কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে মোহাম্মদ তারেক (১৯) নামে এক তরুণকে গ্রেপ্তার করেছে র্যাব। আজ সোমবার সদর উপজেলার লিংক রোড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মোহাম্মদ তারেক কক্সবাজার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম কুতুবদিয়া পাড়ার বাসিন্দা।
র্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের আইন ও গণমাধ্যম শাখার সিনিয়র সহকারী পরিচালক এবং অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গত ২৪ জানুয়ারি কক্সবাজার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে নলকূপে পানি আনতে যায় ভুক্তভোগী। এ সময় তারেক নামে এক তরুণ পাশের ঝাউবনে নিয়ে তাকে ধর্ষণ করে। এ সময় স্থানীয় লোকজন ভুক্তভোগীকে উদ্ধার ও তারেককে ধরে ফেলে। পরে কৌশলে তারেক পালিয়ে যায়। ভুক্তভোগীকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়।
মো. আবু সালাম চৌধুরী বলেন, এ ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে গত শনিবার (২৭ জানুয়ারি) কক্সবাজার সদর থানায় মোহাম্মদ তারেককে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। এরপর বিষয়টি অবগত হয়ে আসামিকে গ্রেপ্তারে র্যাব গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, সদরের লিংক রোড এলাকা থেকে আসামিকে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার তারেক ভিকটিমকে ধর্ষণের বিষয়টি স্বীকার করেছে। গ্রেপ্তার তরুণকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
কক্সবাজারে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে মোহাম্মদ তারেক (১৯) নামে এক তরুণকে গ্রেপ্তার করেছে র্যাব। আজ সোমবার সদর উপজেলার লিংক রোড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মোহাম্মদ তারেক কক্সবাজার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম কুতুবদিয়া পাড়ার বাসিন্দা।
র্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের আইন ও গণমাধ্যম শাখার সিনিয়র সহকারী পরিচালক এবং অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গত ২৪ জানুয়ারি কক্সবাজার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে নলকূপে পানি আনতে যায় ভুক্তভোগী। এ সময় তারেক নামে এক তরুণ পাশের ঝাউবনে নিয়ে তাকে ধর্ষণ করে। এ সময় স্থানীয় লোকজন ভুক্তভোগীকে উদ্ধার ও তারেককে ধরে ফেলে। পরে কৌশলে তারেক পালিয়ে যায়। ভুক্তভোগীকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়।
মো. আবু সালাম চৌধুরী বলেন, এ ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে গত শনিবার (২৭ জানুয়ারি) কক্সবাজার সদর থানায় মোহাম্মদ তারেককে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। এরপর বিষয়টি অবগত হয়ে আসামিকে গ্রেপ্তারে র্যাব গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, সদরের লিংক রোড এলাকা থেকে আসামিকে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার তারেক ভিকটিমকে ধর্ষণের বিষয়টি স্বীকার করেছে। গ্রেপ্তার তরুণকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
উত্তরের জেলা কুড়িগ্রামের ফুলবাড়ীতে বেড়েছে শীতের তীব্রতা। মধ্য রাত থেকে ঘন কুয়াশা পড়তে শুরু করে। সকাল ৯-১০টা পর্যন্ত কুয়াশায় ঢেকে থাকে চারপাশ। এ সময় হেড লাইট জ্বালিয়ে চলাচল করে যানবাহন। এমন অবস্থায় ভোগান্তি বেড়েছে অটোরিকশাচালক ও খেটে খাওয়া মানুষের।
৫ মিনিট আগেরাজধানীর জুরাইনে সড়ক ও রেলপথ অবরোধ করে রাখা ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় বেলা পৌনে ১২টা থেকে ঢাকা-পদ্মা সেতু রুটে ট্রেন চলাচল বন্ধ ছিল। পরে চালকেরা অবরোধ তুলে নিলে ৩ ঘণ্টা পর বেলা ৩টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
১৯ মিনিট আগেপ্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, সংস্কৃতির নতুন রূপ হচ্ছে সিনেমা, যা সমাজ পরিবর্তনে ভূমিকা রেখে চলেছে। সিনেমার মাধ্যমে একটি জাতিকে উজ্জীবিত করা যায়। তাই ভালো সিনেমা বিনির্মাণের বিকল্প নেই।
৩০ মিনিট আগেচট্টগ্রামের কর্ণফুলীতে কক্সবাজারগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে শাহ আমানত সেতুর টোলবক্সের সঙ্গে ধাক্কা লেগে সড়ক বিভাজকের ওপর উঠে পড়ে। এতে বাসটির সামনের অংশ দুমড়েমুচড়ে গেছে।
১ ঘণ্টা আগে