Ajker Patrika

খেলার ছলে পেটে ছিটকিনি, বের হলো অস্ত্রোপচারে

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
আপডেট : ০৫ আগস্ট ২০২৩, ২২: ৫২
খেলার ছলে পেটে ছিটকিনি, বের হলো অস্ত্রোপচারে

দুই বছরের হাবিবকে বিছানায় রেখে ঘরের বাইরে যান তার মা। এ সময় জানালা ধরে খেলা করছিল সে। ছিটকিনি খুলে আসে তার হাতে। না বুঝে এটি গিলে ফেলে হাবিব। শুরু হয় পেটে যন্ত্রণা। পরিবারের লোকজন কিছু বুঝে উঠতে পারছিল না। দুদিন হাবিবকে পর্যবেক্ষণে রেখে অস্ত্রোপচারের মাধ্যমে খাদ্যনালী থেকে চিকিৎসকেরা বের করেন সেই ছিটকিনি। 

হাবিব ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার শান্তিনগর গ্রামের জুয়েল মিয়ার ছেলে। জুয়েলের তিন ছেলে সন্তানের মধ্যে হাবিব ছোট। ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচারের পর সেখানে হাবিব চিকিৎসাধীন। 

সফল অস্ত্রোপচারের বিষয়টি নিশ্চিত করেন ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান আবু সাঈদ। তিনি জানান, এক্স-রে রিপোর্টে হাবিবের পেটের খাদ্যনালীতে ছিটকিনি দেখা যায়। পেটের ভেতরে সাধারণত খাদ্যনালী প্রায় ২০ ফুট লম্বা থাকে। অস্ত্রোপচারের সময় খাদ্যনালীর ভেতর থেকে খুঁজে কেটে বের করা হয়েছে ছিটকিনি। 

কয়েক দিনের মধ্যে হাবিব সুস্থ হয়ে উঠবেন বলে জানান চিকিৎসক আবু সাঈদ। তিনি আরও বলেন, ‘হাবিবকে আরও দুদিন হাসপাতালে থাকতে হবে। সে এখন সম্পূর্ণ ঝুঁকিমুক্ত আছে।’ 

হাবিবের মা পাখি বেগম বলেন, ‘আমার ছেলে বেশ চঞ্চল। গত বুধবার সকালে তাকে নাশতা করাইয়ে বিছানায় বসিয়ে রেখে একটু ঘরের বাইরে যাই। এসে দেখি তার শ্বাসকষ্ট হচ্ছে। মুখ খুলে প্রথমে কিছুই দেখা যাচ্ছিল না। পরে গলায় সাদা ধরনের কিছু একটা দেখা যায় এবং মুখ দিয়ে রক্ত ঝরছিল। এই অবস্থায় তাকে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে আসি। সেখানে হাবিবের এক্স-রে করে দেখি গলায় কিছু একটা আছে।’ 

বুধবার বিকেলেই ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালে ছেলেকে নিয়ে আসেন বলে জানান পাখি বেগম। তিনি বলেন, ‘হাবিবকে এক্স-রে করে চিকিৎসকেরা দেখেন পেটের ভেতরে একটা ছিটকিনি আটকে আছে। চিকিৎসকেরা তাকে দুদিন পর্যবেক্ষণে রাখেন। এর দুই দিন পর শুক্রবার রাতে আমার ছেলেকে অপারেশন করে খাদ্যনালী থেকে ছিটকিনি বের করেন চিকিৎসক আবু সাঈদ।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত