সোনাগাজী (ফেনী) প্রতিনিধি
ফেনীর সোনাগাজী ইসলামীয়া ফাজিল মাদ্রাসার নবম শ্রেণির শিক্ষার্থী সাখাওয়াত হোসেন বিজয় চুল লম্বা রাখায় বেত্রাঘাত করেন শিক্ষক ইসমাইল হোসেন সেলিম। এরপর তাঁর বিরুদ্ধে পুলিশে অভিযোগ দেন শিক্ষার্থীর ভাই ইকবাল হোসেন। পরে অন্য শিক্ষক ও অভিভাবকদের অনুরোধে মুচলেকা দিয়ে ছাড়া পান অভিযুক্ত শিক্ষক।
অভিযোগের ভিত্তিতে সোনাগাজী মডেল থানার উপপরিদর্শক জাহাঙ্গীর আলমের নেতৃত্বে কয়েকজন পুলিশ সদস্য সোমবার (৩১ জুলাই) বিকেল ৩টার দিকে অভিযুক্ত শিক্ষককে মাদ্রাসা থেকে থানায় নিয়ে যায়। পরে মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ ইব্রাহিম খলিলসহ কয়েক শিক্ষক ও অভিভাবক প্রতিনিধি তাঁকে ছাড়াতে যান। ভবিষ্যতে আর এমন কাজ করবেন—এই অঙ্গীকার করে মুক্তি পান শিক্ষক সেলিম।
অভিযোগ সূত্রে জানা যায়, সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে শিক্ষক সেলিম ক্লাস নিতে গিয়ে চুল লম্বা রাখায় বিজয়সহ আরও কয়েকজন শিক্ষার্থীকে বেত্রাঘাত করেন। এতে তাদের হাত, পিঠসহ বিভিন্ন স্থানে নীল দাগ হয়ে যায়। বিজয় সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে যায়। পরিবারের লোকজন আঘাতের চিহ্ন দেখার পর সোনাগাজী মডেল থানায় অভিযোগ দেয়।
ভুক্তভোগী শিক্ষার্থীর আত্মীয় মোহাম্মদ হাসান বলেন, ‘সরকার এখন শিক্ষার্থীদের বেত্রাঘাত করার জন্য নিষেধ করেছেন। তারপরও তিনি কেন তাকে মারবেন? এভাবে মারা উচিত হয়নি। তাই আইনের আশ্রয় নিতে থানায় অভিযোগ করা হয়।’
ওই মাদ্রাসার নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষক বলেন, ‘কোনো শিক্ষার্থীর সঙ্গে শিক্ষকের দ্বন্দ্ব নেই। শিক্ষক শিক্ষার্থীকে ভালোর জন্য শাসন করে। অতিরিক্ত শাসন আমরাও সাপোর্ট করি না। এরপরও বিষয়টি নিয়ে বাড়াবাড়ি করা হয়েছে। চুল লম্বা রাখা একজন মাদ্রাসা শিক্ষার্থীর জন্যও বেমানান।’
প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোহাম্মদ ইব্রাহিম খলিল বলেন, ‘চুল লম্বা রাখায় কয়েকজন শিক্ষার্থীকে বেত্রাঘাত করে শিক্ষক ইসমাইল হোসেন সেলিম। পরিবার অভিযোগ করায় তাঁকে থানায় নিয়ে যায়। পরবর্তীতে এমন কাজ আর করবেন না মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।’
এ ব্যাপারে জানতে চাইলে সোনাগাজী মডেল থানার উপপরিদর্শক জাহাঙ্গীর আলম বলেন, ‘একজন শিক্ষার্থীকে বেত্রাঘাত করার বিষয়ে অভিযোগ এলে অভিযুক্তকে আমরা থানায় নিয়ে আসি। পরে শিক্ষার্থীর পরিবার, মাদ্রাসার শিক্ষকেরা থানায় এসে অনুরোধ করলে মুচলেকা নিয়ে শিক্ষককে ছেড়ে দেওয়া হয়।’
ফেনীর সোনাগাজী ইসলামীয়া ফাজিল মাদ্রাসার নবম শ্রেণির শিক্ষার্থী সাখাওয়াত হোসেন বিজয় চুল লম্বা রাখায় বেত্রাঘাত করেন শিক্ষক ইসমাইল হোসেন সেলিম। এরপর তাঁর বিরুদ্ধে পুলিশে অভিযোগ দেন শিক্ষার্থীর ভাই ইকবাল হোসেন। পরে অন্য শিক্ষক ও অভিভাবকদের অনুরোধে মুচলেকা দিয়ে ছাড়া পান অভিযুক্ত শিক্ষক।
অভিযোগের ভিত্তিতে সোনাগাজী মডেল থানার উপপরিদর্শক জাহাঙ্গীর আলমের নেতৃত্বে কয়েকজন পুলিশ সদস্য সোমবার (৩১ জুলাই) বিকেল ৩টার দিকে অভিযুক্ত শিক্ষককে মাদ্রাসা থেকে থানায় নিয়ে যায়। পরে মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ ইব্রাহিম খলিলসহ কয়েক শিক্ষক ও অভিভাবক প্রতিনিধি তাঁকে ছাড়াতে যান। ভবিষ্যতে আর এমন কাজ করবেন—এই অঙ্গীকার করে মুক্তি পান শিক্ষক সেলিম।
অভিযোগ সূত্রে জানা যায়, সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে শিক্ষক সেলিম ক্লাস নিতে গিয়ে চুল লম্বা রাখায় বিজয়সহ আরও কয়েকজন শিক্ষার্থীকে বেত্রাঘাত করেন। এতে তাদের হাত, পিঠসহ বিভিন্ন স্থানে নীল দাগ হয়ে যায়। বিজয় সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে যায়। পরিবারের লোকজন আঘাতের চিহ্ন দেখার পর সোনাগাজী মডেল থানায় অভিযোগ দেয়।
ভুক্তভোগী শিক্ষার্থীর আত্মীয় মোহাম্মদ হাসান বলেন, ‘সরকার এখন শিক্ষার্থীদের বেত্রাঘাত করার জন্য নিষেধ করেছেন। তারপরও তিনি কেন তাকে মারবেন? এভাবে মারা উচিত হয়নি। তাই আইনের আশ্রয় নিতে থানায় অভিযোগ করা হয়।’
ওই মাদ্রাসার নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষক বলেন, ‘কোনো শিক্ষার্থীর সঙ্গে শিক্ষকের দ্বন্দ্ব নেই। শিক্ষক শিক্ষার্থীকে ভালোর জন্য শাসন করে। অতিরিক্ত শাসন আমরাও সাপোর্ট করি না। এরপরও বিষয়টি নিয়ে বাড়াবাড়ি করা হয়েছে। চুল লম্বা রাখা একজন মাদ্রাসা শিক্ষার্থীর জন্যও বেমানান।’
প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোহাম্মদ ইব্রাহিম খলিল বলেন, ‘চুল লম্বা রাখায় কয়েকজন শিক্ষার্থীকে বেত্রাঘাত করে শিক্ষক ইসমাইল হোসেন সেলিম। পরিবার অভিযোগ করায় তাঁকে থানায় নিয়ে যায়। পরবর্তীতে এমন কাজ আর করবেন না মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।’
এ ব্যাপারে জানতে চাইলে সোনাগাজী মডেল থানার উপপরিদর্শক জাহাঙ্গীর আলম বলেন, ‘একজন শিক্ষার্থীকে বেত্রাঘাত করার বিষয়ে অভিযোগ এলে অভিযুক্তকে আমরা থানায় নিয়ে আসি। পরে শিক্ষার্থীর পরিবার, মাদ্রাসার শিক্ষকেরা থানায় এসে অনুরোধ করলে মুচলেকা নিয়ে শিক্ষককে ছেড়ে দেওয়া হয়।’
অন্তর্বর্তী সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ এম হাসান আরিফ বলেছেন, ‘আমাদের প্রতিবেশী দেশ ভারত ভিসার ব্যাপারে কিছুটা কড়াকড়ি করেছে। তারা আমাদের ভিসা দেবে কি না, এটা তাদের বিষয়।’
৪ ঘণ্টা আগেনাটোরের বড়াইগ্রামে আওয়ামী লীগের এক সমর্থককে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে। মারধরের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এ ঘটনায় পুলিশ আহত ওই যুবককেই আটক করে। পরে তিনি জামিনে ছাড়া পান
৪ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের উদ্দেশে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘আপনারা ভালো কাজ করলে আমাদের সমর্থন পাবেন। জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে এক সেকেন্ডও সময় নেব না আপনাদের বিরুদ্ধে দাঁড়াতে। দায়সারা কথা বলে ছাত্র-জনতার সঙ্গে প্রহসন করবেন না।
৫ ঘণ্টা আগেলক্ষ্মীপুরে একটি তাফসিরুল কোরআন মাহফিল ও ইসলামি সংগীত সন্ধ্যা বন্ধ করে দেওয়া হয়েছে। আজ শুক্রবার লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড এলাকার মোহাম্মদিয়া জামে মসজিদ মাঠে এই আয়োজন করা হয়েছিল। মাহফিলে জামায়াত নেতাকে প্রধান অতিথি করায় বিএনপি সেটি বন্ধ করে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
৬ ঘণ্টা আগে