ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ায় স্ত্রী হত্যা মামলায় স্বামী ছাত্তার মিয়াকে (৫০) ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করেছেন আদালত।
আজ বুধবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া আদালতের সিনিয়র দায়রা ও জেলা জজ শারমিন নিগার এই রায় দেন। রায়ের সময় আসামি ছাত্তার মিয়া আদালতের এজলাসে উপস্থিত ছিলেন।
ছাত্তার মিয়া সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের হিন্দুপাড়ার মৃত সানু মিয়ার ছেলে। রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়া আদালতের পুলিশ পরিদর্শক কাজী দিদারুল আলম।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ২৮ মে সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের হিন্দুপাড়ায় ছুরিকাঘাতে খুন হন ৪ সন্তানের জননী জোসনা বেগম। এই ঘটনায় জোসনার বাবা আব্দুল মন্নাফ বাদী হয়ে জোসনার স্বামী ছাত্তারসহ ৪ জনকে আসামি করে সদর মডেল থানায় মামলা দায়ের করেন। এই হত্যা মামলায় নিহত জোসনার স্বামী ছাত্তারকে পুলিশ গ্রেপ্তার করে। পরে ছাত্তার আদালতে ম্যাজিস্ট্রেটের সামনে ১৬৪ ধারায় জবানবন্দিতে ছুরিকাঘাতের কথা স্বীকার করে।
একই বছর ৫ নভেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা চারজন আসামির তিনজনের কোনো সংশ্লিষ্টতা না পাওয়ায় প্রধান ছাত্তারকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আদালত সকল সাক্ষী, প্রমাণ বিচার বিশ্লেষণ করে প্যানেল কোড ৩০৪ এর পার্ট-১ অনুযায়ী আসামি ছাত্তারের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেন।
ব্রাহ্মণবাড়িয়ায় স্ত্রী হত্যা মামলায় স্বামী ছাত্তার মিয়াকে (৫০) ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করেছেন আদালত।
আজ বুধবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া আদালতের সিনিয়র দায়রা ও জেলা জজ শারমিন নিগার এই রায় দেন। রায়ের সময় আসামি ছাত্তার মিয়া আদালতের এজলাসে উপস্থিত ছিলেন।
ছাত্তার মিয়া সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের হিন্দুপাড়ার মৃত সানু মিয়ার ছেলে। রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়া আদালতের পুলিশ পরিদর্শক কাজী দিদারুল আলম।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ২৮ মে সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের হিন্দুপাড়ায় ছুরিকাঘাতে খুন হন ৪ সন্তানের জননী জোসনা বেগম। এই ঘটনায় জোসনার বাবা আব্দুল মন্নাফ বাদী হয়ে জোসনার স্বামী ছাত্তারসহ ৪ জনকে আসামি করে সদর মডেল থানায় মামলা দায়ের করেন। এই হত্যা মামলায় নিহত জোসনার স্বামী ছাত্তারকে পুলিশ গ্রেপ্তার করে। পরে ছাত্তার আদালতে ম্যাজিস্ট্রেটের সামনে ১৬৪ ধারায় জবানবন্দিতে ছুরিকাঘাতের কথা স্বীকার করে।
একই বছর ৫ নভেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা চারজন আসামির তিনজনের কোনো সংশ্লিষ্টতা না পাওয়ায় প্রধান ছাত্তারকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আদালত সকল সাক্ষী, প্রমাণ বিচার বিশ্লেষণ করে প্যানেল কোড ৩০৪ এর পার্ট-১ অনুযায়ী আসামি ছাত্তারের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেন।
রাজধানীর জুরাইনে সড়ক ও রেলপথ অবরোধ করে রাখা ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় বেলা পৌনে ১২টা থেকে ঢাকা-পদ্মা সেতু রুটে ট্রেন চলাচল বন্ধ ছিল। পরে চালকেরা অবরোধ তুলে নিলে ৩ ঘণ্টা পর বেলা ৩টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
১ few সেকেন্ড আগেপ্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, সংস্কৃতির নতুন রূপ হচ্ছে সিনেমা, যা সমাজ পরিবর্তনে ভূমিকা রেখে চলেছে। সিনেমার মাধ্যমে একটি জাতিকে উজ্জীবিত করা যায়। তাই ভালো সিনেমা বিনির্মাণের বিকল্প নেই।
১২ মিনিট আগেচট্টগ্রামের কর্ণফুলীতে কক্সবাজারগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে শাহ আমানত সেতুর টোলবক্সের সঙ্গে ধাক্কা লেগে সড়ক বিভাজকের ওপর উঠে পড়ে। এতে বাসটির সামনের অংশ দুমড়েমুচড়ে গেছে।
৩২ মিনিট আগেআহত শিক্ষার্থী সোহেলুল হক বলেন, “আমরা গিয়ে বলেছিলাম স্যার আমাদের জীবনটা বাঁচান স্যার। তিন বছরেও আপনি কিছু করতে পারেননি। আমরা এনওসি এনেছি। আপনি সাইন করে দেন। এনওসিতে লেখা ছিল, ‘আমরা যেহেতু ওদের নিবন্ধনের ব্যবস্থা করতে পারছি না। অন্য কোথাও পড়াশোনা করলে আমাদের আপত্তি নেই।’ এই এনওসিতে তিনি...
৩৬ মিনিট আগে