Ajker Patrika

নোয়াখালীর সুবর্ণচরে চুরি হওয়া মালামাল উদ্ধার

সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি
নোয়াখালীর সুবর্ণচরে চুরি হওয়া মালামাল উদ্ধার

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় চরজুবিলী ইউনিয়ন পরিষদ ৩ নম্বর ওয়ার্ড সদস্যের (মেম্বার) ঘর থেকে চুরি হওয়া ১০ বস্তা সয়াবিন-বাদাম-মুগডাল উদ্ধার করেছে চরজব্বার থানা-পুলিশ। গতকাল মঙ্গলবার রাত ৯টায় উপজেলার চরজুবলি ইউনিয়নের হারিছ চৌধুরীর বাজারের পাশে সেলিম মেম্বারের বাড়ি থেকে ১০ বস্তা সয়াবিন-বাদাম-মুগডাল উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ কাউকে আটক করতে পারেনি। 

স্থানীয় সূত্রে জানা যায়, গত রবিবার স্থানীয় হারিছ চৌধুরী বাজারের ব্যবসায়ী কেফায়েত উল্লাহর দোকান থেকে ২৬ বস্তা সয়াবিন-বাদাম-মুগডাল চুরি হয়। এ ঘটনায় ব্যবসায়ী কেফায়েত উল্লাহ চরজব্বর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে চরজুবলি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউনিয়ন পরিষদ সদস্য সেলিমের ঘর থেকে চুরি হওয়া সয়াবিন-বাদাম-মুগডালের ১০ বস্তা উদ্ধার করেন। 

পুলিশ সূত্রে জানা যায়, যে ঘর থেকে সয়াবিন-বাদাম-মুগডালের বস্তাগুলো উদ্ধার করা হয়েছে। সে ঘরে ইউনিয়ন পরিষদ সদস্য সেলিম দীর্ঘদিন ধরে বসবাস করেন না। এই বাসা পরিত্যক্ত অবস্থায় ছিল এবং সেখানে তার বড় বোনের ছেলে (ভাগনে) পারভেজ বসবাস করেন। 

তবে স্থানীয় হারিছ চৌধুরীর বাজারের ব্যবসায়ীরা জানান, ইউনিয়ন পরিষদ সদস্য সেলিমের যোগসাজশে এই চুরি হয়েছে। এর আগেও তিনি একাধিক চুরির ঘটনার সঙ্গে যুক্ত ছিলেন। সম্প্রতি তরমুজের যৌথ ব্যবসা করে চট্টগ্রামের এক ব্যবসায়ীর ৮ লাখ টাকা আত্মসাতেরও অভিযোগ রয়েছে সেলিমের বিরুদ্ধে। এই ঘটনায় থানায় একটি অভিযোগ চলমান রয়েছে। 

ব্যবসায়ী কেফায়েত উল্লাহ জানান, গত রবিবার রাতের কোনো এক সময় তার গুদামের দরজা ভেঙে ১০ বস্তা সয়াবিন ৫ বস্তা মুগ ডাল, ৫ বস্তা বাদাম, ৬ বস্তা খেসারির ডাল নিয়ে যায়। এর আগেও মাঝেমধ্যে ১-২ বস্তা খোয়া যেত। এ জন্য তিনি কাউকে দায়ী করতে পারতেন না। 

এ বিষয়ে জানতে চাইলে ৩ নম্বর ওয়ার্ড সদস্য মো. সেলিম বলেন, ‘পারিবারিক কারণে আমি দীর্ঘ ১১ বছর ধরে ভাড়া বাসায় থাকি। পুরোনো বাড়িতে আমার যাওয়া আসা তেমন হয় না। আমার ভাগনে পারভেজ ওই বাড়িতে থাকে। সে বিভিন্ন চুরির ঘটনার সঙ্গে জড়িত। আমার ভাগনে এর আগেও চুরির মামলায় ৩ মাস জেলে ছিল। তাঁর এসব কর্মকাণ্ডের কারণে আমি ওই বাড়িতে থাকি না। আমি দুইবার বিপুল ভোটের ব্যবধানে মেম্বার নির্বাচিত হয়েছি। সততার সহিত ইউপি সদস্যের দায়িত্ব পালন করে যাচ্ছি। একটি কুচক্রী মহল আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য অযথা আমার নামে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। প্রকৃত চোরকে ধরে শাস্তি দিলেই মূল ঘটনা বের হবে। আমি চাই সঠিক তদন্তপূর্বক প্রকৃত দোষীর শাস্তি হোক।’

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাশ চুরি যাওয়া মালামাল উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের ভিসা নীতি দুই দেশের মানুষের মধ্যে সম্পর্কে প্রভাব ফেলছে: বলছেন কূটনীতিকেরা

ফাইনালে ভারতের ‘যম’কে খেলানো নিয়ে দোটানায় নিউজিল্যান্ড

বিকেলে সংবাদ সম্মেলন ডেকেছে ছাত্রদল ও এনসিপি

নিষিদ্ধ হিযবুত তাহ্‌রীরের মিছিল, পুলিশের টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ

ভারত ও যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত