেকে রাত সাড়ে ৯টায় পর্যন্ত সাপের কামড় খেয়ে সদর হাসপাতালে ভর্তি হয়েছে ১০ জন। এর মধ্যে দুই শিশুও রয়েছে। 

আগের কয়েক দিনে আরও ৬০ জন নারী-পুরুষ ও শিশু সাপের কামড় খেয়ে সদর হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন বলে জানিয়েছেন সদর হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা অরূপ পাল। 

অরুপ পাল বলেন, বন্যায় বাড়িতে পানি ওঠার কারণে সাপের বিচরণ বাড়ছে। সাপ নিরাপদ আশ্রয়স্থল খুঁজছে। যেহেতু সব জায়গায় পানি আর পানি, তাই বাসা-বাড়িতে কোথাও জায়গা পেলে সেখানে সাপ লুকিয়ে থাকে। গত ১২ ঘণ্টায় সদর হাসপাতালে দুই শিশুসহ ১০ জন ভর্তি হয়েছে। চিকিৎসা ও ভ্যাকসিন দেওয়া হচ্ছে। সবাইকে সাবধানে চলার পরামর্শ দেন তিনি। 

লক্ষ্মীপুরের চারটি পৌরসভা ও ৪৫টি ইউনিয়নে প্রায় ৭ লাখ মানুষ পানিবন্দী। এত দিন বৃষ্টির পানিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে মানুষের ঘরবাড়ি ডুবে ছিল। গত দুই দিন ধরে ফেনী ও নোয়াখালীর বন্যার পানি রহমতখালী ও ডাকাতিয়া হয়ে লক্ষ্মীপুরে ঢুকে পড়ছে। এতে সদর উপজেলার পূর্বাঞ্চলের চন্দ্রগঞ্জ, চরশাহী, দিঘলী, মান্দারী, বাঙ্গাখাঁ, উত্তর জয়পুর ইউনিয়নসহ বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। কোথাও কোথাও প্রায় চার ফুট পানিতে ডুবে আছে জনপদ। 

রামগতি ও কমলনগর উপজেলার চরকাদিরা-হাজীগঞ্জ বেড়ি বাঁধের পশ্চিম পাশে ভুলুয়া নদীতে বৃষ্টির পানিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে প্রায় ২৫ দিন ধরে তলিয়ে আছে বিস্তীর্ণ এলাকা। 

এদিকে রামগতি-কমলনগর ও নোয়াখালীর আন্ডারচর ও চরমটুয়া গ্রামের তিন লক্ষাধিক মানুষ জলাবদ্ধতায় দুর্ভোগ পোহাচ্ছে। এই পানি সরছে না। এদিকে পানিবন্দী এসব এলাকায় সাপ বের হয়ে এসেছে। এতে বাসা-বাড়ি ও রাস্তায় সাপের কামড় খাচ্ছে মানুষ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পরিবারের সামনে পুলিশ কর্মকর্তা লাঞ্ছিত, স্বেচ্ছাসেবক দলের ৩ নেতা-কর্মী আটক

নয়াদিল্লি হাসিনা আমলের দৃষ্টিভঙ্গিই ধরে রেখেছে: ভারতীয় গণমাধ্যমকে দেবপ্রিয় ভট্টাচার্য

বিমসটেক সম্মেলনে ড. ইউনূস ও নরেন্দ্র মোদি বৈঠক হচ্ছে

গ্রেপ্তার আসামিকে ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলা, বিএনপির ১৭ নেতা-কর্মী আটক

বাংলাদেশি পণ্যে ৩৭ শতাংশ শুল্ক আরোপ করলেন ট্রাম্প

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত