লক্ষ্মীপুর প্রতিনিধি
টানা বর্ষণে লক্ষ্মীপুরে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে প্রায় ৭ লাখ মানুষ পানিবন্দী হয়ে চরম দুর্ভোগে আছে। গত দুই দিন ধরে ফেনী ও নোয়াখালীর বন্যার পানি রহমতখালী ও ডাকাতিয়া নদী দিয়ে প্রবাহিত হয়ে লক্ষ্মীপুরে ঢুকেছে। এই পানি বাসা-বাড়িসহ বিভিন্ন স্থানে ঢুকে পড়ায় সাপের উৎপাতও বাড়ছে। গতকাল শনিবার সকাল থেকে রাত সাড়ে ৯টায় পর্যন্ত সাপের কামড় খেয়ে সদর হাসপাতালে ভর্তি হয়েছে ১০ জন। এর মধ্যে দুই শিশুও রয়েছে।
আগের কয়েক দিনে আরও ৬০ জন নারী-পুরুষ ও শিশু সাপের কামড় খেয়ে সদর হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন বলে জানিয়েছেন সদর হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা অরূপ পাল।
অরুপ পাল বলেন, বন্যায় বাড়িতে পানি ওঠার কারণে সাপের বিচরণ বাড়ছে। সাপ নিরাপদ আশ্রয়স্থল খুঁজছে। যেহেতু সব জায়গায় পানি আর পানি, তাই বাসা-বাড়িতে কোথাও জায়গা পেলে সেখানে সাপ লুকিয়ে থাকে। গত ১২ ঘণ্টায় সদর হাসপাতালে দুই শিশুসহ ১০ জন ভর্তি হয়েছে। চিকিৎসা ও ভ্যাকসিন দেওয়া হচ্ছে। সবাইকে সাবধানে চলার পরামর্শ দেন তিনি।
লক্ষ্মীপুরের চারটি পৌরসভা ও ৪৫টি ইউনিয়নে প্রায় ৭ লাখ মানুষ পানিবন্দী। এত দিন বৃষ্টির পানিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে মানুষের ঘরবাড়ি ডুবে ছিল। গত দুই দিন ধরে ফেনী ও নোয়াখালীর বন্যার পানি রহমতখালী ও ডাকাতিয়া হয়ে লক্ষ্মীপুরে ঢুকে পড়ছে। এতে সদর উপজেলার পূর্বাঞ্চলের চন্দ্রগঞ্জ, চরশাহী, দিঘলী, মান্দারী, বাঙ্গাখাঁ, উত্তর জয়পুর ইউনিয়নসহ বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। কোথাও কোথাও প্রায় চার ফুট পানিতে ডুবে আছে জনপদ।
রামগতি ও কমলনগর উপজেলার চরকাদিরা-হাজীগঞ্জ বেড়ি বাঁধের পশ্চিম পাশে ভুলুয়া নদীতে বৃষ্টির পানিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে প্রায় ২৫ দিন ধরে তলিয়ে আছে বিস্তীর্ণ এলাকা।
এদিকে রামগতি-কমলনগর ও নোয়াখালীর আন্ডারচর ও চরমটুয়া গ্রামের তিন লক্ষাধিক মানুষ জলাবদ্ধতায় দুর্ভোগ পোহাচ্ছে। এই পানি সরছে না। এদিকে পানিবন্দী এসব এলাকায় সাপ বের হয়ে এসেছে। এতে বাসা-বাড়ি ও রাস্তায় সাপের কামড় খাচ্ছে মানুষ।
টানা বর্ষণে লক্ষ্মীপুরে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে প্রায় ৭ লাখ মানুষ পানিবন্দী হয়ে চরম দুর্ভোগে আছে। গত দুই দিন ধরে ফেনী ও নোয়াখালীর বন্যার পানি রহমতখালী ও ডাকাতিয়া নদী দিয়ে প্রবাহিত হয়ে লক্ষ্মীপুরে ঢুকেছে। এই পানি বাসা-বাড়িসহ বিভিন্ন স্থানে ঢুকে পড়ায় সাপের উৎপাতও বাড়ছে। গতকাল শনিবার সকাল থেকে রাত সাড়ে ৯টায় পর্যন্ত সাপের কামড় খেয়ে সদর হাসপাতালে ভর্তি হয়েছে ১০ জন। এর মধ্যে দুই শিশুও রয়েছে।
আগের কয়েক দিনে আরও ৬০ জন নারী-পুরুষ ও শিশু সাপের কামড় খেয়ে সদর হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন বলে জানিয়েছেন সদর হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা অরূপ পাল।
অরুপ পাল বলেন, বন্যায় বাড়িতে পানি ওঠার কারণে সাপের বিচরণ বাড়ছে। সাপ নিরাপদ আশ্রয়স্থল খুঁজছে। যেহেতু সব জায়গায় পানি আর পানি, তাই বাসা-বাড়িতে কোথাও জায়গা পেলে সেখানে সাপ লুকিয়ে থাকে। গত ১২ ঘণ্টায় সদর হাসপাতালে দুই শিশুসহ ১০ জন ভর্তি হয়েছে। চিকিৎসা ও ভ্যাকসিন দেওয়া হচ্ছে। সবাইকে সাবধানে চলার পরামর্শ দেন তিনি।
লক্ষ্মীপুরের চারটি পৌরসভা ও ৪৫টি ইউনিয়নে প্রায় ৭ লাখ মানুষ পানিবন্দী। এত দিন বৃষ্টির পানিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে মানুষের ঘরবাড়ি ডুবে ছিল। গত দুই দিন ধরে ফেনী ও নোয়াখালীর বন্যার পানি রহমতখালী ও ডাকাতিয়া হয়ে লক্ষ্মীপুরে ঢুকে পড়ছে। এতে সদর উপজেলার পূর্বাঞ্চলের চন্দ্রগঞ্জ, চরশাহী, দিঘলী, মান্দারী, বাঙ্গাখাঁ, উত্তর জয়পুর ইউনিয়নসহ বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। কোথাও কোথাও প্রায় চার ফুট পানিতে ডুবে আছে জনপদ।
রামগতি ও কমলনগর উপজেলার চরকাদিরা-হাজীগঞ্জ বেড়ি বাঁধের পশ্চিম পাশে ভুলুয়া নদীতে বৃষ্টির পানিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে প্রায় ২৫ দিন ধরে তলিয়ে আছে বিস্তীর্ণ এলাকা।
এদিকে রামগতি-কমলনগর ও নোয়াখালীর আন্ডারচর ও চরমটুয়া গ্রামের তিন লক্ষাধিক মানুষ জলাবদ্ধতায় দুর্ভোগ পোহাচ্ছে। এই পানি সরছে না। এদিকে পানিবন্দী এসব এলাকায় সাপ বের হয়ে এসেছে। এতে বাসা-বাড়ি ও রাস্তায় সাপের কামড় খাচ্ছে মানুষ।
অন্তর্বর্তী সরকারের কাছে জনগণের যে প্রত্যাশা ছিল, সেটা ধাক্কা খেয়েছে। আমরা ভেবেছিলাম অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে একটি সর্বদলীয় সরকার হবে। যেখানে গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারী দলের প্রতিনিধিরা থাকবেন। কিন্তু দুঃখজনক...
১ ঘণ্টা আগেসেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত একটি সংলাপে খুলনার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে একটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়েছেন। আজ শনিবার...
১ ঘণ্টা আগেভোজ্যতেলের মূল্যবৃদ্ধি, সরবরাহ সংকটের প্রেক্ষাপটে নারায়ণগঞ্জের রূপগঞ্জে আজ শনিবার সিটি গ্রুপের ভোজ্যতেল পরিশোধন কারখানা ও বোতলজাতকরণ কার্যক্রম পরিদর্শন করেছেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় তাঁরা সিটি গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
২ ঘণ্টা আগেচট্টগ্রামে অবৈধ বসতি উচ্ছেদ করে প্রায় এক একর পাহাড়ি জায়গা উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ শনিবার নগরীর আকবরশাহ উত্তর লেকসিটি, সুপারিবাগান ও ইসলামাবাদ হাউজিং সোসাইটি এলাকা থেকে এসব বসতি উচ্ছেদ করা হয়।
২ ঘণ্টা আগে