প্রতিনিধি
হাটহাজারী (চট্টগ্রাম): স্বাধীনতা সুবর্ণজয়ন্তীতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফরকে কেন্দ্র করে চট্টগ্রামের হাটহাজারীতে হেফাজতে ইসলামের নেতা কর্মী ও মাদ্রাসা ছাত্রদের সহিংসতা পুলিশের খোয়া যাওয়া একটি পিস্তল ও ১৬ রাউন্ড গুলিসহ উদ্ধার করেছে থানা–পুলিশ।
গত রোববার (৬ জুন) বিকেলে হাটহাজারী পৌরসভার ৮ নং ওয়ার্ড মিরের খিল গ্রামের নবীর বাড়ি এলাকায় পাকা দেয়ালের বাউন্ডারির ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় গুলি ও পিস্তলটি উদ্ধার করে পুলিশ। উদ্ধারের বিষয়টি রাত পৌনে ১০টায় আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহাদাৎ হোসেন।
জানা গেছে, গত ২৬ মার্চ ঢাকার বায়তুল মোকাররম মসজিদ এলাকায় ভারতের প্রধানমন্ত্রী মোদি বিরোধী বিক্ষোভে পুলিশ ও সরকারি দলের নেতা-কর্মীদের সঙ্গে সংঘর্ষ ঘটনার রেশ ধরে হেফাজত দুর্গ খ্যাত চট্টগ্রামের হাটহাজারীতে বিক্ষুব্ধরা থানা ভবন, সহকারী কমিশনার (ভূমি) অফিস এবং ডাকবাংলোয় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটায়।
ওই সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে মাদ্রাসা ছাত্র ও পথচারীসহ ৪ জন নিহত হয়। এ ঘটনার জের ধরে বিক্ষুব্ধ মাদ্রাসা ছাত্ররা ৪ পুলিশ কর্মকর্তাকে অবরোধ করে মারধর করে। তাদের মধ্যে এএসপি (শিক্ষানবিশ) প্রবীর ফারাবী ও এসআই মেহেদী হাসানকে পিটিয়ে গুরুতর আহত হন। এ সময় বিক্ষুব্ধরা এসআই মেহেদীর কাছ থেকে একটি পিস্তল ও গুলি ছিনিয়ে নিয়েছিল বলে জানা গেছে।
উল্লেখ্য, এসব ঘটনায় হাটহাজারী মডেল থানায় মোট ১০টি মামলা রুজু হয়। এর মধ্যে ৩টি মামলায় সুনির্দিষ্ট করে আসামি করা হয়েছে ১৪৯ জনকে। দুটি মামলা সুনির্দিষ্ট আসামিদের মধ্যে রয়েছে হেফাজতে ইসলামের সদ্য বিলুপ্ত কমিটির আমির ও বর্তমান আহ্বায়ক জুনায়েদ বাবুনগরী। এ ছাড়া হেফাজত নেতৃবৃন্দের নাম থাকলেও অন্য মামলাগুলোতে রয়েছে জামাত-বিএনপি’র নেতা কর্মী ও সাধারণ মানুষ। এতে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে প্রায় ৬ হাজার ২৫০ জনকে।
হাটহাজারী (চট্টগ্রাম): স্বাধীনতা সুবর্ণজয়ন্তীতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফরকে কেন্দ্র করে চট্টগ্রামের হাটহাজারীতে হেফাজতে ইসলামের নেতা কর্মী ও মাদ্রাসা ছাত্রদের সহিংসতা পুলিশের খোয়া যাওয়া একটি পিস্তল ও ১৬ রাউন্ড গুলিসহ উদ্ধার করেছে থানা–পুলিশ।
গত রোববার (৬ জুন) বিকেলে হাটহাজারী পৌরসভার ৮ নং ওয়ার্ড মিরের খিল গ্রামের নবীর বাড়ি এলাকায় পাকা দেয়ালের বাউন্ডারির ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় গুলি ও পিস্তলটি উদ্ধার করে পুলিশ। উদ্ধারের বিষয়টি রাত পৌনে ১০টায় আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহাদাৎ হোসেন।
জানা গেছে, গত ২৬ মার্চ ঢাকার বায়তুল মোকাররম মসজিদ এলাকায় ভারতের প্রধানমন্ত্রী মোদি বিরোধী বিক্ষোভে পুলিশ ও সরকারি দলের নেতা-কর্মীদের সঙ্গে সংঘর্ষ ঘটনার রেশ ধরে হেফাজত দুর্গ খ্যাত চট্টগ্রামের হাটহাজারীতে বিক্ষুব্ধরা থানা ভবন, সহকারী কমিশনার (ভূমি) অফিস এবং ডাকবাংলোয় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটায়।
ওই সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে মাদ্রাসা ছাত্র ও পথচারীসহ ৪ জন নিহত হয়। এ ঘটনার জের ধরে বিক্ষুব্ধ মাদ্রাসা ছাত্ররা ৪ পুলিশ কর্মকর্তাকে অবরোধ করে মারধর করে। তাদের মধ্যে এএসপি (শিক্ষানবিশ) প্রবীর ফারাবী ও এসআই মেহেদী হাসানকে পিটিয়ে গুরুতর আহত হন। এ সময় বিক্ষুব্ধরা এসআই মেহেদীর কাছ থেকে একটি পিস্তল ও গুলি ছিনিয়ে নিয়েছিল বলে জানা গেছে।
উল্লেখ্য, এসব ঘটনায় হাটহাজারী মডেল থানায় মোট ১০টি মামলা রুজু হয়। এর মধ্যে ৩টি মামলায় সুনির্দিষ্ট করে আসামি করা হয়েছে ১৪৯ জনকে। দুটি মামলা সুনির্দিষ্ট আসামিদের মধ্যে রয়েছে হেফাজতে ইসলামের সদ্য বিলুপ্ত কমিটির আমির ও বর্তমান আহ্বায়ক জুনায়েদ বাবুনগরী। এ ছাড়া হেফাজত নেতৃবৃন্দের নাম থাকলেও অন্য মামলাগুলোতে রয়েছে জামাত-বিএনপি’র নেতা কর্মী ও সাধারণ মানুষ। এতে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে প্রায় ৬ হাজার ২৫০ জনকে।
রাজধানীর বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ফজলে নূর তাপসসহ ৩০ জনের বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগী এক ব্যক্তি। ৫০০ কোটি টাকার ক্ষতিপূরণের কথা মামলায় উল্লেখ করা হয়েছে।
৭ ঘণ্টা আগেযশোর টেকনিক্যাল অ্যান্ড ম্যানেজমেন্ট কলেজকে পারিবারিক প্রতিষ্ঠান বানিয়ে নজিরবিহীন অনিয়ম-দুর্নীতি করার অভিযোগ উঠেছে অধ্যক্ষ জাহিদুল ইসলামের বিরুদ্ধে। ১৪ বছর ধরে কর্মস্থলে না গিয়ে একই সঙ্গে দুটি প্রতিষ্ঠানের অধ্যক্ষ হিসেবে বেতন ভাতা উত্তোলন করেছেন। স্ত্রীকে হিসাব সহকারী পদে নিয়োগ দিয়ে প্রায় ১৪ বছর ধরে
৮ ঘণ্টা আগে২ মার্চকে ‘জাতীয় পতাকা দিবস’ হিসেবে স্বীকৃতি দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। শনিবার (২৩ নভেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ২ মার্চ পতাকা দিবস ঘোষণার দাবিতে ‘হৃদয়ে পতাকা ২ মার্চ’ আয়োজিত প্রতিবাদী সমাবেশে তিনি এই আহ্বা
৯ ঘণ্টা আগেদেশের বিশিষ্ট সম্পাদক এবং প্রবীণ সাংবাদিক নূরুল কবীর সম্প্রতি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হয়রানির শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছে অন্তর্বতীকালীন সরকারের প্রেস উইং।
৯ ঘণ্টা আগে