মারুফ কিবরিয়া, কুমিল্লা থেকে
কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনের ভোটগ্রহণ আজ বুধবার সকাল ৮টা থেকে শুরু হয়েছে। দিনের শুরুতে আবহাওয়া ভালো থাকলেও ভোট শুরুর আধ ঘণ্টার মধ্যেই নেমে আসে বৃষ্টি। এতে ভোটার উপস্থিতি কিছুটা কমে আসে। ঘণ্টাখানেক বৃষ্টির পর আবহাওয়া এখন স্বাভাবিক রয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি বাড়তে শুরু করেছে।
কুমিল্লা দক্ষিণ সদরের শাকতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, শাকতলা উচ্চবিদ্যালয় ও নগরের হোচ্ছামিয়া বিদ্যালয়ে ভোটারদের ব্যাপক উপস্থিতি লক্ষ করা গেছে।
শাকতলা উচ্চবিদ্যালয় কেন্দ্রে মোট ভোটার ২ হাজার ৫৪১ জন। এই কেন্দ্রে প্রিসাইডিং কর্মকর্তা রাসেল আহমেদ আজকের পত্রিকা’কে জানান, সকাল ১০টা পর্যন্ত ১২ শতাংশ ভোট পড়েছে।
ভোট দিতে আসা হাসিনা বেগম বলেন, ‘শুনছি ভেতরে মেশিন নষ্ট। তাই সময় বেশি লাগছে। আমি এক ঘণ্টারও বেশি সময় ধরে লাইনে দাঁড়িয়ে আছি, কিন্তু এখনো ভোট দিতে পারিনি।’
আরেক নারী ভোটার হোসনে আরা বলেন, ‘খুব গরমের মধ্যে অসুস্থ হয়ে পড়েছি। এত সময় লাগবে জানলে ভোট দিতে আসতাম না। শুনেছিলাম ইভিএমে নাকি তাড়াতাড়ি ভোট দেওয়া যায়।’
কুসিক নির্বাচন সম্পর্কিত খবর জানতে - এখানে ক্লিক করুন
ইভিএম বিকল হয়ে যাওয়ার বিষয়টি অস্বীকার করে কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা রাসেল আহমেদ বলেন, ‘মেশিন নষ্ট হলে তো আমরা সঙ্গে সঙ্গেই ব্যবস্থা নিতাম। এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। ওরা তো আর ভেতরে যাচ্ছে না। ভেতরে ভোট দিতে সময় লাগে। কেউ কেউ ধারণা করেই মেশিন নষ্টের কথা বলছেন।’
কুসিক নির্বাচন ২০২২ সম্পর্কিত পড়ুন:
কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনের ভোটগ্রহণ আজ বুধবার সকাল ৮টা থেকে শুরু হয়েছে। দিনের শুরুতে আবহাওয়া ভালো থাকলেও ভোট শুরুর আধ ঘণ্টার মধ্যেই নেমে আসে বৃষ্টি। এতে ভোটার উপস্থিতি কিছুটা কমে আসে। ঘণ্টাখানেক বৃষ্টির পর আবহাওয়া এখন স্বাভাবিক রয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি বাড়তে শুরু করেছে।
কুমিল্লা দক্ষিণ সদরের শাকতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, শাকতলা উচ্চবিদ্যালয় ও নগরের হোচ্ছামিয়া বিদ্যালয়ে ভোটারদের ব্যাপক উপস্থিতি লক্ষ করা গেছে।
শাকতলা উচ্চবিদ্যালয় কেন্দ্রে মোট ভোটার ২ হাজার ৫৪১ জন। এই কেন্দ্রে প্রিসাইডিং কর্মকর্তা রাসেল আহমেদ আজকের পত্রিকা’কে জানান, সকাল ১০টা পর্যন্ত ১২ শতাংশ ভোট পড়েছে।
ভোট দিতে আসা হাসিনা বেগম বলেন, ‘শুনছি ভেতরে মেশিন নষ্ট। তাই সময় বেশি লাগছে। আমি এক ঘণ্টারও বেশি সময় ধরে লাইনে দাঁড়িয়ে আছি, কিন্তু এখনো ভোট দিতে পারিনি।’
আরেক নারী ভোটার হোসনে আরা বলেন, ‘খুব গরমের মধ্যে অসুস্থ হয়ে পড়েছি। এত সময় লাগবে জানলে ভোট দিতে আসতাম না। শুনেছিলাম ইভিএমে নাকি তাড়াতাড়ি ভোট দেওয়া যায়।’
কুসিক নির্বাচন সম্পর্কিত খবর জানতে - এখানে ক্লিক করুন
ইভিএম বিকল হয়ে যাওয়ার বিষয়টি অস্বীকার করে কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা রাসেল আহমেদ বলেন, ‘মেশিন নষ্ট হলে তো আমরা সঙ্গে সঙ্গেই ব্যবস্থা নিতাম। এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। ওরা তো আর ভেতরে যাচ্ছে না। ভেতরে ভোট দিতে সময় লাগে। কেউ কেউ ধারণা করেই মেশিন নষ্টের কথা বলছেন।’
কুসিক নির্বাচন ২০২২ সম্পর্কিত পড়ুন:
নোয়াখালীর চাটখিলে ফেসবুক লাইভে এসে জয় বাংলা স্লোগান দেওয়া এক যুবলীগ কর্মীকে আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে পৌর শহরের দারগার বাজার এলাকা থেকে তাঁকে আটক করা হয়। ওই যুবলীগ কর্মীর নাম ইউসুফ দফাদার। তিনি পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সুন্দরপুরের দফাদার বাড়ির বাসিন্দা।
৩ মিনিট আগেনিরাপত্তা চেয়ে ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে অবস্থান ধর্মঘট পালন করেছেন উপজেলার ছোট খোঁচাবাড়ি গ্রামের সাঁওতাল পরিবারের সদস্যরা। আজ বৃহস্পতিবার বেলা ১১টা থেকে ২টা পর্যন্ত ইউএনও কার্যালয়ে অবস্থান নেন তাঁরা।
১৪ মিনিট আগেঅন্য বিভাগ থেকে সভাপতি নিয়োগের আদেশ প্রত্যাহার ও নিজ বিভাগ থেকে যোগ্যতার ভিত্তিতে নিয়োগের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনের
১৭ মিনিট আগেচাঁপাইনবাবগঞ্জে সাদাপোশাকে সড়কে অভিযান চালানো পুলিশের এক সহকারী উপপরিদর্শককে (এএসআই) ছিনতাইকারী সন্দেহে আটকে রাখেন স্থানীয় লোকজন। দুই ঘণ্টা পর পুলিশ গিয়ে ফিরোজ রানা নামের ওই এএসআইকে উদ্ধার করে নিয়ে যায়। এ ঘটনার পর তাঁকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।
২০ মিনিট আগে