কক্সবাজার প্রতিনিধি
মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু এলাকায় সীমান্তচৌকির নিয়ন্ত্রণ নিয়ে সরকারি বাহিনী ও বিদ্রোহী গোষ্ঠীর সংঘাতের জেরে ৫ রোহিঙ্গা নাফ নদী পারি দিয়ে কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপ জেটি দিয়ে অনুপ্রবেশের চেষ্টা করছে।
আজ শনিবার বিকেল ৫ টার দিকে একটি ডিঙি নৌকাযোগে তাঁরা জেটিতে পৌঁছান বলে জানান স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় জেলেদের ভাষ্য অনুযায়ী, সীমান্ত পার হয়ে আসা পাঁচজন রোহিঙ্গার সঙ্গে একজন গুলিবিদ্ধ নারী আছেন। জেটিতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা তাদের আটকে দিয়েছেন।
সর্বশেষ এ প্রতিবেদন লেখা পর্যন্ত (রাত ৮ টার দিকে) তারা নৌকা নিয়ে নাফ নদীতে ঘোরাফেরা করছিল। তাদের ফেরত পাঠাতে চেষ্টা করছেন বিজিবির সদস্যরা।
শাহপরীর দ্বীপ নাফ নদী জেটির পাশে বড়শি দিয়ে মাছ শিকার করছিলেন মোহাম্মদ রুবেল নামে এক যুবক। রুবেল বলেন, বিকেলে একটি ডিঙি নৌকায় করে জেটিতে পৌঁছান ৫ জন।
এদের মধ্যে একজন গুলিবিদ্ধ নারীকে শুইয়ে রাখা হয়েছে। পরে বিজিবি সেখানে পৌঁছে নৌকাটি ঘিরে রাখে। নৌকায় গুলিবিদ্ধ নারীর হাতে স্যালাইন লাগানো রয়েছে।
সাবরাং ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুস সালাম আজকের পত্রিকাকে বলেন, ‘মিয়ানমার থেকে নাফ নদী পার হয়ে একটি নৌকায় পাঁচজন রোহিঙ্গা এসেছেন বলে শুনেছি।’ এর মধ্যে একজন নারী গুলিবিদ্ধ রয়েছেন। তবে বিজিবি তাদেরকে ঢুকতে দেয়নি।
এ বিষয়ে বিজিবির সংশ্লিষ্টদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু এলাকায় সীমান্তচৌকির নিয়ন্ত্রণ নিয়ে সরকারি বাহিনী ও বিদ্রোহী গোষ্ঠীর সংঘাতের জেরে ৫ রোহিঙ্গা নাফ নদী পারি দিয়ে কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপ জেটি দিয়ে অনুপ্রবেশের চেষ্টা করছে।
আজ শনিবার বিকেল ৫ টার দিকে একটি ডিঙি নৌকাযোগে তাঁরা জেটিতে পৌঁছান বলে জানান স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় জেলেদের ভাষ্য অনুযায়ী, সীমান্ত পার হয়ে আসা পাঁচজন রোহিঙ্গার সঙ্গে একজন গুলিবিদ্ধ নারী আছেন। জেটিতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা তাদের আটকে দিয়েছেন।
সর্বশেষ এ প্রতিবেদন লেখা পর্যন্ত (রাত ৮ টার দিকে) তারা নৌকা নিয়ে নাফ নদীতে ঘোরাফেরা করছিল। তাদের ফেরত পাঠাতে চেষ্টা করছেন বিজিবির সদস্যরা।
শাহপরীর দ্বীপ নাফ নদী জেটির পাশে বড়শি দিয়ে মাছ শিকার করছিলেন মোহাম্মদ রুবেল নামে এক যুবক। রুবেল বলেন, বিকেলে একটি ডিঙি নৌকায় করে জেটিতে পৌঁছান ৫ জন।
এদের মধ্যে একজন গুলিবিদ্ধ নারীকে শুইয়ে রাখা হয়েছে। পরে বিজিবি সেখানে পৌঁছে নৌকাটি ঘিরে রাখে। নৌকায় গুলিবিদ্ধ নারীর হাতে স্যালাইন লাগানো রয়েছে।
সাবরাং ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুস সালাম আজকের পত্রিকাকে বলেন, ‘মিয়ানমার থেকে নাফ নদী পার হয়ে একটি নৌকায় পাঁচজন রোহিঙ্গা এসেছেন বলে শুনেছি।’ এর মধ্যে একজন নারী গুলিবিদ্ধ রয়েছেন। তবে বিজিবি তাদেরকে ঢুকতে দেয়নি।
এ বিষয়ে বিজিবির সংশ্লিষ্টদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি জনগোষ্ঠীর কাছে কোমরতাঁতে বোনা কাপড় খুবই জনপ্রিয়। আর এ কাপড় বোনেন পাহাড়ি নারীরা। তবে আধুনিক বয়নশিল্পের প্রভাব এবং সুতাসহ কাঁচামালের দাম বাড়ায় এখন আর পোষাতে পারছেন না তাঁরা। সরকারের পক্ষ থেকেও নেই এ শিল্পকে টিকিয়ে রাখার কোনো উদ্যোগ। তাই হারাতে বসেছে পাহাড়ের ঐতিহ্যবাহী এ শিল
১৩ মিনিট আগেহবিগঞ্জের বানিয়াচংয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে গুরুতর আঘাত পেয়ে সাদিকুর রহমান সাদিক (৩৫) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার সন্দলপুরে নবীগঞ্জ-হবিগঞ্জ সড়কে এই দুর্ঘটনা ঘটে।
২০ মিনিট আগেডিসেম্বরের ২০ তারিখ বিয়ে। অনুষ্ঠানের জন্য ঠিক করা হয়েছে ক্লাবও। পরিবারের পক্ষ থেকে চলছিল কেনাকাটাসহ বিয়ের নানা আয়োজন। এরমধ্যে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেলেন ইশরাত জাহান তামান্না (২০)। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাতে তাঁর মৃত্যু হয়।
৪৪ মিনিট আগেরাজশাহীতে দুই পক্ষের মীমাংসার সময় বিএনপির এক নেতাকে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে নগরের ভদ্রা এলাকায় রাজশাহী মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক বজলুর রহমান মন্টুর ওপর এ হামলা হয়। তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
১ ঘণ্টা আগে