বিদ্যুতের তারে জড়িয়ে হাত হারানো মাহমুদকে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রুল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ০৯ জুলাই ২০২৪, ১৫: ৩৫
আপডেট : ০৯ জুলাই ২০২৪, ১৫: ৫৩

নোয়াখালীর মাইজদীতে বিদ্যুতের তারে জড়িয়ে হাত হারানো মাহমুদুন নূর মাহমুদকে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। তাঁর বাবা আনোয়ারুল করিমের করা রিটের পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের বেঞ্চ এই রুল জারি করেন। 

বিদ্যুৎসচিব, নোয়াখালীর পৌর চেয়ারম্যান, পিডিবির চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট ১১ জনকে রুলের জবাব দিতে বলা হয়েছে। 

একই সঙ্গে ঘটনা তদন্তে ছয় সদস্যের কমিটি গঠন করে দিয়েছেন আদালত, যাতে পিডিবির এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, নোয়াখালীর ডিসি ও ফায়ার সার্ভিসের ডিজিকে রাখা হয়েছে। কমিটিকে ঘটনা তদন্ত করে আগামী ২৮ অক্টোবরের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। 

আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। তাঁর সঙ্গে ছিলেন ব্যারিস্টার সাকিব মাহবুব। 

সাকিব মাহবুব আজকের পত্রিকাকে জানান, গত ৮ মার্চ মাইজদীর জামে মসজিদ মোড়সংলগ্ন এলাকায় ফুটওভার ব্রিজে বিদ্যুতের তারে জড়িয়ে হাত পুড়ে যায় মাহমুদুন নূরের। পরে তাঁর বাঁ হাত কেটে ফেলতে হয়েছে। মাহমুদুন নূর এবার এইচএসসি পরীক্ষা দিচ্ছেন বলেও জানান তিনি।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত