ফেনীতে অজ্ঞাত স্থানে মুখ ঢেকে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

ফেনী প্রতিনিধি
Thumbnail image
ফেনীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল। ছবি: সংগৃহীত

ফেনীতে অজ্ঞাত স্থান থেকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগ। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর এই প্রথমবারের মতো জেলা ছাত্রলীগের ব্যানারে কোনো আয়োজন করতে দেখা গেছে।

গতকাল শুক্রবার মধ্যরাত থেকে ফেসবুকে ছাত্রলীগের নানা কর্মসূচির বিভিন্ন ভিডিও ছড়িয়ে পড়ে। এরপর থেকে জেলাজুড়ে চলছে নানা আলোচনা-সমালোচনা।

ভিডিওতে দেখা যায়, অজ্ঞাত স্থানে এ মিছিলে ১০-১৫ জন যুবক অংশ নেন। তাঁদের সবার মুখ মাস্ক দিয়ে ঢাকা ছিল। এ সময় ‘আজকের এই দিনে, মুজিব তোমায় মনে পড়ে’, ‘শুভ শুভ শুভ দিন, ছাত্রলীগের জন্মদিন’, ‘লাল-সবুজের পতাকায়, মুজিব তোমায় দেখা যায়’, ‘ভয় করি না মরণে, মুজিব তোমায় স্মরণে’, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’—এমন নানা স্লোগান দেন তাঁরা।

ভিডিওতে নিষিদ্ধ ঘোষিত এই ছাত্র সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মোমবাতি প্রজ্বলন, পুষ্পস্তবক অর্পণ ও ফেনী জেলা ছাত্রলীগের পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাসহ বিভিন্ন স্থানে পোস্টার লাগাতেও দেখা গেছে।

এ ব্যাপারে ফেনী জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মুহাইমিন তাজিম বলেন, ‘একটি নিষিদ্ধ সংগঠনের এভাবে মিছিল করার মাধ্যমে প্রশাসনের ব্যর্থতা প্রকাশ পেয়েছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই। মিছিলে অংশগ্রহণকারীদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তারের দাবি করছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ট্রাম্পের শপথের আগেই বার্নিকাটসহ তিন কূটনীতিককে পদত্যাগের নির্দেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিকে বিচারের মুখোমুখি করতে হবে: সলিমুল্লাহ খান

সংস্কারের কিছু প্রস্তাবে মনঃক্ষুণ্ন বিএনপি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত