চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুরে একই দিনে পৃথক দুই ঘটনায় দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার হাজীগঞ্জ উপজেলা ও মতলব দক্ষিণ থেকে তাঁদের মরদেহ উদ্ধার করা হয়।
তাঁরা হলেন রেখা বেগম (৪৫) ও সরকার জিলন (১৭)। আজ সকালে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের পাশে হাজীগঞ্জ খাটরা মায়া ভিলার ছাদে জমে থাকা পানি পরিষ্কার করতে গিয়ে বিদ্যুতায়িত হন রেখা বেগম। দুপুরে মতলব দক্ষিণের কালিকাপুরে বিষপানে শিক্ষার্থী জিলন মারা গেছে বলে অভিযোগ উঠেছে।
রেখা বেগম খাটরা এলাকার মৃত কামিজ মিয়ার মেয়ে এবং জিলন মতলব দক্ষিণ উপজেলার নারায়নপুর কালিকাপুর গ্রামের মৃত আফজাল সরকারের ছেলে।
স্থানীয় বাসিন্দা সুমন মিয়া বলেন, ছাদে জমে থাকা পানি পরিষ্কার করতে রেখা বেগম ছাদে ওঠেন। ছাদে পানির সঙ্গে বিদ্যুতের তার জড়ানো ছিল। সেখানে গিয়ে তিনি বিদ্যুতায়িত হন। ঘটনাস্থল থেকে তাঁকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আবদুর রশিদ বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এদিকে নিহত শিক্ষার্থী জিলনের স্বজনেরা জানান, সে এ বছর কালীপুর উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিয়েছে। বাবা না থাকায় মা ও দাদির কাছে থাকত। দুপুরে বাড়ির কিছুটা দূরে বিষপান করে রাস্তার পাশে পড়ে ছিল। সেখান থেকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নেওয়া হয় তাকে। কী কারণে সে বিষপান করেছে কেউ জানেন না।
হাসপাতালের চিকিৎসক বিপ্লব দাস বলেন, ‘তাকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। স্বজনদের মাধ্যমে জেনেছি সে বিষপানে আত্মহত্যা করেছে।’
চাঁদপুর সদর মডেল থানার নায়েক মো. শফিকুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্ত করা হবে। এরপর আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
চাঁদপুরে একই দিনে পৃথক দুই ঘটনায় দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার হাজীগঞ্জ উপজেলা ও মতলব দক্ষিণ থেকে তাঁদের মরদেহ উদ্ধার করা হয়।
তাঁরা হলেন রেখা বেগম (৪৫) ও সরকার জিলন (১৭)। আজ সকালে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের পাশে হাজীগঞ্জ খাটরা মায়া ভিলার ছাদে জমে থাকা পানি পরিষ্কার করতে গিয়ে বিদ্যুতায়িত হন রেখা বেগম। দুপুরে মতলব দক্ষিণের কালিকাপুরে বিষপানে শিক্ষার্থী জিলন মারা গেছে বলে অভিযোগ উঠেছে।
রেখা বেগম খাটরা এলাকার মৃত কামিজ মিয়ার মেয়ে এবং জিলন মতলব দক্ষিণ উপজেলার নারায়নপুর কালিকাপুর গ্রামের মৃত আফজাল সরকারের ছেলে।
স্থানীয় বাসিন্দা সুমন মিয়া বলেন, ছাদে জমে থাকা পানি পরিষ্কার করতে রেখা বেগম ছাদে ওঠেন। ছাদে পানির সঙ্গে বিদ্যুতের তার জড়ানো ছিল। সেখানে গিয়ে তিনি বিদ্যুতায়িত হন। ঘটনাস্থল থেকে তাঁকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আবদুর রশিদ বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এদিকে নিহত শিক্ষার্থী জিলনের স্বজনেরা জানান, সে এ বছর কালীপুর উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিয়েছে। বাবা না থাকায় মা ও দাদির কাছে থাকত। দুপুরে বাড়ির কিছুটা দূরে বিষপান করে রাস্তার পাশে পড়ে ছিল। সেখান থেকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নেওয়া হয় তাকে। কী কারণে সে বিষপান করেছে কেউ জানেন না।
হাসপাতালের চিকিৎসক বিপ্লব দাস বলেন, ‘তাকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। স্বজনদের মাধ্যমে জেনেছি সে বিষপানে আত্মহত্যা করেছে।’
চাঁদপুর সদর মডেল থানার নায়েক মো. শফিকুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্ত করা হবে। এরপর আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
ঢাকার আশুলিয়ার রেডিয়েন্স ফ্যাশন লিমিটেডের আমদানির করা অর্ধকোটি টাকার জিনসের কাপড় চুরি হওয়ার পর উদ্ধার করেছে নারায়ণগঞ্জ শিল্প পুলিশ। গাজীপুরের কোনাবাড়ী, নারায়ণগঞ্জসহ বিভিন্ন স্থান থেকে এসব কাপড় জব্দ করা হয়। এ ঘটনায় মাসুম ওরফে বাবু (৩৪) নামের এক যুবককে কোনাবাড়ী থেকে পুলিশ গ্রেপ্তার করেছে।
৩ মিনিট আগেচাঁপাইনবাবগঞ্জের কিরণগঞ্জ সীমান্তে ভারত ও বাংলাদেশের গ্রামবাসীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। আজ শনিবার দুপুরে ঘটনার সূত্রপাত হলেও বিকালেও সংঘর্ষ চলছিল। এই উত্তেজনা পরে কাঁটাতারের বেড়া নির্মাণ ঘিরে চৌকা সীমান্ত পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় দুই বাংলাদেশি আহত হয়েছেন।
৯ মিনিট আগেরাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) নির্মাণাধীন একাডেমিক ভবনের ছাদ থেকে পড়ে মো. সালাম (২৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে এ ঘটনা ঘটে।
১৬ মিনিট আগেপটুয়াখালীর মির্জাগঞ্জে বাজিতা মাধ্যমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণকাজ পাঁচ বছরেও শেষ হয়নি। ভবনের কাজ ৬০ শতাংশ করে বন্ধ রাখার অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। এতে পাঠদানসহ বিভিন্ন কার্যক্রমে ভোগান্তিতে পড়েছেন শিক্ষক ও শিক্ষার্থীরা।
৩১ মিনিট আগে