নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে ১০ জন মারা গেছেন। যা গত ৬৫ দিনে সর্বোচ্চ মৃত্যু। এর আগে গত ২৫ এপ্রিল ১১ জন মারা যান। আজ বুধবার জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে পাঠানো সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
গত ২৪ ঘণ্টায় এ জেলায় ১ হাজার ৩৬৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে ৩৯৯ জনের করোনা পজিটিভ আসে। শনাক্ত ব্যক্তিদের মধ্যে শহরের ২৮৪ ও বিভিন্ন উপজেলার ১১৫ জন। উপজেলার মধ্যে সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে ফটিকছড়িতে, সেখানে ৩২ জনের শরীরে করোনা পরীক্ষা হয়।
এর আগের দিন চট্টগ্রামে ১ হাজার ৫০৬ জনের নমুনা পরীক্ষা করে ৩৬৮ জনের করোনা পজিটিভ আসে। চট্টগ্রামে এখন পর্যন্ত ৫৮ হাজার ৭২৪ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে নগরের ৪৫ হাজার ৮৬৭ এবং অন্যান্য উপজেলার ১২ হাজার ৮৫৭ জন।
এখন পর্যন্ত চট্টগ্রামে করোনায় মারা গেছেন মোট ৭০১ জন। এর মধ্যে নগরের ৪৭৪ ও বিভিন্ন উপজেলার ২২৭। গত রোববার (২৭ জুন) করোনায় ৬৭ দিনে সর্বোচ্চ মৃত্যু ও শনাক্তের রেকর্ড হয় চট্টগ্রামে। ওই দিন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সাতজনের মৃত্যু হয়।
মৃত্যু বাড়ার কারণ হিসেবে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট আবদুর রব মাসুম মঙ্গলবার আজকের পত্রিকাকে বলেন, দেশে ভারতীয় ডেলটা ধরন সংক্রমণ ও মৃত্যু বাড়াচ্ছে। যারা মারা যাচ্ছেন তাঁরা বেশির ভাগই বয়স্ক ও ডায়াবেটিস, উচ্চ রক্তচাপসহ নানান জটিল রোগে ভুগছিলেন। এই জন্য এখন সতর্ক থাকতে হবে, বয়স্কদের ঘর থেকে বের না হওয়ার পরামর্শও তাঁর।
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে ১০ জন মারা গেছেন। যা গত ৬৫ দিনে সর্বোচ্চ মৃত্যু। এর আগে গত ২৫ এপ্রিল ১১ জন মারা যান। আজ বুধবার জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে পাঠানো সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
গত ২৪ ঘণ্টায় এ জেলায় ১ হাজার ৩৬৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে ৩৯৯ জনের করোনা পজিটিভ আসে। শনাক্ত ব্যক্তিদের মধ্যে শহরের ২৮৪ ও বিভিন্ন উপজেলার ১১৫ জন। উপজেলার মধ্যে সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে ফটিকছড়িতে, সেখানে ৩২ জনের শরীরে করোনা পরীক্ষা হয়।
এর আগের দিন চট্টগ্রামে ১ হাজার ৫০৬ জনের নমুনা পরীক্ষা করে ৩৬৮ জনের করোনা পজিটিভ আসে। চট্টগ্রামে এখন পর্যন্ত ৫৮ হাজার ৭২৪ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে নগরের ৪৫ হাজার ৮৬৭ এবং অন্যান্য উপজেলার ১২ হাজার ৮৫৭ জন।
এখন পর্যন্ত চট্টগ্রামে করোনায় মারা গেছেন মোট ৭০১ জন। এর মধ্যে নগরের ৪৭৪ ও বিভিন্ন উপজেলার ২২৭। গত রোববার (২৭ জুন) করোনায় ৬৭ দিনে সর্বোচ্চ মৃত্যু ও শনাক্তের রেকর্ড হয় চট্টগ্রামে। ওই দিন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সাতজনের মৃত্যু হয়।
মৃত্যু বাড়ার কারণ হিসেবে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট আবদুর রব মাসুম মঙ্গলবার আজকের পত্রিকাকে বলেন, দেশে ভারতীয় ডেলটা ধরন সংক্রমণ ও মৃত্যু বাড়াচ্ছে। যারা মারা যাচ্ছেন তাঁরা বেশির ভাগই বয়স্ক ও ডায়াবেটিস, উচ্চ রক্তচাপসহ নানান জটিল রোগে ভুগছিলেন। এই জন্য এখন সতর্ক থাকতে হবে, বয়স্কদের ঘর থেকে বের না হওয়ার পরামর্শও তাঁর।
পটুয়াখালীর দশমিনা উপজেলায় মন্দিরে পূজা দেওয়াকে কেন্দ্র করে কৃষ্ণ ও মতুয়া সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষে আহত এক কৃষ্ণভক্তের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
৩ মিনিট আগেকুষ্টিয়ার কুমারখালীতে দাফনের প্রায় ৩৮ দিন পর কবর থেকে তরিকুল শেখ নামের এক ট্রাকচালকের লাশ উত্তোলন করা হয়েছে। আজ বুধবার বেলা ১১টা ৩৯ মিনিটে উপজেলার কয়া ইউনিয়নের উত্তর কয়া বাইতুল মামুর কবরস্থান থেকে লাশটি উত্তোলন করা হয়।
৭ মিনিট আগেঢাকা মেডিকেল কলেজ মর্গে মরদেহ শনাক্ত করেন স্বজনেরা। আবু সালেহর ছোট ভাই আবু রায়হান ছোটন বলেন, তাঁদের বাড়ি মুন্সিগঞ্জ সদর উপজেলার নগর কসবা গ্রামে। তবে দক্ষিণ কেরানীগঞ্জের কালীগঞ্জ নয়বাড়ি এলাকায় তাঁদের নিজেদের বাড়ি আছে।
১৫ মিনিট আগেডিএমপি কমিশনার বলেন, প্রতিবছরই অমর একুশে বইমেলার আয়োজন করে বাংলা একাডেমি কর্তৃপক্ষ। ফেব্রুয়ারি মাসজুড়ে বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণে চলবে অমর একুশে বইমেলা। এই বইমেলাকে ঘিরে ঢাকা মহানগর পুলিশ পর্যাপ্ত...
৩৮ মিনিট আগে