চাঁদপুর প্রতিনিধি
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘বিএনপি-জামায়াত যদি আবার ক্ষমতায় আসে, দেশ ধ্বংসস্তূপে পরিণত হবে। তারা নিজেদের ছাড়া কখনো জনগণের চিন্তা করেনি। এই অপশক্তিকে প্রতিহত করতে হবে। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। যারা ’৭১-এর মুক্তিযুদ্ধের বিরোধীদের দোসর, মানুষ পুড়িয়ে মেরেছে, গ্রেনেড হামলা করেছে, তাদের আর এ দেশের মানুষ ক্ষমতায় চায় না।’
আজ শুক্রবার চাঁদপুর পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ড আওয়ামী যুবলীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. দীপু মনি বলেন, ‘বিএনপি-জামায়াত ক্ষমতায় থাকার সময় সাধারণ মানুষ শান্তিতে ঘুমাতে পারেনি। তখন নৌকায় ভোট দেওয়ার কারণে মানুষকে নির্যাতন করে হত্যা করা হয়েছে। আজকে তারা মানবাধিকারে কথা বলে। যখন ছোট শিশু রাসেলকে হত্যা করা হয়েছিল, ’৭৫ সালে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়েছিল, বোমা মেরে পাঁচ শতাধিকের বেশি মানুষকে পুড়িয়ে মারা হয়েছিল। তখন কোথায় ছিল মানবাধিকার।’
তিনি বলেন, ‘শেখ হাসিনা মুজিববর্ষে ভূমিহীনদের খোঁজ করে গৃহ নির্মাণ করে দিয়েছেন। যিনি সরকারের জবাবদিহি ও আইনের শাসন নিশ্চিত করেন, তিনিই হলেন শেখ হাসিনা। সরকারের উন্নয়ন ও বিএনপি-জামায়াতের সব কুকর্ম জনগণের কাছে আমাদের তুলে ধরতে হবে। বর্ধিত সভা সংগঠনের কাজের একটি অংশ। এখানে সংগঠনের অগ্রগতিসহ নানা বিষয়ে আলোচনা করা হয়। আমাদের নৌকার বিজয় নিশ্চিত করতে হবে।’
যুবলীগের সভাপতি আবুল কাশেম গাজীর সভাপতিত্বে বর্ধিত সভায় প্রধান বক্তা ছিলেন পৌর যুবলীগের আহ্বায়ক আব্দুল মালেক শেখ। বিশেষ অতিথি জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক অ্যাডভোকেট হুমায়ন কবির সুমন, পৌর যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাউন্সিলর সফিকুল ইসলাম ও পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক কাউন্সিলর ইকবাল হোসেন বাবু পাটোয়ারী।
বক্তব্য দেন, জেলা যুবলীগের সদস্য আব্দুল গণি গাজী, সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সস্পাদক আব্দুস টুনু, কাউন্সিলর আলমগীর গাজী, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মারুফ মজুমদার, পৌর যুবলীগ সদস্য জাহিদুল ইসলাম মিলন, আল আমিন, ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি কাকন গাজী, সদর উপজেলা যুবলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও যুবলীগ নেতা আরিফুর রহমান আরিফ।
সঞ্চালনা করেন কাউন্সিলর অ্যাডভোকেট কবির হোসেন চৌধুরী ও ওয়ার্ড যুবলীগের সাধারণ সস্পাদক মহসীন গাজী।
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘বিএনপি-জামায়াত যদি আবার ক্ষমতায় আসে, দেশ ধ্বংসস্তূপে পরিণত হবে। তারা নিজেদের ছাড়া কখনো জনগণের চিন্তা করেনি। এই অপশক্তিকে প্রতিহত করতে হবে। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। যারা ’৭১-এর মুক্তিযুদ্ধের বিরোধীদের দোসর, মানুষ পুড়িয়ে মেরেছে, গ্রেনেড হামলা করেছে, তাদের আর এ দেশের মানুষ ক্ষমতায় চায় না।’
আজ শুক্রবার চাঁদপুর পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ড আওয়ামী যুবলীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. দীপু মনি বলেন, ‘বিএনপি-জামায়াত ক্ষমতায় থাকার সময় সাধারণ মানুষ শান্তিতে ঘুমাতে পারেনি। তখন নৌকায় ভোট দেওয়ার কারণে মানুষকে নির্যাতন করে হত্যা করা হয়েছে। আজকে তারা মানবাধিকারে কথা বলে। যখন ছোট শিশু রাসেলকে হত্যা করা হয়েছিল, ’৭৫ সালে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়েছিল, বোমা মেরে পাঁচ শতাধিকের বেশি মানুষকে পুড়িয়ে মারা হয়েছিল। তখন কোথায় ছিল মানবাধিকার।’
তিনি বলেন, ‘শেখ হাসিনা মুজিববর্ষে ভূমিহীনদের খোঁজ করে গৃহ নির্মাণ করে দিয়েছেন। যিনি সরকারের জবাবদিহি ও আইনের শাসন নিশ্চিত করেন, তিনিই হলেন শেখ হাসিনা। সরকারের উন্নয়ন ও বিএনপি-জামায়াতের সব কুকর্ম জনগণের কাছে আমাদের তুলে ধরতে হবে। বর্ধিত সভা সংগঠনের কাজের একটি অংশ। এখানে সংগঠনের অগ্রগতিসহ নানা বিষয়ে আলোচনা করা হয়। আমাদের নৌকার বিজয় নিশ্চিত করতে হবে।’
যুবলীগের সভাপতি আবুল কাশেম গাজীর সভাপতিত্বে বর্ধিত সভায় প্রধান বক্তা ছিলেন পৌর যুবলীগের আহ্বায়ক আব্দুল মালেক শেখ। বিশেষ অতিথি জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক অ্যাডভোকেট হুমায়ন কবির সুমন, পৌর যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাউন্সিলর সফিকুল ইসলাম ও পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক কাউন্সিলর ইকবাল হোসেন বাবু পাটোয়ারী।
বক্তব্য দেন, জেলা যুবলীগের সদস্য আব্দুল গণি গাজী, সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সস্পাদক আব্দুস টুনু, কাউন্সিলর আলমগীর গাজী, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মারুফ মজুমদার, পৌর যুবলীগ সদস্য জাহিদুল ইসলাম মিলন, আল আমিন, ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি কাকন গাজী, সদর উপজেলা যুবলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও যুবলীগ নেতা আরিফুর রহমান আরিফ।
সঞ্চালনা করেন কাউন্সিলর অ্যাডভোকেট কবির হোসেন চৌধুরী ও ওয়ার্ড যুবলীগের সাধারণ সস্পাদক মহসীন গাজী।
ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, ঢাকা মহানগরীতে প্রায় দুই কোটি লোকের বসবাস। ঢাকাবাসীকে যেকোনো উপায়ে নিরাপদ রাখতে হবে। দায়িত্ব থেকে আমাদের পিছিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। শনিবার সকালে রাজারবাগ পুলিশ লাইন্সে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে আয়োজিত কল্যাণ সভায় ঢাকা মেট্রোপলিটন..
১৪ মিনিট আগেবাগেরহাটের কচুয়া উপজেলায় বলেশ্বর ও ভৈরব নদের তীর দীর্ঘদিন পর পরিষ্কার করা হয়েছে। আজ শনিবার (২৩ নভেম্বর) ভোর ৬টার দিকে কচুয়া জিরো পয়েন্ট থেকে এই কার্যক্রম শুরু হয়।
২০ মিনিট আগেবিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নির্বাচন যত বিলম্বিত হবে, ষড়যন্ত্র তত বাড়তে থাকবে। তাই দেশ ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় দ্রুত নির্বাচনের কোনো বিকল্প নেই।
৪২ মিনিট আগেভাঙচুর–ককটেল বিস্ফোরণের অভিযোগে ঝালকাঠির রাজাপুরে সাবেক মন্ত্রী শাহজাহান ওমর বীর উত্তমসহ ৫৩ জনের নামে মামলা হয়েছে। গতকাল শুক্রবার উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তালুকদার আবুল কালাম আজাদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় আরও দেড় শতাধিক ব্যক্তিকে অজ্ঞাত আসামি দেখানো হয়েছে।
১ ঘণ্টা আগে