নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামে ট্রাফিক পুলিশ বক্সে বোমা হামলার ঘটনার মূল পরিকল্পনাকারী নব্য জেএমবির মো. সেলিমকে গ্রেপ্তার করেছে কাউন্টার টেররিজম ইউনিট। আজ বুধবার ভোরে নগরীর আকবরশাহ থানাধীন পোর্ট লিংক রোডের বাংলাবাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সেলিম লোহাগাড়া উপজেলার উত্তর পাদুয়া গ্রামের বাসিন্দা। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) আহমেদ পেয়ার আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
কাউন্টার টেররিজম কর্মকর্তারা বলছেন, সেলিম দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। তাঁকে পাওয়া যাচ্ছিল না। সর্বশেষ তার অবস্থান বাংলাবাজারে পেয়ে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। ধারণা করা হচ্ছে, সেলিম আকবরশাহ থানাধীন পোর্ট লিংক রোড ব্যবহার করে চট্টগ্রামের লোহাগাড়ার উদ্দেশে যাচ্ছিলেন। আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি এড়াতে তিনি চট্টগ্রাম শহরে মূল সড়ক ব্যবহার না করে আকবরশাহ থানাধীন পোর্ট লিংক রোডের বাইপাস সড়কটি ব্যবহার করেছিল। তবে কোন জায়গা থেকে সেলিম বাংলাবাজারে এসেছিল সেই বিষয়ে কিছু জানায়নি সূত্রগুলো।
কাউন্টার টেররিজম মামলাটির তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক সঞ্জয় গুহ আজকের পত্রিকাকে বলেন, গ্রেপ্তারের পর আদালতে পাঁচ দিনের রিমান্ড চাওয়া হয়েছিল। পরে আদালত তাঁকে একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন। রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদের পর এই বিষয়ে বিস্তারিত জানা যাবে।
কর্মকর্তারা বলছেন, ২০২০ সালের ২৮ ফেব্রুয়ারি ২ নম্বর গেট পুলিশ বক্সে বোমা হামলার ঘটনার মাস্টারমাইন্ড হলেন নব্য জেএমবির সামরিক কমান্ডার মো. সেলিম। এ ঘটনায় দায়ের করা মামলায় এরই মধ্যে ১২ জন গ্রেপ্তার রয়েছে। এদের মধ্যে কয়েকজনের জবানবন্দিতে সেলিমের নাম ও সংগঠনে তার ভূমিকার কথা উঠে এসেছে। ট্রাফিক বক্সের ওই বিস্ফোরণে দুই ট্রাফিক পুলিশ সদস্যসহ পাঁচজন আহত হন। বিস্ফোরণে ট্রাফিক বক্সটিতে থাকা সিগন্যাল বাতি নিয়ন্ত্রণের সুইচ বোর্ড ধ্বংস হয়। ঘটনার একদিন পর হামলার সঙ্গে আইএস যুক্ত বলে জঙ্গিবাদ পর্যবেক্ষণকারী সাইট ইন্টেলিজেন্স গ্রুপে দাবি করা হয়। তবে পুলিশ বলেছে, এটা স্থানীয় জঙ্গি নব্য জেএমবির কাজ।
চট্টগ্রামে ট্রাফিক পুলিশ বক্সে বোমা হামলার ঘটনার মূল পরিকল্পনাকারী নব্য জেএমবির মো. সেলিমকে গ্রেপ্তার করেছে কাউন্টার টেররিজম ইউনিট। আজ বুধবার ভোরে নগরীর আকবরশাহ থানাধীন পোর্ট লিংক রোডের বাংলাবাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সেলিম লোহাগাড়া উপজেলার উত্তর পাদুয়া গ্রামের বাসিন্দা। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) আহমেদ পেয়ার আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
কাউন্টার টেররিজম কর্মকর্তারা বলছেন, সেলিম দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। তাঁকে পাওয়া যাচ্ছিল না। সর্বশেষ তার অবস্থান বাংলাবাজারে পেয়ে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। ধারণা করা হচ্ছে, সেলিম আকবরশাহ থানাধীন পোর্ট লিংক রোড ব্যবহার করে চট্টগ্রামের লোহাগাড়ার উদ্দেশে যাচ্ছিলেন। আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি এড়াতে তিনি চট্টগ্রাম শহরে মূল সড়ক ব্যবহার না করে আকবরশাহ থানাধীন পোর্ট লিংক রোডের বাইপাস সড়কটি ব্যবহার করেছিল। তবে কোন জায়গা থেকে সেলিম বাংলাবাজারে এসেছিল সেই বিষয়ে কিছু জানায়নি সূত্রগুলো।
কাউন্টার টেররিজম মামলাটির তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক সঞ্জয় গুহ আজকের পত্রিকাকে বলেন, গ্রেপ্তারের পর আদালতে পাঁচ দিনের রিমান্ড চাওয়া হয়েছিল। পরে আদালত তাঁকে একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন। রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদের পর এই বিষয়ে বিস্তারিত জানা যাবে।
কর্মকর্তারা বলছেন, ২০২০ সালের ২৮ ফেব্রুয়ারি ২ নম্বর গেট পুলিশ বক্সে বোমা হামলার ঘটনার মাস্টারমাইন্ড হলেন নব্য জেএমবির সামরিক কমান্ডার মো. সেলিম। এ ঘটনায় দায়ের করা মামলায় এরই মধ্যে ১২ জন গ্রেপ্তার রয়েছে। এদের মধ্যে কয়েকজনের জবানবন্দিতে সেলিমের নাম ও সংগঠনে তার ভূমিকার কথা উঠে এসেছে। ট্রাফিক বক্সের ওই বিস্ফোরণে দুই ট্রাফিক পুলিশ সদস্যসহ পাঁচজন আহত হন। বিস্ফোরণে ট্রাফিক বক্সটিতে থাকা সিগন্যাল বাতি নিয়ন্ত্রণের সুইচ বোর্ড ধ্বংস হয়। ঘটনার একদিন পর হামলার সঙ্গে আইএস যুক্ত বলে জঙ্গিবাদ পর্যবেক্ষণকারী সাইট ইন্টেলিজেন্স গ্রুপে দাবি করা হয়। তবে পুলিশ বলেছে, এটা স্থানীয় জঙ্গি নব্য জেএমবির কাজ।
ঝিনাইদহ সদরের নতুন বাড়ি এলাকায় দুই ট্রাকের সংঘর্ষে আল আমিন (২৫) নামের এক ট্রাকচালকের নিহত হয়েছেন। এ সময় আহত হন আরও ৩ জন। আজ শনিবার সকাল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
২৩ মিনিট আগেকুষ্টিয়ার দৌলতপুরে সাজেদুল লস্কর (৩২) নামের এক ব্যক্তির লাঠির আঘাতে তার চাচাতো ভাই আপেল লস্করের (৫০) মৃত্যু হয়েছে। আজ শনিবার ভোরে উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের সোনাইকুন্ডি লস্কর পাড়া এলাকায় এই ঘটনা ঘটে। সাজেদুল লস্করকে আটক করেছে পুলিশ। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আউয়াল কবির বিষয়টি নিশ
১ ঘণ্টা আগেময়মনসিংহের নান্দাইল উপজেলার রাজগাতি ইউনিয়নের ওপর দিয়ে বয়ে যাওয়া সুখাইজুড়ি নদী একসময় প্রবহমান ছিল। এতে এলাকার মানুষ গোসল দিত, মাছ ধরত ও হাঁস পালন করত। সেই নদী দখল করে বাঁশ ও জালের বেড়া দিয়ে ছোট ছোট ঘের তৈরি করেছেন স্থানীয় প্রভাবশালীরা।
১ ঘণ্টা আগেকুমিল্লা নগরীর রাজগঞ্জ এলাকার একটি রেস্তোরাঁর কর্মী তোফাজ্জল হোসেন। অর্থের অভাবে লেখাপড়ার সুযোগ হয়ে ওঠেনি তাঁর। ১৩ বছর বয়সে কাজ শুরু করেন রেস্তোরাঁয়।
১ ঘণ্টা আগে